IPA

IPA | International Phonetic Alphabet

কে না চাই শুদ্ধ উচ্চারণ করে ইংরেজিতে কথা বলতে। কিন্তু আমরা অনেকে জানি না, কিভাবে ইংরেজি উচ্চারণ ঠিক করা যায়? ইংরেজি উচ্চারণ শুদ্ধ করতে হলে আমাদেরকে IPA সম্পর্কে জানতে হবে। IPA হলো International Phonetic Alphabet. এটি ১৯ শতকের শেষের দিকে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন দ্বারা লিখিত আকারে বক্তৃতা ধ্বনির একটি প্রমিত উপস্থাপনা হিসাবে তৈরি করা হয়েছিল। এটিতে এমন কিছু চিহ্ন রয়েছে যা শুদ্ধভাবে ইংরেজি শিখতে সাহায্য করে। IPA বর্ণগুলো অর্থাৎ সাউন্ডগুলো যে যত ভালো ভাবে শিখতে পারবে, সে তত শুদ্ধভাবে ইংরেজি বলতে পারবে। এটি সাধারনত দুইভাবে ভাগ করা যায় 1.(20) টি Vowels 2. (24) টি Consonants. Vowel কে আবার দুইভাবে ভাগ করা যায় 1. (12) টি Monophthongs Or Single Vowel Sounds. 2. (8) টি Diphthongs Or Double Vowel Sounds. মোট IPA বর্ণ 44 টি. নিচে তা নিয়ে আলোচনা করা হলো।

Monophthongs Or Single Vowel Sounds

1. ɒ = অ
Example: Wrong [/rɒŋ $ rɔːŋ/ {রঅং $ রঅঃং}] = রং

2. ɔː = অঃ
Ex: Short [/ʃɔːt $ ʃɔːrt/ {শঅঃট $ শঅঃরট}] = BrE: শোট AmE: শর্ট

3. ʌ = আ
Ex: Color [/ˈkʌlə(r) $ ˈkʌlər/ {‘খআলয়্য $ ‘খআলয়্যর}] = BrE: খালা AmE: খালার

4. ɑː = আঃ
Ex: Want [/wɒnt $ wɑːnt/ {ওয়অনট $ ওয়আঃনট}] = BrE: ওয়ন্ট AmE: ওয়ান্ট

5. ɪ = ই
Ex: With [/wɪð, wɪθ/ {ওয়ইদ, ওয়ইথ}] = ওয়িদ, ওয়িথ

6. iː = ঈ
Ex: We [/wi, strong form wiː/ {ওয়ই, ওয়ঈ}] = ওয়ি, ওয়ী

7. ʊ = উ
Ex: Look [/lʊk/ {লউক}] = লুক

8. uː = ঊ
Ex: Do [/duː/ {ডঊ}] = ডূ

9. e = এ
Ex: Let [/let/ {লএট}] = লেট

10. æ = এ্যা
Ex: Can [/kən, strong form kæn/ {খয়্যন, খএ্যান}] = খেন, খ্যান

11. ə = য়্য
Ex: Forget [/fəˈɡet $ fərˈɡet/ {ফয়্য’গএট $ ফয়্যর’গএট}] = BrE: ফগেট AmE: ফরগেট

12. ɜː = য়্যঃ
Ex: Earth [/ɜːθ $ ɜːrθ/ {য়্যঃথ $ য়্যঃরথ}] = BrE: আথ AmE: আর্থ

Diphthongs or Double Vowel Sounds

1. ɔɪ = অই
Ex: Oil [/ɔɪl/ {অইল}] = অইল

2. aɪ = আই
Ex: Eye [/aɪ/ {আই}] = আই

3. aʊ = আউ
Ex: Now [/naʊ/ {নআউ}] = নাউ

4. ɪə = ইয়্য
Ex: Clear [/klɪə(r) $ klɪr/ {খলইয়্য $ খলইর}] = BrE: খ্লিয়া AmE: খ্লিয়ার

5. ʊə = উয়্য
Ex: Tour [/tʊə(r), tɔː(r) $ tʊr/ {ঠউয়্য, ঠঅঃ $ ঠউর}] = BrE: ঠুয়্য AmE: ঠুর

6. eɪ = এই
Ex: May [/meɪ/ {মএই}] = মেই

7. eə = এয়্য
Ex: Hair [/heə(r) $ her/ {হএয়্য $ হএর}] = BrE: হেয়া AmE: হেয়ার

8. əʊ = য়্যউ
Ex: Go [/ɡəʊ/ {গয়্যউ}] = গউ

Consonant Sounds

1. k = খ / ক
Ex: Can [/kən, strong form kæn/ {খয়্যন, খএ্যান}] = খেন, খ্যান

2. g = গ
Ex: Go [/ɡəʊ/ {গয়্যউ}] = গউ

3. ŋ = ঙ / ং
Ex: Among [/əˈmʌŋ/ {য়্য’মআং}] = এমাং

4. tʃ = চ
Ex: Future [/ˈfjuːtʃə(r) $ ˈfjuːtʃər/ {‘ফইয়ঊচয়্য $ ‘ফইয়ঊচয়্যর}] = BrE: ফিয়ূচা AmE: ফিয়ূচার

5. s = ছ / স
Ex: Less [/les/ {লএস}] = লেস

6. dʒ = জ
Ex: Age [/eɪdʒ/ {এইজ}] = এইজ

7. t = ঠ / ট
Ex: Time [/taɪm/ {ঠআইম}] = ঠাইম

8. d = ড
Ex: Do [/duː/ {ডঊ}] = ডূ

9. θ = থ
Ex: With [/wɪð, wɪθ/ {ওয়ইদ, ওয়ইথ}] = ওয়িদ, ওয়িথ

10. ð = দ
Ex: Father [/ˈfɑːðə(r) $ ˈfɑːðər/ {‘ফআঃদয়্য $ ‘ফআঃদয়্যর}] = BrE: ফাদা AmE: ফাদার

11. n = ন
Ex: Can [/kən, strong form kæn/ {খয়্যন, খএ্যান}] = খেন, খ্যান

12. p = ফ / প
Ex: Pen [/pen/ {ফএন}] = ফেন

13. f = ফ
Ex: Fine [/faɪn/ {ফআইন}] = ফাইন

14. b = ব
Ex: Boy [/bɔɪ/ {বঅই}] = বঅই

15. v = ভ
Ex: Love [/lʌv/ {লআভ}] = লাভ

16. m = ম
Ex: May [/meɪ/ {মএই}] = মেই

17. z = য
Ex: Zoo [/zuː/ {যঊ}] = যূ

18. ʒ = য / ঝ
Ex: television [/ˈtelɪvɪʒn $ ˈteləˌvɪʒən/ {‘ঠএলইভইযন $ ‘ঠএলয়্যভইযয়্যন}] = BrE: ঠেলিভিযন AmE: ঠেলভিযন

19. r = র
Ex: Wrong [/rɒŋ $ rɔːŋ/ {রঅং $ রঅঃং}] = রং

20. l = ল
Ex: Let [/let/ {লএট}] = লেট

21. ʃ = শ
Fish [/fɪʃ/ {ফইশ}] = ফিশ

22. h = হ
Ex: House [/haʊs/ {হআউস}] = হাউস

23. w = ওয়
Ex: Want [/wɒnt $ wɑːnt/ {ওয়অনট $ ওয়আঃনট}] = BrE: ওয়ন্ট AmE: ওয়ান্ট

24. j = ইয়
Ex: Future [/ˈfjuːtʃə(r) $ ˈfjuːtʃər/ {‘ফইয়ঊচয়্য $ ‘ফইয়ঊচয়্যর}] = BrE: ফিয়ূচা AmE: ফিয়ূচার

Note: Father [/ˈfɑːðə(r) $ ˈfɑːðər/ {‘ফআঃদয়্য $ ‘ফআঃদয়্যর}] = BrE: ফাদা AmE: ফাদার এখানে // ডাবল স্লাশ এর ভিতরে যা আছে তাই IPA চিহ্ন। শুধু মাত্র $, ‘ এবং () ছাড়া আর সবগুলোই IPA বর্ণ। ($) ডলার চিহ্ন দ্বারা আমেরিকান উচ্চারণ বুঝানো হয়েছে অর্থাৎ প্রথমটি হলো ব্রিটিশ উচ্চারণ এবং ডলার চিহ্নের পরেরটি হলো আমেরিকান উচ্চারণ। (‘) স্টেট মার্ক দ্বারা বুঝানো হয়েছে সেখানে জোর দিয়ে উচ্চারণ করতে হবে। ( r ) ব্র্যাকেট এর ভিতরের r দ্বারা বুঝানো হয়েছে এখানে r উচ্চারিত হবে না। (ː) এই চিহ্ন দ্বারা এবং বাংলাতে (ঃ) বিসর্গ দ্বারা বুঝানো হয়েছে এখানে একটু টান হবে অর্থাৎ একটু টেনে উচ্চারণ করতে হবে। { } ব্র্যাকেট এর ভিতরে যে বাংলা লেখাগুলো আছে সেগুলো শুধুমাত্র বুঝানো জন্য IPA চিহ্নগুলোকে ভেঙ্গে ভেঙ্গে লিখে প্রকাশ করা হয়েছে। BrE: দ্বারা বুঝানো হয়েছে ব্রিটিশ ইংরেজি অর্থাৎ ব্রিটিশ উচ্চারণ। AmE: দ্বারা বুঝানো হয়েছে আমেরিকান ইংরেজি অর্থাৎ আমেরিকান উচ্চারণ। যে শব্দগুলোতে BrE: বা AmE: লিখা হয়নি সে শব্দগুলো দ্বারা বুঝানো হয়েছে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ একই হবে। [ ] ব্র্যাকেট শুধুমাত্র লেখাগুলো সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে। এর আগেও বলেছি এখনও বলে রাখি, যেকোনো সাউন্ড 100% শুদ্ধভাবে লিখে প্রকাশ করা সম্ভব নয়। ইউটিউবে সার্চ করে IPA সম্পর্কে কিছু ভিডিও দেখে নিবেন তাহলে আরও শুদ্ধভাবে IPA সাউন্ডগুলো আয়ত্ত করতে পারবেন। সাউন্ডগুলো যত শুদ্ধভাবে আয়ত্ত করতে পারবেন তত শুদ্ধ উচ্চারণ করে ইংরেজিতে কথা বলতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here