Wh question
প্রথমে আমাদের জানতে হবে, Wh question কাকে বলে?
Wh question হলো এক ধরনের প্রশ্ন যা Wh word দিয়ে শুরু হয় ( ব্যতিক্রম how ) এবং Question এর উত্তর কখনোই “হ্যাঁ” অথবা “না” হয় না। সুতরাং Wh শব্দ দিয়ে শুরু হওয়ার কারণে একে Wh question বলে। আমাদের মনে রাখতে হবে, Wh question কে Framing question বা Framing wh question বলা হয়ে থাকে।
Wh question কয়টি ও কি কি?
Wh question মূলত ৯ টি।
1. Who ( কে, কারা )
2. Whom ( কাকে, কাহাকে )
3. Whose ( কার, কাহার )
4. What ( কী )
5. Which ( কোনটি, কোনগুলো )
6. When ( কখন )
7. Where ( কোথায় )
8. Why ( কেন, কি জন্য)
9. How ( কিভাবে )
Wh question structure
1. Wh word + Auxiliary verb + Subject + Main verb + Extension + ?
= When do you do the work? ( তুমি কখন কাজটি কর? )
= Where do you live? ( আপনি কোথায় থাকেন? )
2. Wh word + Modal verb + Subject + Main verb + Extension + ?
= What should he do? ( তার কি করা উচিত? )
= How can we learn English properly? ( কিভাবে আমরা সঠিকভাবে ইংরেজি শিখতে পারি? )
= When should we help others? ( আমাদের কখন অন্যদেরকে সাহায্য করা উচিত? )
3. Wh word + Main verb + Extension + ? [ Without an Auxiliary Verb ]
= Who bought this phone? ( কে এই ফোনটি কিনেছে? )
= Which boy goes to school? ( কোন ছেলেটি স্কুলে যায়? )
Negative wh question
1. Wh word + Auxiliary verb + Subject + not + Main verb + Extension + ? [ Auxiliary verb থাকলে ]
When do you teach English? ( আপনি কখন ইংরেজি শেখান? )
= When do you not teach English? ( আপনি কখন ইংরেজি শেখান না? )
2. Wh word + Auxiliary verb + not + Main verb + Extension + ? [ Auxiliary verb না থাকলে ]
Who wants a pen? ( কে কলম চায়? )
= Who does not want a pen? ( কে কলম চায় না? )
Which window opened? ( কোন জানালা খুলেছে? )
= Which window didn’t open? ( কোন জানালা খোলেনি? )
Which boy goes to school? ( কোন ছেলেটি স্কুলে যায়? )
= Which boy doesn’t go to school? ( কোন ছেলেটি স্কুলে যায় না? )
Wh question rules And Wh question example
1. Who ( কে, কারা )
i. Who + Auxiliary / Verb + Object + Extension + ? [ কে অর্থে ]
= Who goes to school? ( কে স্কুলে যায়? )
= Who will do the work? ( কে কাজটা করবে? )
ii. Who + Auxiliary / Verb + Object + Extension + ? [ কে কে / কারা অর্থে ]
= Who go to school? ( কে কে স্কুলে যায়? )
= Who will do the work? ( কারা কাজটা করবে? )
iii. Who + Be verb + Pronoun / Possessive pronoun + Extension + ?
= Who are you? ( তুমি কে? )
= Who was your instructor? ( আপনার প্রশিক্ষক কে ছিল? )
iv. Who + Be verb + Noun + Extension + ?
= Who is Moklesur? ( মোখলেছুর কে? )
= Who is the best student in this program? ( এই প্রোগ্রামের সেরা ছাত্র কে? )
v. Who + Be verb + Adjective + Extension + ?
= Who is better here? ( এখানে কে ভালো? )
= Who is poor? ( কে গরীব? )
vi. Who + have / has + Noun + Extension + ?
= Who has a computer? (কার একটি কম্পিউটার আছে? )
= Who have a lot of money? ( কাদের অনেক টাকা আছে? )
2. Whom ( কাকে, কাহাকে )
Whom + Auxiliary verb + Subject + Main verb + Extension + ?
= Whom do you like more? ( আপনি কাকে বেশি পছন্দ করেন? )
= Whom did you call yesterday? ( আপনি গতকাল কাকে ডেকেছিলেন? )
Note: Who ব্যবহার হয় Subject হিসেবে কিন্তু Whom ব্যবহার হয় Object হিসেবে। Whom সকল Verb দিয়ে Sentence তৈরি করতে পারে না। সুতরাং সকল Verb দিয়ে Sentence তৈরি করতে হলে Preposition + whom একসাথে যুক্ত করতে হয়।
= With whom do you live? ( আপনি কার সাথে থাকেন? )
= By whom is the work done? ( কার দ্বারা কাজটি করা হয়? )
3. Whose ( কার, কাহার )
i. Whose + Noun + Verb + Object + Extension + ?
= Whose sister goes to the market? ( কার বোন বাজারে যায়? )
= Whose phone rang? ( কার ফোন বেজে উঠলো? )
ii. Whose + Noun + Be verb + Pronoun + Extension + ?
= Whose sister are you? ( তুমি কার বোন? )
iii. Whose + Noun + Be verb + Noun + Extension + ?
= Whose sister is Kaniz? ( কানিজ কার বোন? )
iv. Whose + Noun + Be verb + Adjective + Extension + ?
= Whose brother is poor? ( কার ভাই গরীব? )
v. Whose + Noun + have / has + Noun + Extension + ?
= Whose brother has a computer? ( কার ভাইয়ের
একটি কম্পিউটার আছে? )
vi. Whose + Noun + Auxiliary verb + Subject + Verb + Extension + ?
= Whose sister do you love? ( তুমি কার বোনকে ভালোবাসো? )
4. What ( কী )
i. What + Auxiliary verb + Subject + Verb + Extension + ?
= What are they eating? ( তারা কি খাচ্ছে? )
ii. What + do / does / did + Subject + have + Extension + ?
= What do you have? ( তোমার কি আছে? )
= What phone do you have now? ( তোমার কাছে এখন কী ফোন আছে? )
iii. What + Be verb + Place + Extension + ?
= What is in the room? ( রুমে কি আছে? )
iv. What + Be verb + Pronoun + Extension + ?
= What is it? ( এটা কি? )
v. What + Be verb + Noun + Extension + ?
= What are the students like? ( শিক্ষার্থীরা কী করতে পছন্দ করে? )
vi. What + Be verb + Pronoun + Noun + Extension + ?
= What is your father’s profession? ( তোমার বাবার পেশা কি? )
vii. What + Noun + Be verb + Pronoun / Noun + Extension + ?
= What kind of person is your friend? ( আপনার বন্ধু কি ধরনের ব্যক্তি? )
viii. What + Verb + Object + Extension + ?
= What ensures a better life? ( কী একটি উন্নত জীবন নিশ্চিত করে? )
ix. What + Noun + Verb + Object + Extension + ?
= What kind of phone do you prefer? ( আপনি কি ধরনের ফোন পছন্দ করেন? )
x. What + Be verb + V3 (p.p) + Extension + ?
= What is needed to do well in English? ( ইংরেজিতে ভালো করতে কী দরকার? )
5. Which ( কোনটি, কোনগুলো )
i. Which + Noun + Auxiliary verb + Subject + Verb + Extension + ?
= Which university do you read in? ( আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন? )
ii. Which + Noun + Verb + Extension + ?
= Which man is poor? ( কোন মানুষটি গরীব? )
= Which man has a car? ( কোন লোকটির একটি গাড়ী আছে? )
iii. Which + Be verb + Pronoun + Noun + Extension + ?
= Which is your home? ( আপনার বাড়ি কোনটি? )
iv. Which + Noun + Be verb + Noun + Extension + ?
= Which man is an English teacher? ( কোন লোকটি একজন ইংরেজি শিক্ষক? )
v. Which type of ….. + Be verb + Pronoun / Noun + Extension + ?
= Which type of person are you? ( তুমি কোন ধরনের লোক? )
6. When ( কখন )
i. When + Auxiliary verb + Subject + Verb + Extension + ?
= When did he go to Dhaka? ( তিনি কখন ঢাকায় গিয়েছিলেন? )
= When is English taught here? ( এখানে ইংরেজি কখন পড়ানো হয়? )
ii. When + Auxiliary verb + Subject + Common Noun + Extension + ?
= When were you a teacher at this university? ( আপনি কখন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন? )
iii. When + Auxiliary verb + There + ….. Noun + Extension + ?
= When was there a car in your company? ( আপনার কোম্পানির কখন একটি গাড়ি ছিল? )
7. Where ( কোথায় )
i. Where + Auxiliary verb + Subject + Verb + Extension + ?
= Where do they study? ( তারা কোথায় পড়াশোনা করে? )
= Where do they work? ( তারা কোথায় কাজ করে? )
ii. Where + Auxiliary verb + Noun / Pronoun + Extension + ?
= Where is he? ( সে কোথায়? )
= Where is the book? ( বইটি কোথায়? )
= Where was your money? ( তোমার টাকা কোথায় ছিল? )
8. Why ( কেন, কি জন্য)
i. Why + Auxiliary verb + Subject + Verb + Extension + ?
= Why are they learning English? ( কেন তারা ইংরেজি শিখছে? )
= Why can’t we speak English? ( কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না? )
ii. Why + Auxiliary verb + Subject + Extension + ?
= Why is your brother upset? ( তোমার ভাইয়ের মন খারাপ কেন? )
= Why are you with him? ( তুমি কেন তার সাথে আছ? )
9. How ( কিভাবে )
i. How + Auxiliary verb + Subject + Verb + Extension + ?
= How do you learn English? ( আপনি কিভাবে ইংরেজি শিখেন? )
= How do you know him? ( আপনি তাকে কিভাবে চিনেন? )
ii. How + Auxiliary verb + Noun / Pronoun + Extension + ?
= How are you? ( আপনি কেমন আছেন? )
= How is the boy? ( ছেলেটা কেমন আছে? )
iii. How + Noun / Adjective + Auxiliary verb + Extension + ?
= How beautiful is she? ( সে কেমন সুন্দর? )
= How man are you? ( তুমি কেমন লোক? )
iv. পরিমাণবাচক অর্থাৎ গণনা করা যায় না এ ক্ষেত্রে How much বসবে।
= How much money do you have? ( আপনার কত টাকা আছে? )
= How much water is in the bottle? ( বোতলে কতটুকু পানি আছে? )
v. গণনাবাচক অর্থাৎ গণনা করা যায় এ ক্ষেত্রে How many বসবে।
= How many pens did you buy? ( আপনি কতগুলো কলম কিনেছিলেন? )
= How many friends are you here? ( তোমরা এখানে কতজন বন্ধু? )
vi. How long = কতক্ষণ, How fast = কত দ্রুত, How often = কতবার, How far = কতদূর, How dare = কত সাহস ) ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।
= How long do you read? ( আপনি কতক্ষণ পড়েন? )
= How fast does it go? ( এটা কত দ্রুত যায়? )
Wh question তৈরির নিয়ম
যে কোন Sentence কে দুইভাবে Question তৈরি করা যায়। 1. Sentence-এর Subject ধরে। 2. Sentence-এর Object ধরে।
প্রথমে আমরা Sentence-এর Subject ধরে শিখব।
Subject + Verb + Object.
= ( Who / What / Which ) + Verb + Object + Extension + ?
সুতরাং Subject ব্যক্তিবাচক হলে Who, বস্তুবাচক/ প্রাণিবাচক হলে What, এবং This, These, That, Those হলে Which বসবে এবং বাকি সব নিয়ম অনুযায়ী বসবে।
1. Subject ব্যক্তিবাচক এর ক্ষেত্রে Who বসবে।
He goes to the market. ( সে বাজারে যায়। )
= Who goes to the market? ( কে বাজারে যায়? )
2. Subject বস্তুবাচক/ প্রাণিবাচক এর ক্ষেত্রে What বসবে।
The computer looks very nice. ( কম্পিউটারটি দেখতে খুব সুন্দর। )
= What looks very nice? ( কি দেখতে খুব সুন্দর?
3. Subject যদি This, These, That, Those হয় তাহলে Which বসবে।
This is my phone. ( ইহা আমার ফোন. )
= Which is your phone? ( আপনার ফোন কোনটি? )
Note: কোনো Sentence এ যদি First person থাকে তাহলে তা Second person হবে। I / we হলে you, me / us হলে you, my / our হলে your, mine / ours হলে yours হবে।
এখন আমরা Sentence-এর Subject ধরে শিখব।
= ( Whom, What, Which, When, Where, Why, How ) + Auxiliary verb + Subject + Verb + Extension + ?
1. Object এর ঘরে ব্যক্তিবাচক object থাকলে Whom হবে।
He is teaching us history. ( তিনি আমাদেরকে ইতিহাস শেখাচ্ছেন। )
= Whom is he teaching history? ( তিনি কাদেরকে ইতিহাস শেখাচ্ছেন? )
2. Object এর ঘরে বস্তু / প্রাণিবাচক object থাকলে What হবে।
He is teaching us history. ( তিনি আমাদেরকে ইতিহাস শেখাচ্ছেন। )
= What is he teaching you? ( তিনি তোমাদেরকে কী শেখাচ্ছেন? )
3. Object এর ঘরে This, These, That, Those থাকলে Which হবে।
Ali bought this yesterday. ( আলী ইহা গতকাল কিনেছেন। )
= Which did Ali buy yesterday? ( আলী গতকাল কোনটি কিনেছিলেন? )
4. Object এর ঘরে Timing word থাকলে When হবে।
Ali bought this yesterday. ( আলী ইহা গতকাল কিনেছেন। )
= When did Ali buy this? ( আলী ইহা কখন কিনেছেন? )
5. Object এর ঘরে স্থানবাচক word থাকলে Where হবে।
We will go to Sherpur next month. ( আমরা আগামী মাসে শেরপুর যাব। )
= Where will you go next month? ( তোমরা আগামী মাসে কোথায় যাইবে? )
6. Object এর ঘরে কারণসূচক word ( যেমনঃ for, because, to + verb ) থাকলে Why হবে।
We go to university to read. ( আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই। )
= Why do you go to university? ( তোমরা কেন বিশ্ববিদ্যালয়ে যাও? )
7. Object এর ঘরে কিভাবে বুঝালে ( অর্থাৎ adjective, adverb ) থাকলে How হবে।
He goes to university by train. ( সে ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ে যায়। )
= How does he go to university? ( সে কিভাবে বিশ্ববিদ্যালয়ে যায়? )
কিছু ব্যতিক্রমধর্মী বাক্যর আলোচনা
1. There দিয়ে কোন বাক্য শুরু হলে Where দিয়ে Question করতে হবে এবং এক্ষেত্রে স্থানবাচক Object টি উঠে যাবে।
There is a book on the table. ( টেবিলের উপর একটি বই আছে। )
= Where is a book? ( কোথায় একটি বই আছে? )
2. It দিয়ে কোন বাক্য শুরু হলে What দিয়ে Question করতে হবে এবং এক্ষেত্রে Infinitive অংশটি উঠে যাবে।
It is our duty to study hard. ( ভালোভাবে অধ্যয়ন করা আমাদের কর্তব্য। )
= What is your duty? ( তোমাদের কর্তব্য কি? )
3. Subject এর শুরুতে my, our, your, his, her, their ইত্যাদি থাকলে এদের পরিবর্তে Whose বসাতে হবে এবং বাকি সব ঠিক থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে।
My brother is teaching in this university. ( আমার ভাই এই বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। )
= Whose brother is teaching in this university? ( কার ভাই এই বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন? )
Note: নিয়মগুলো ভালোভাবে চর্চা করতে হবে।
Wh question and answer
Who goes to university? ( কে বিশ্ববিদ্যালয়ে যায়? )
= Ali goes to university. ( আলী বিশ্ববিদ্যালয়ে যায়। )
With whom do you live? ( তুমি কার সাথে থাক? )
= I live with my parents. ( আমি আমার বাবা-মায়ের সাথে থাকি। )
Whose brother is Ali? ( আলী কার ভাই? )
= Ali is my brother. ( আলী আমার ভাই। )
What do you read? ( তোমরা কী পড়? )
= We read English. ( আমরা ইংরেজি পড়ি। )
When do you wake up? ( তুমি কখন জেগে উঠ? )
= I wake up early in the morning. ( আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। )
Where is he? ( সে কোথায় আছে? )
= He is in the university. ( সে বিশ্ববিদ্যালয়ে আছে। )
Why do you learn English? ( তুমি কেন ইংরেজি শিখ? )
= I learn English to get better results. ( আমি ইংরেজি শিখি ভালো ফলাফল করার জন্য। )
How can we learn English properly? ( কিভাবে আমরা সঠিকভাবে ইংরেজি শিখতে পারি? )
= We can learn English properly by following the rules of English language. ( ইংরেজি ভাষার নিয়মগুলো মেনে আমরা সঠিকভাবে ইংরেজি শিখতে পারি। )