Object and Complement
আমরা এর আগে Sentence, Subject and Predicate ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনেছি। Sentence এর Structure হলো ( Subject + Verb + Object / Complement. )। আজকে আমরা Object and Complement সম্পর্কে বিস্তারিত জানব। নিচে object and complement examples সহ বিস্তারিত আলোচনা করা হলো।
Object ( কর্ম )
Sentence এ যাকে কেন্দ্র করে Verb এর কার্য সম্পাদন করে তাকে Object বা কর্ম বলা হয়।
আরও সহজভাবে বললে, কোনো Sentence এ Verb কে “কি বা কাকে” দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে Object বা কর্ম বলে।
Ali should respect us. ( আলীর উচিত আমাদের সম্মান করা। )
এখানে, আমরা যদি Verb কে “কাকে” দ্বারা প্রশ্ন করি তাহলে Object পাব। অর্থাৎ কাকে সম্মান করা উচিত? উত্তর হবে – আমাদের ( us )। সুতরাং উক্ত বাক্যের Object হলো us (আমাদের)।
Note: আমাদের মনে রাখতে হবে, Object গুলো সাধারণত Noun / Pronoun / Noun phrase / Noun clause ইত্যাদি হবে।
ব্যাকরণগত গঠন অনুসারে Object তিন প্রকার।
1. Simple Object
2. Compound Object
3. Complete Object
1. Simple Object
যে Sentence এর object গুলো একটি একক শব্দ দ্বারা গঠিত এবং যা একটি object হিসেবে কাজ করে তাকে Simple Object বলে।
We should respect our parents. ( আমাদের উচিত আমাদের পিতামাতাকে সম্মান করা। )
I met him a long time ago. ( তার সাথে আমার অনেকদিন আগে দেখা হয়েছিল। )
I love flowers. ( আমি ফুল ভালোবাসি। )
2. Compound Object
যে Sentence এ দুই বা দুইয়ের অধিক Noun বা Pronoun অবজেক্ট হিসেবে থাকে তাকে Compound Object বলে।
I saw Ali and his brother in the mosque. ( আমি মসজিদে আলী এবং তার ভাইকে দেখেছি। )
They invited Ali and me to their program. ( তারা আলী এবং আমাকে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। )
3. Complete Object
যে Sentence এ Noun phrase বা Noun clause অবজেক্ট হিসেবে থাকে তাকে Complete Object বলে।
I knew that he was honest. ( আমি জানতাম যে সে সৎ ছিল। )
We saw who called you yesterday. ( আমরা দেখেছি যে আপনাকে গতকাল ফোন করেছে। )
They beat the man who lives in our village. ( তারা মারধর করে যে লোকটি আমাদের গ্রামে থাকে। )
আবার, ব্যাকরণগত ফাংশন অনুসারে Object তিন প্রকার।
1. Direct Object
2. Indirect Object
3. Object of a Preposition
1. Direct Object
Sentence এ যাকে কেন্দ্র করে সরাসরি Verb এর কার্য সম্পাদন করে তাকে Direct object বলে। অর্থাৎ Verb কে “কি বা কাকে” দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো Direct object। ইহা সাধারণত বস্তুবাচক বা বিষয়কে বোঝায়। তবে Direct object ব্যক্তিবাচক ও হতে পারে।
Ali speaks English. ( আলী ইংরেজি বলে। )
I know everyone. ( আমি সবাইকে চিনি। )
এখন যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তরে কি পাওয়া যাবে চলুন দেখা যাক। আলী কি বলে? উত্তর হবে – আলী ইংরেজি বলে। অর্থাৎ কি বলে? উত্তর – ইংরেজি বলে। আবার, তুমি কাকে চিন? উত্তর হবে – আমি সবাইকে চিনি। অর্থাৎ কাকে চিন? উত্তর – সবাইকে চিনি। সুতরাং English এবং everyone হলো Direct object।
2. Indirect Object
কোনো Sentence এ Verb কে “কিসের জন্য / কিসের / কাদের জন্য / কাকে / কাদের বা কার কাছে” দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এবং একটি Direct object এর সাথে থাকে তাকে Indirect Object বলে। ইহা সাধারণত ব্যক্তিবাচককে বোঝায়। Indirect object সবসময় Direct object এর আগে বসে। Indirect object সর্বদাই Direct object এর উপর নির্ভরশীল হয়ে থাকে কারণ Direct object এর Receiver রূপে Indirect object কাজ করে।
Ali owes me some money. ( আলী আমার কাছে কিছু টাকা পাওনা। )
Ali cooked us lunch. ( আলী আমাদের দুপুরের খাবার রান্না করেছিলেন। )
চলুন Verb কে প্রশ্ন করি। কার কাছে পাওনা? উত্তর – আমার কাছে পাওনা। কাদের জন্য রান্না করেছিলেন? অথবা কাদের দুপুরের খাবার রান্না করেছিলেন? উত্তর হবে – আমাদের। সুতরাং me এবং us হলো Indirect object।
আবার, কি পাওনা? উত্তর – কিছু টাকা। কি রান্না করেছিলেন? উত্তর হবে – দুপুরের খাবার। সুতরাং some money এবং lunch হলো Direct object।
3. Object of a Preposition
Object of a Preposition হলো একটি Noun বা Pronoun যা একটি Preposition অনুসরণ করে এবং এর অর্থ সম্পূর্ণ করে। Object of a Preposition উদ্দেশ্যমূলক ক্ষেত্রে থাকে।
Ali lives with me. ( আলী আমার সাথে থাকে। )
এখানে with হলো Preposition এবং me হলো Object। সুতরাং Object এর আগে Preposition থাকার কারণে এটি Object of a Preposition।
indirect + direct object
Ali bought me a phone. ( আলী আমাকে একটা ফোন কিনে দিয়েছিলেন। )
He gave me the computer. ( সে আমাকে কম্পিউটার দিয়েছিল। )
direct object + prepositional phrase ( to / for )
Ali bought a phone for me. ( আলী আমার জন্য একটি ফোন কিনেছিল। )
He gave the computer to me. ( সে আমাকে কম্পিউটার দিয়েছিল। )
এখানে Preposition এর পর Object থাকার কারণে এটি Object of a Preposition। সুতরাং উক্ত বাক্যে একটি Direct object এবং একটি Object of a Preposition আছে।
Complement ( পরিপূরক )
Complement মানে হলো পরিপূরক। Complement কাকে বলে? Complement কত প্রকার ও কি কি? এবং Complement কিসের পরিপূরক? চলুন এগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক।
Sentence এ Subject এর পূর্ণতার জন্য Verb এর পরে যে Word / Phrase বা Clause টি বসে তাকে Complement বলে। Complement টি Subject এর পরিপূরক হিসেবে কাজ করে। Complement হলো Subject ও Object এর ই আরেকটি ভিন্ন পরিচয়।
Ali is a software engineer. ( আলী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। )
এখানে যে Ali, সেই হলো software engineer. সুতরাং এখানে a software engineer হলো Complement। আবার, Ali plays badminton. ( আলী ব্যাডমিন্টন খেলেন। ) এখানে badminton কি Complement? উত্তর হবে না। কারণ Ali এবং badminton দুইটি আলাদা জিনিস। এখানে badminton হলো Object। আমাদের মনে রাখতে হবে, Object এর সাথে Verb এর সম্পর্ক এবং Complement এর সাথে Subject ও Object এর সম্পর্ক।
Complement মূলত দুই প্রকার।
1. Subjective Complement
2. Objective Complement
1. Subjective Complement
যে Sentence এ একটি word বা group of words যা Subject সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করে এবং প্রায়শই একটি linking verb অনুসরণ করে তাকে Subjective Complement বলে।
Ali is a teacher. ( আলী একজন শিক্ষক। )
এখানে Ali হলো Subject এবং is হলো linking verb আর a teacher হলো Noun অর্থাৎ ইহা Subject সম্পর্কে তথ্য প্রদান করে সুতরাং a teacher হলো Subjective Complement। সংক্ষেপে জেনে রাখা ভালো যে Verb দ্বারা Subject ও Complement এর মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে linking verb বলা হয়।
Subjective Complement আবার দুই প্রকার।
i. Noun Complement
ii. Adjective Complement
i. Noun Complement
যে Sentence এ Complement গুলো Noun আকারে বসে তকে Noun Complement বলে।
Ali is a pilot. ( আলী একজন বিমান চালক। )
He is an engineer. ( সে একজন প্রকৌশলী। )
এখানে a pilot এবং an engineer হলো Noun Complement।
ii. Adjective Complement
যে Sentence এ Complement গুলো Adjective আকারে বসে তকে Adjective Complement বলে।
Ali is happy. ( আলী খুশি। )
He seems nice. ( তাকে সুন্দর লাগছে। )
এখানে happy এবং nice হলো Adjective Complement।
Note: Subjective Complement হিসেবে ( Pronoun, Adverb phrase, Noun clause, Prepositional Phrase, To-infinitive clause, ইত্যাদি ) অর্থাৎ এগুলোও Complement আকারে বসতে পারে।
2. Objective Complement
যে Sentence এ একটি word বা group of words যা একটি Direct object কে অনুসরণ করে এবং Direct object সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে Objective Complement বলে। যা মূলত Object এর পরিপূরক।
Ali sent him home. ( আলী তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। )
He wants to make my friend happy. ( সে আমার বন্ধুকে খুশি করতে চায়। )
এখানে him এবং my friend হলো Direct object এবং home এবং happy হলো Objective Complement।
Note: Verb কে “কি বা কাকে” দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর না পাওয়া যায় তাহলে বুঝতে হবে বাক্যটিতে Object এর পরিবর্তে Complement আছে।
Compliment vs Complement
Compliment শব্দের অর্থ হলো প্রশংসা বা প্রশংসা করা। Compliment হলো প্রশংসা, অভিনন্দন বা উৎসাহের একটি অভিব্যক্তি। আর Complement কি? আমরা সকলেই জানি। সুতরাং Compliment এবং Complement শব্দ দুটোর উচ্চারণ একই হলেও দুটোই সম্পূর্ণ আলাদা জিনিস। একটু খেয়াল করলে বুঝতে পারবেন শব্দ দুটোর বানান এবং অর্থ এক নয় অর্থাৎ ভিন্ন। আশা করি সকলেই Compliment vs Complement এর বিষয়টা বুঝতে পেরেছেন।