How to Pronounce The
আমরা অনেকেই জানি না কখন দা এবং কখন দি উচ্চারণ করতে হয়। অর্থাৎ The এর উচ্চারণ “দা” হবে নাকি “দি” হবে? আমরা খুব সহজেই এ প্রশ্নের সমাধান করতে পারি। তবে চলুন জেনে নিই।
1. The [/ðə/ {দয়্য}] = দা
2. The [/ði/, strong form /ðiː/ {দই, দঈ}] = দি, দী
1. The এরপর যদি Consonant sound থাকে তবে এর উচ্চারণ “দা” এর মত হবে।
Example: The phone (দা ফোন), The day (দা ডেই), The table (দা ঠেইবল), The page (দা ফেইজ) ইত্যাদি।
2. The এরপর যদি Vowel sound থাকে তবে এর উচ্চারণ “দি / দী” এর মত হবে।
Example: The ant (দি এন্ট), The egret (দি ঈগ্রেট), In the evening (ইন দি ঈভনিং), In the afternoon (ইন দি আফটানূন) ইত্যাদি।
Note: The honest man (দি অনিস্ট ম্যান) আপনারা বলতে পারেন এখানে The এরপর Consonant থাকা সত্ত্বেও কেন “দি” উচ্চারণ হলো? হ্যাঁ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নিয়মে Consonant sound এবং Vowel sound এর কথা বলা হয়েছে। সেখানে Consonant এবং Vowel কথা বলা হয়নি। সুতরাং The এরপর Consonant থাকা সত্ত্বেও “দা” উচ্চারণ না হয়ে “দি” উচ্চারণ হওয়ার কারণ Vowel sound এর মত উচ্চারণ হয়েছে। আরও সহজভাবে বলতে honest (অনিস্ট) যেহেতু Vowel sound এর মত উচ্চারণ হয়েছে এজন্য “দি” উচ্চারিত হয়েছে।