Yes No question

Yes No question

Yes-No question কাকে বলে? এবং Yes no question structure সম্পর্কে আমাদের জানতে হবে।

যে সকল প্রশ্নের উত্তর শুধু “হ্যাঁ” বা “না” দ্বারা উত্তর দেওয়া যায় তাকে Yes-No question বলে।

Yes/No question করতে হলে সাধারণত Subject এর পূর্বে auxiliary verb অর্থাৎ Be verb, Do verb, Have verb, Modal verb ইত্যাদি বসিয়ে গঠন করা হয়। এ verb গুলো সম্পর্কে বিস্তারিত Verb অধ্যায়ে আলোচনা করা হয়েছে।

Yes-no question structure এবং Yes no question example নিচে দেওয়া হলো।

i. Auxiliary (be, have) verb + subject + extension + ?

Am I an English teacher? (আমি কি একজন ইংরেজি শিক্ষক?)

Answer: Yes (হ্যাঁ). Or, No (না).

অথবা, 

Yes, I am an English teacher. (হ্যাঁ, আমি একজন ইংরেজি শিক্ষক।)

Or, 

No, I am not an English teacher. (না, আমি ইংরেজির শিক্ষক নই।)

Is Ali a teacher? (আলী কি একজন শিক্ষক?)

Are you a teacher? (তুমি কি একজন শিক্ষক?)

Was he a doctor? (সে কি চিকিৎসক ছিলেন?)

Were they engineers? (তারা কি প্রকৌশলী ছিলেন?)

ii. Auxiliary verb + subject + (verb+ing) + extension + ?

Is he playing football? (সে কি ফুটবল খেলছে?)

Are they trying to learn English? (তারা কি ইংরেজি শিখতে চেষ্টা করছে?)

Was Ali doing the work? (আলী কি কাজটি করছিল?)

iii. Auxiliary (do, modal) verb + subject + V1 + extension + ?

Do you understand the English language? (আপনি কি ইংরেজি ভাষা বোঝেন?)

Does he learn English? (সে কি ইংরেজি শেখে?)

Did they do it? (তারা কি এটা করেছিল?)

Can you speak English? (তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো?)

Should we learn English? (আমাদের কি ইংরেজি শেখা উচিত?)

iv. Auxiliary verb + subject + V3 + extension + ?

Have you finished your homework? (আপনি কি আপনার বাড়ির কাজ শেষ করেছেন?)

Has Ali done the work? (আলী কি কাজটি করিয়াছে?)

Had they played football? (তারা কি ফুটবল খেলিয়াছিল?)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here