Subject and Predicate

Subject and Predicate

আমাদের সকলের subject and predicate সম্পর্কে জানা প্রয়োজন। নিচে subject and predicate examples সহ বিস্তারিত আলোচনা করা হলো।

Subject ( উদ্দেশ্য )

Sentence এর যে অংশে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তুর নাম থাকে অথবা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে ঐ Sentence এর Subject বলে।

Ali goes to the mosque. ( আলী মসজিদে যায়। )

We perform our prayers. ( আমরা আমাদের নামাজ আদায় করি। )

এখানে, উপরের Sentence দুটির Subject হলো Ali এবং We। আমরা খুব সহজে একটি বাক্যের Subject বের করতে পারি। সাধারণত Verb কে “কে বা কারা” দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায়। যেমনঃ কে যায়? বা কে মসজিদে যায়? উত্তর হবে – আলী মসজিদে যায়। কারা নামাজ আদায় করে? উত্তর হবে – আমরা আমাদের নামাজ আদায় করি। সুতরাং Subject হলো আলী এবং আমরা।

I like him. ( আমি তাকে পছন্দ করি। )

They are reading English now. ( তারা এখন ইংরেজি পড়তেছে। )

The old man is his father. ( বৃদ্ধ লোকটি তার বাবা। )

A car is driven by him. ( তার দ্বারা একটি গাড়ি চালানো হয়। ) 

Note: Subject সাধারণত বাক্যের শুরুতে বসে। তবে ক্ষেত্র বিশেষে বাক্যের শেষেও থাকতে পারে। তবে আমাদের উভয় ক্ষেত্রেই মনে রাখতে হবে, যার দ্বারা বাক্যে উল্লেখিত Verb সম্পন্ন হয় সেটিই Subject হবে । সাধারণত “কে / কারা” দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায়। তবে Passive বাক্যের ক্ষেত্রে “কার দ্বারা” প্রশ্ন করে Subject বের করা হয়। মনে রাখার বিষয়, একটি Word, বা Phrase কিংবা Clause বাক্যের Subject হতে পারে।

Predicate ( বিধেয় )

Sentence এর যে অংশে Subject সম্পর্কে কোনো কিছু বলা হয়, সেই অংশকে ঐ Sentence এর Predicate বলে।

আরও সহজভাবে বললে, Subject সম্পর্কে যা বলা বা লেখা হয় তাই হলো Predicate।

Subject + Predicate.

The fishermen of Bangladesh catch a lot of fish everyday. ( বাংলাদেশের জেলেরা প্রতিদিন প্রচুর মাছ ধরে। )

Ali and I go to the market. ( আলী আর আমি বাজারে যাই। )

I have a computer. ( আমার একটা কম্পিউটার আছে। )

Subject and Predicate সম্পর্কে আরও বিস্তারিত

i. Interrogative Sentence এ Predicate এর একটি অংশ ( Verb / Auxiliary ) Subject এর আগে বসে।

What do they do? ( তারা কি করে? )

Will he go there? ( সে কি সেখানে যাবে? )

ii. Imperative Sentence এ Subject সর্বদাই উহ্য থাকে।

Do the work. ( কাজটি কর। এখানে You উহ্য আছে। অর্থাৎ তুমি কাজটি কর। ) 

get out of here. ( এখান থেকে চলে যাও। অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও। )

iii. Optative Sentence এ Subject এর আগে Predicate এর একটি অংশ (May) Verb বসে।

May you be happy. ( তুমি সুখী হও। )

May Allah give him Jannah. ( আল্লাহ তাকে জান্নাত দান করুন। )

Note: সুতরাং Subject ক্ষেত্র বিশেষে Sentence এর শুরুতে বা শেষে কিংবা মাঝখানে থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here