Daily Routine বলার কৌশল
কিভাবে daily routine বলতে হয় আমরা অনেকেই জানি না। Daily routine বলতে আমরা প্রতিদিন নিয়মিত যে কাজগুলো করে থাকি তাকেই বুঝায়। যেন আমরা সহজেই আমাদের Daily Routine বলতে পারি সেজন্য কমন বাক্যগুলো নিচে দেওয়া হলো।
1. I usually wake up at 5.30 am. (আমি সাধারণত সকাল 5.30 এ ঘুম থেকে উঠি।)
Or, I get up at 6 o’clock. (আমি 6 টায় উঠি।)
Or, I get up early in the morning. (আমি খুব ভোরে উঠি।)
2. Then I make my bed. (তারপর আমি আমার বিছানা গোছাই।)
3. I brush my teeth and wash my face. (আমি আমার দাঁত ব্রাশ করি এবং আমার মুখ ধৌত করি।)
Or, I brush my teeth and do ablution. (আমি আমার দাঁত ব্রাশ করি এবং অযু করি।)
4. After that, I say morning prayer. (এরপরে, আমি ফজরের নামাজ পড়ি।)
Or, I say prayer. (আমি নামাজ পড়ি।)
[বাকি নামাজের সময়গুলোতে যেভাবে বলতে পারেন]
i. I say midday prayer. (আমি যোহরের নামাজ পড়ি।)
ii. I say afternoon prayer. (আমি আসরের নামাজ পড়ি।)
iii. I say evening prayer. (আমি মাগরিবের নামাজ পড়ি।)
iv. I say nightly prayer. (আমি এশার নামাজ পড়ি।)
v. I say friday prayer. (আমি জুমার নামাজ পড়ি।)
5. After saying my prayer, I go out for a walk. (আমার নামাজ পড়ার পরে, আমি হাঁটতে বের হই।)
6. I come back home after an hour. (ঘণ্টাখানেক পর আমি বাড়ি ফিরে আসি।)
7. I take a cup of tea. (আমি এক কাপ চা গ্রহণ করি।)
8. Then I revise my lessons. (তারপর আমি আমার পাঠগুলো পুনরালোচনা করি।)
9. After finishing my lessons, I take a shower and change my dress, put on my school uniform and comb my hair. (আমার পাঠগুলো শেষ করার পর, আমি গোসল করি এবং আমার কাপড় পরিবর্তন করি, আমার স্কুলের ইউনিফর্ম পরিধান করি এবং আমার চুল আঁচড়াই।)
10. After that, I have breakfast. (এরপরে, আমি নাস্তা করি।)
Or, I have breakfast with my family at 9am. (আমি আমার পরিবারের সাথে সকাল 9 টায় নাস্তা করি।)
11. My school starts at 10:30 am. (আমার স্কুল শুরু হয় সকাল সাড়ে ১০টায়।)
12. So I leave around 9:30 to catch the school bus. (তাই আমি স্কুল বাস ধরতে প্রায় সাড়ে ৯টা নাগাদ রওনা হই।)
Or, I go to school on foot. (আমি হেঁটে স্কুলে যাই।)
Or, I go to school with my friend. (আমি আমার বন্ধুর সাথে স্কুলে যাই।)
13. It takes 15 minutes by bus to reach my school. (আমার স্কুলে পৌঁছাতে বাসে করে ১৫ মিনিট সময় লাগে।)
Or, It takes 45 minutes to walk to my school. (আমার স্কুলে হেঁটে যেতে ৪৫ মিনিট সময় লাগে।)
14. I stay at school for about 4 hours and 30 minutes. (আমি প্রায় 4 ঘন্টা 30 মিনিট স্কুলে অবস্থান করি।)
15. I have lunch at 2 pm. (আমি দুপুর ২টায় লাঞ্চ করি।)
16. My school finishes at 3 o’clock. (আমার স্কুল শেষ হয় 3 টায়।)
17. Then I return home and change my school dress. (তারপর আমি বাড়ি ফিরে আসি এবং আমার স্কুলের পোশাক পরিবর্তন করি।)
18. I take a bath and put on my clothes. (আমি গোসল করি এবং আমি আমার জামাকাপড় পরি।)
19. After that, I go out with my friends. (এরপরে, আমি আমার বন্ধুদের সাথে বাহিরে যাই।)
20. I usually play sports in the afternoon. (আমি সাধারণত বিকেলে খেলাধুলা করি।)
21. After playing, I return home in the evening. (খেলা শেষ করে, সন্ধ্যায় আমি বাসায় ফিরে আসি।)
22. I start studying at 7 pm and study till 9 pm. (আমি ৭ টায় পড়া শুরু করি এবং ৯ টা পর্যন্ত পড়াশোনা করি।)
23. I perform nightly prayer. (আমি এশার নামাজ পড়ি।) [ I perform Isha prayer. এভাবেও বলতে পারেন। আমি শুধু ফরজ এবং এশার নামাজের কথা বলেছি। আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের কথায় বলতে পারেন।]
24. After saying my prayer, I have dinner with my family members. (আমার নামাজ পড়ার পরে, আমি আমার পরিবারের সদস্যদের সাথে ডিনার করি।)
25. I use my mobile phone and watch YouTube. (আমি আমার মোবাইল ফোন ব্যবহার করি এবং ইউটিউব দেখি।)
26. I am used to sleeping at 11 pm. (আমি রাত ১১টায় ঘুমাতে অভ্যস্ত।)
Or, I go to bed at 11 pm. (আমি রাত ১১টায় ঘুমাতে যাই।)
Note: এটি থেকে ধারণা নিয়ে আপনারা নিজের মতো করে আপনার Daily Routine সম্পর্কে বলতে পারেন। আমরা যাই শিখি না কেন আমাদের নিয়মিত চর্চা করতে হবে।