learn English | Grammar | Vocabulary | Spoken English or Speaking English
আমরা সকলে সফল হতে চাই কিন্ত কয়জন সফল হতে পারি। সফল না হওয়ার কারণ আমরা লেগে থাকতে পারি না। আমরা যেকোন বিষয়ে চেষ্টা করি না কেন, আমাদেরকে সে বিষয়ে সফল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত লেগে থাকতে হবে। তাহলে আমরা সফল হতে পারব, ইনশাআল্লাহ। এ কথাগুলো বলার কারণ আমরা অনেকে শর্টকাটে এবং রাতারাতি যেকোন বিষয়ে সফল হতে চাই। আসলে সফল হতে হলে পরিশ্রম কতে হয়। পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব নয়। আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যারা সফল হয়েছে তাদের পেছনে পরিশ্রম রয়েছে। চলুন, আসল কথায় আসা যাক। আমরা ইংরেজিতে কথা বলতে চাই কিন্ত পারি না। কারণ কি? তা নিয়েই আলোচনা করব। মনে করুন, আমার প্রচন্ড জ্বর হয়েছে। আমি জানি, কি করতে হবে? কোন ওষুধগুলো খেতে হবে কিন্ত ওষুধগুলো খেলাম না। তাহলে কি আমার জ্বর কমবে? অবশ্যই কমবে না। যদি আমরা জানি, কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে? তা না মানি। তাহলে ইংরেজিতে কথা বলতে পারব না। আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারব কিভাবে একটি ভাষা শিখতে হয়? চলুন, একটি বাস্তব উদাহরণ দেওয়া যাক। যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সে কিছুই বুঝে না এবং কিছুই জানে না। দুই, চার মাস শুধু কাথা শুনে তার পরিবার এবং প্রতিবেশীর কাছ থেকে। তারপরে একটু কাথা বলার চেষ্টা করে তাও সঠিকভাবে কথা বলতে পারে না। কিন্ত সে শিশুটি কথা বলার চেষ্টা করতেই থাকে। অবশেষে দেখা যায়, সে অনর্গল কথা বলতে পারে কোন সমস্যা হয় না। তারপর সে স্কুল, কলেজে ভর্তি হয় এবং অনেক নিয়মকানুন শিখে অবশেষে শুদ্ধভাবে কাথা বলতে পারে। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারব কিছু ধাপ অতিক্রম কারার পর সে কথা বলতে পারে। যেকোন ভাষা শিখতে হলে এ ধাপগুলো মেনে চলতেই হবে। তাহলে আমরা সহজে ইংরেজিতে কথা বলতে পারব। নিচে ধাপগুলো দেওয়া হলো।
1. নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে, আমি ইংরেজিতে কথা বলতে পারব।
2. প্রচুর পরিমানে ইংরেজি কথা শুনতে হবে।
3. ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে। প্রথমে ভুল বা শুদ্ধ কথা বলেন তা কোন ব্যাপার নয়। আপনাকে ইংরেজিতে কথা বলতেই হবে।
4. ইংরেজি কথাগুলো বুঝার চেষ্টা করতে হবে এবং তা অন্যদেরকে বুঝাতে হবে। অর্থাৎ বলতে হবে।
5. পড়তে হবে এবং তা লিখে প্রকাশ করার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।
6. প্রতিদিন নিয়মিত চর্চা করতে হবে।
7. আসল কথা লেগে থাকতে হবে।
উপরের ধাপগুলো অনুসরণ করলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইনশাআল্লাহ। আসলে ইংরেজি শেখার জন্য কোন শর্টকাট পদ্ধতি নেই যার মাধ্যমে আপনি সহজে ইংরেজি শিখে ফেলবেন। উপরের নিয়মগুলো মানলে শুধু ইংরেজি নয় যেকোন ভাষা সহজে আয়ত্ত করা সম্ভব।
Spoken English or Speaking English
Speaking English বলতে ইংরেজিতে কথা বলাকে বুঝায়। উদাহরণের মাধ্যমে আরও বিস্তারিত জানা যাক। How can we learn speaking English? (কিভাবে আমরা ইংরেজিতে কথা বলা শিখতে পারি?) এখানে speaking হলো Gerund. (Speak + ing) অর্থাৎ Verb এর সাথে ing যোগ করে Gerund গঠিত হয়। এটি মূলত noun এর কাজ করে। সুতরাং কর্তা যখন ইংরেজিতে কথা বলে থাকে তখন সেটাকে বুঝানোর জন্যই Speaking English ব্যবহার করা হয়।
Spoken English বলতে মৌখিক ইংরেজি বা কথ্য রূপ বুঝায়। প্রত্যেক ভাষার বিভিন্ন রূপ থাকে। যেমন: আমরা যখন কোনো কিছু লিখে থাকি তখন সেটাকে বলা হয় ‘Written’ (লিখিত বা লেখ্য রূপ) আবার মুখে কোনো কিছু বলে থাকি সেটাকে বলা হয় ‘Spoken’ (মৌখিক বা কথ্য রূপ)। সুতরাং আমরা যখন ইংরেজি বলি সেটাকেই Spoken English বলা হয়। এজন্যই সচরাচর Speaking English না বলে Spoken English বলা হয়।
Grammar
ইংরেজি ভাষা শুদ্ধভাবে বুঝতে, পড়তে, বলতে ও লিখতে যে সব নিয়মনীতি অনুসরণ করতে হয় তাই হচ্ছে English Grammar. প্রতিটি ভাষার নিজস্ব শব্দ, উচ্চারণরীতি, বাক্য গঠন ও বিভিন্ন নিয়ম থাকে আর এগুলোর সমষ্টিই হচ্ছে Grammar.
ভাষাজ্ঞান একজন মানুষ জন্মসূত্রে লাভ করে থাকে। কিন্তু সেই ভাষা শুদ্ধভাবে পড়তে বা বলতে এবং লিখতে বিভিন্ন নিয়মকানুন জানা প্রয়োজন তেমনি English Language শিখতে হলে আমাদের অবশ্যই এর Grammar সম্পর্কে জানতে হবে। সুতরাং English Grammar ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে বুঝতে, পড়তে, বলতে ও লিখতে শেখায়।
Vocabulary
Vocabulary বলতে অভিধান, শব্দতালিকা, শব্দকোষ বা শব্দভান্ডারকে বুঝায়। তেমনি Dictionary, lexicon এবং wordbook দ্বারা একই অর্থ বুঝায়। আরও সহজভাবে বলতে যেখানে একটি নির্দিষ্ট ভাষার শব্দসমূহ তালিকাভুক্ত থাকে এবং শব্দসমূহের অর্থ, উচ্চারণ ইত্যাদি সম্পর্কে বর্ণিত ও ব্যাখ্যায়িত থাকে তাকেই Dictionary, lexicon, wordbook অথবা vocabulary বলা হয়। সুতরাং ইংরেজি ভাষায় ব্যবহৃত ইংরেজি শব্দের তালিকাকে English Vocabulary বলে।
English
আমাদের যেমন বাংলা ভাষা তেমনি English একটি ভাষা। আর Spoken English, English Vocabulary এবং English Grammar এ সবকিছুই ইংরেজি ভাষার অংশ। আমাদের মনে প্রশ্ন থাকে, How to learn English?(কীভাবে ইংরেজি শিখব?) অথবা How to learn English step by step? (কিভাবে ধাপে ধাপে ইংরেজি শিখব?) এর সহজ সমাধান হলো আমাদেরকে ভালো ভাবে vocabulary, grammar সম্পর্কে জানতে হবে এবং শুধু জানলেই হবে না তা নিয়মিত চর্চা করতে হবে। আমরা যখন শব্দ বা ভোকাবুলারি শিখব তখন সেটা দিয়ে বাক্য তৈরি করতে হবে এবং মুখে বলে চর্চা করতে হবে। আর বাক্য তৈরি করার কারণে সহজে গ্রামার শেখা হয়ে যাবে এবং vocabulary অনেকদিন মনে থাকবে। আবার মুখে বলে চর্চা করার কারণে স্পোকেন শেখা হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে ইংরেজি শেখার জন্য কোন শর্টকাট পদ্ধতি নেই।
আশা করি, আপনি যদি এই ওয়েবসাইট থেকে ভালো ভাবে ইংরেজি শিখেন তাহলে ইংরেজি শেখার জন্য spoken english course, vocabulary course বা english course অর্থাৎ কোন কোর্স করা ছাড়াই ইংরেজি শিখতে পারবেন। ভোকাবুলারিগুলো (english to bangla বা vocabulary meaning in bengali) অর্থাৎ বাংলা অর্থ এবং উচ্চারণ সহ দেওয়া হয়েছে। কোন কোর্স না করে English শিখুন বাংলায়।
এই ওয়েবসাইট থেকে যা যা শিখতে পারবেন তা নিচে দেওয়া হলো।
Contents
Speaking Part + Grammar
✅ Pronunciation
➡️ শুদ্ধ উচ্চারণের নিয়ম এবং Tongue Twisters
➡️ British and American Pronunciation
➡️ IPA | International Phonetic Alphabet
➡️ English Alphabet এর শুদ্ধ উচ্চারণ
➡️ How to Pronounce THE
✅ Apostrophe এবং Apostrophe S এর ব্যবহার
➡️ Yes no question
➡️ Tag question
➡️ Embedded question / Indirect question
➡️ Wh question
✅ Daily Routine বলার কৌশল
➡️ Pronoun and Person
✅ Contractions in English
✅ Letter and Alphabet
➡️ Vowel
➡️ Semi-Vowel
➡️ Consonant
✅ Word And Syllable
✅ Sentence
✅ Subject and Predicate
✅ Object and Complement
✅ Number and Person
✅ Note: পোস্ট করা পর এটা আপডেট করা হবে।
➡️
Vocabulary
✅ Name of Months
✅ Names of human body parts in English
✅ Name of Fruits in English and Bengali
✅ Name of Foods in English and Bengali
✅ Relation Related Words
✅ Religious Words
✅ Professions
✅ Plants and Flowers
✅ Name of Animals in English and Bengali
✅ Household Tools and Equipment in English and Bengali
✅ Emotional Words and Feeling Words in English and Bengali
✅ Group Verbs or Phrasal Verbs
✅ Appropriate Preposition | Common Prepositions
Motivation Tips
*** সবসময়, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।
*** চেষ্টা করতে হবে।
*** হতাশ হওয়া যাবে না।
*** নিজের কাজ নিজেকেই করতে হবে।
*** নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এবং অন্যদেরকে সাহায্য করতে হবে।
*** যেকোনো বিষয়ে সহজে হাল ছাড়া যাবে না।
*** লেগে থাকতে হবে।
*** পরিশ্রম এবং কষ্ট করতে হবে।
*** নিজের কাজের জন্য কাউকে দোষারোপ করা যাবে না।
*** শিখার মতো শিখতে হবে।
*** নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে।
*** যেকোনো কাজে ব্যস্ত হওয়া যাবে না।
*** যেকোনো কাজ সময় দিয়ে করতে হবে।
*** নিজের প্রতি খেয়াল ও যত্ন রাখতে হবে।
*** অন্যদেরকে সাহায্য করতে হবে।
*** প্রতিদিনের কাজ প্রতিদিন নিয়মিত শেষ করতে হবে।
*** যেকোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা অর্থাৎ গবেষণা করার মন মানসিকতা থাকতে হবে।
*** একটি কাজ একবার না পেলে হাজার বার চেষ্টা করতে হবে।
*** যেকোনো কাজ গুরুত্ব সহকারে করতে হবে।
*** শতবার ব্যর্থ হলেও হতাশ হওয়া যাবে না।
*** নিজের লাইফকে, নিজেকেই ভালোবাসতে হবে।
*** সবসময়, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে।
*** সময়কে গুরুত্ব দিতে হবে।
*** কোনো কাজ পরে করব বলে ফেলে রাখা যাবে না।
*** স্বাভাবিক, যেকোনো কাজে সমস্যা আসতে পারে। সুতরাং হতাশ না হয়ে সমস্যাগুলো সমাধান করতে হবে।
*** যেকোনো কাজে ধৈর্য ধরতে হবে।
*** সময় অপচয় করা যাবে না।
*** যেকোনো কাজে লেগে থাকলে — একদিন না একদিন সফলতা আসবেই।
*** শুরু করতেছি, করব ——- এগুলো বাদ দিয়ে এখন থেকেই শুরু করুন। শুরু করার পর হতাশ না হয়ে লেগে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। সফলতা আসবেই, ইনশাআল্লাহ।
Vlo
Thanks for this page.
Very nice apps