Apostrophe symbol | Apostrophe এবং apostrophe s | Apostrophe after s | Apostrophe এর ব্যবহার
প্রথমে আমরা জেনে নিই (apostrophe meaning in bengali) অর্থাৎ Apostrophe এর অর্থ হলো ঊর্ধকমা, সম্বোধন অলংকার, অক্ষর বাদ দেত্তয়ার চিহ্ন ইত্যাদি। Apostrophe symbol হলো ( ‘ ) ব্রাকেট এর ভিতরের টা। Apostrophe s এর চিহ্ন হলো (‘s) এবং Apostrophe after s এর মানে হলো s এর পরে apostrophe বসবে (s’)। (apostrophe after s) এটা Plural noun এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। (apostrophe comma) অর্থাৎ কমা (comma) সম্পর্কে আমরা সকলেই জানি। এর চিহ্ন হলো (,) আর Apostrophe হলো ঊর্ধকমা (‘)। Apostrophe examples হলো Ali’s pen. Nargis’ mobile. Girls’ school. ইত্যাদি। Use of apostrophe বা apostrophe এর ব্যবহার সম্পর্কে নিচে আরও বিস্তারিত আলোচনা করা হলো।
Apostrophe এবং Apostrophe S এর ব্যবহার
আমরা অনেক সময় সহজ টপিকগুলো পারি না কারণ সহজ ভেবে অবহেলা করি। সুতরাং বিষয় যাই হোক না কেন, ভালো করে শিখতে হবে। সাধারণত, বাংলা উচ্চারণে Noun এর শেষে র/এর বুঝাতে apostrophe (‘), apostrophe s (‘s) এবং of ব্যবহার করা হয়। আবার, Possessive Case এ apostrophe (‘), apostrophe s (‘s) এবং Contractions এ apostrophe (‘) ব্যবহার করা হয়। Possessive Case সাধারণত Possession অর্থাৎ অধিকার বুঝায়। এবং Contractions হলো ইংরেজিতে দ্রুত কথা বলার জন্য দুটি শব্দের একটি বা একাধিক অক্ষরকে বাদ দিয়ে, শব্দ দুটিকে একসঙ্গে যুক্ত করে সংক্ষেপ করা হয়, এতে উচ্চারণও সংক্ষিপ্ত হয়ে যায়। তবে চলুন কোথায়, কখন এবং কিভাবে ব্যবহার করা হয় তা সম্পর্কে জেনে নিই।
1. Its, Ours, Yours, Hers, Theirs অর্থাৎ Possessive pronoun গুলোতে apostrophe (‘) এবং apostrophe s (‘s) ব্যবহার করা যাবে না। যেমন: Those books are theirs. (ঐ বইগুলো তাদের।) কিন্তু আমরা অনেক সময় ভুল করে Those books are their’s লিখে থাকি। এখানে apostrophe দেওয়ার কারণে বাক্যটি ভুল।
2. Singular noun এর শেষে s যুক্ত না থাকলে এবং অধিকার বুঝাতে apostrophe s (‘s) ব্যবহার করতে হয়। যেমন: Ali’s Computer. (আলীর কম্পিউটার।) What is your father’s name? (আপনার বাবার নাম কি?) Father-in-law’s house. (শ্বশুরের বাড়ি।) ইত্যাদি।
3. Singular noun এর শেষে s যুক্ত থাকলে এবং অধিকার বুঝাতে apostrophe (‘) ব্যবহার করতে হয়। যেমন: Silas’ car. (সিলাসের গাড়ি।) Nargis’ phone. (নার্গিসের ফোন।) আবার, অনেক সময় apostrophe s (‘s) ব্যবহার করা হয়। যেমন: Nargis’s phone. (নার্গিসের ফোন।) Anis’s pen. (আনিসের কলম।) ইত্যাদি। এখানে উভয় নিয়ম সঠিক।
4. Plural noun এর শেষে s যুক্ত থাকলে এবং অধিকার বুঝাতে apostrophe (‘) ব্যবহার করতে হয়। যেমন: Teachers’ room. (শিক্ষকদের রুম।) Boys’ college. (ছেলেদের কলেজ।) My parents’ room is big. (আমার মা-বাবার রুমটা বড়।) ইত্যাদি।
5. Plural noun এর শেষে s যুক্ত না থাকলে এবং অধিকার বুঝাতে apostrophe s (‘s) ব্যবহার করতে হয়। যেমন: Children’s park. (শিশুদের পার্ক।) People’s mindset needs to be changed. (মানুষের মনোবৃত্তি পরিবর্তন করা দরকার।) ইত্যাদি।
6. And দ্বারা যুক্ত একাধিক Noun মিলে যৌথ অধিকার প্রকাশ করলে শেষের noun টির সাথে apostrophe s (‘s) ব্যবহার করতে হয়। যেমন: Anis and Ali’s house. (আনিস আর আলীর বাড়ি।) Ali and Rifat’s reading room. (আলী আর রিফাতের পড়ার রুম।) ইত্যাদি।
7. Contractions এর ক্ষেত্রে apostrophe (‘) ব্যবহার করতে হয়। যেমন: I have = I’ve (আইভ) I’ve a car. = আইভ আ খা (আমার একটি গাড়ি আছে।) It is / has = It’s. [It’s a pen.(এটি একটি কলম.) এখানে It’s মানে It is অর্থাৎ It is a pen.] They had / would = They’d ইত্যাদি।
8. সাধারণত ব্যক্তির ক্ষেত্রে apostrophe s (‘s) না বসিয়ে of ব্যবহার করতে পারি। যেমন: Mother-in-law of Nargis. (নার্গিসের শাশুড়ি।) The book of Ali. অথবা Ali’s book. (আলীর বই।) এখানে উভয় নিয়ম সঠিক।
9. অবচেতন পদার্থের ক্ষেত্রে apostrophe (‘) বা apostrophe s (‘s) ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে of এর ব্যবহার করতে হবে। যেমন: The table’s legs are broken. এই বাক্যটি ভুল। এটা হবে The legs of the table are broken. (টেবিলের পায়াগুলো ভেঙে গেছে।) The leg of the chair is broken. (চেয়ারের পায়াটা ভেঙে গেছে।) ইত্যাদি।
Like. Good information.