Pronunciation | ইংলিশ টু বাংলা উচ্চারণ | American pronunciation | ইংরেজি উচ্চারণের নিয়ম এবং British pronunciation সম্পর্কে জানতে…
আমাদের সকলের যে বিষয়গুলো সম্পর্কে জানা দরকার। (pronunciation meaning in bengali) অর্থাৎ pronunciation মানে হলো উচ্চারণ আর English pronunciation মানে হলো ইংরেজি উচ্চারণ এটা আমরা সকলেই জানি। কিন্তু যখন (ইংলিশ টু বাংলা উচ্চারণ) অর্থাৎ ইংরেজি থেকে বাংলা অর্থ সহজে জানলেও আমাদের সমস্যা হয় উচ্চারণে। American pronunciation, British pronunciation এ শব্দগুলোর সাথে আমরা সকলে পরিচিত থাকলেও এগুলো সম্পর্কে জানি না। আসলে ইংরেজি উচ্চারণের নিয়ম অনেক রয়েছে। তবে, যে ইংরেজি উচ্চারণের নিয়মগুলো না জানলেই নয় তা নিয়েই আলোচনা করা হয়েছে। সুতরাং English pronunciation শুদ্ধ করতে চাইলে নিচে দেওয়া নিয়মগুলো মনযোগ সহকারে পড়তে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে।
শুদ্ধ উচ্চারণের নিয়ম
কে না চাই ইংরেজিতে শুদ্ধ উচ্চারণ করে কথা বলতে। কিন্তু আমরা জানিনা বিদায় পারিনা। আসলে শুদ্ধ উচ্চারণের অনেক নিয়ম রয়েছে তারমধ্যে থেকে কিছু কমন নিয়মগুলো নিচে দেওয়া হলো।
1. এক বা একাধিক Syllable যুক্ত শব্দের শুরুতে যদি P থাকে, এতদিন আমরা প এর মত উচ্চারণ করেছি। এখন থেকে প এর স্থলে ফ এর মত উচ্চারণ করব। আবার, P যদি শব্দের বা সিলেবলের শেষে থাকে তাহলে ফ এর মত উচ্চারণ না করে, প এর মতই উচ্চারণ করতে হবে।
Example: Pen /pen/ = ফেন, Pipe /paɪp/ = ফাইপ
2. এক বা একাধিক Syllable যুক্ত শব্দের শুরুতে যদি T থাকে, এতদিন আমরা ট এর মত উচ্চারণ করেছি। এখন থেকে ট এর স্থলে ঠ এর মত উচ্চারণ করব। আবার, Th যদি একসাথে থাকে, তাহলে দ অথবা থ উচ্চারিত হয়।
Ex: Time /taɪm/ = ঠাইম, Thought /θɔːt/ = থট
3. এক বা একাধিক Syllable যুক্ত শব্দের শুরুতে যদি C, K, Q থাকে, এতদিন আমরা ক এর মত উচ্চারণ করেছি। এখন থেকে ক এর স্থলে খ এর মত উচ্চারণ করব।
Ex: Car /kɑː(r) $ kɑːr/ = BrE: খা AmE: খার, Key /kiː/ = খী
4. S এর পরে যদি p, t, c, k, q থাকে, তাহলে উচ্চারণে কোন পরিবর্তন হবে না। তখন, স্বাভাবিক প, ট, ক এর মত উচ্চারণ হবে।
Ex: Skill /skɪl/ = স্কিল, Spot /spɒt $ spɑːt/ = BrE: স্পট AmE: স্পাট
5. w এর পরে r হলে, w উচ্চারিত হবে না।
Ex: Write /raɪt/ = রাইট
6. r এর পরে h হলে, h উচ্চারিত হবে না।
Ex: Rhapsody /ˈræpsədi/ = র্যাপসেডি
7. শব্দের শেষে e থাকলে, e উচ্চারিত হবে না। কিন্তু ee থাকলে একটি e উচ্চারিত হবে।
Ex: Write /raɪt/ = রাইট, Bee /biː/ = বী
8. শব্দের শুরুতে kn থাকলে, k উচ্চারিত হবে না।
Ex: Knack /næk/ = ন্যাক
9. শব্দে tu এক সাথে থাকলে, সেটা চ এর মত উচ্চারণ হয়।
Ex: Future /ˈfjuːtʃə(r) $ ˈfjuːtʃər/ = BrE: ফিঊচা AmE: ফিঊচার
10. Word এর শেষে ign থাকলে তার উচ্চারণ আইন হয়।
Ex: Design /dɪˈzaɪn/ = ডিজাইন
11. u এর আগে এবং পরে consonant থাকলে, u উচ্চারণ আ এর মত হয়।
Ex: But /bət; strong- bʌt/ = বাট
12. i এর পর consonant + e থাকলে, আই এর মত উচ্চারণ হয়।
Ex: Nice /naɪs/ = নাইস
13. কোন শব্দে igh থাকলে, আই এর মত উচ্চারণ হয়।
Ex: High /haɪ/ = হাই
14. শব্দে ee এর পর r থাকলে, ee এর উচ্চারণ ইয়া এর মত হয়।
Ex: Deer /dɪə(r) $ dɪr/ = BrE: ডিয়া AmE: ডিয়ার
15. শব্দের শেষে tch থাকলে এর উচ্চারণ চ এর মত হয়।
Ex: Match /mætʃ/ = ম্যাচ
16. ps এক সাথে থাকলে এবং p এর আগে কোন vowel না থাকলে p উচ্চারিত হয় না।
Ex: Psychology /saɪˈkɒlədʒi $ saɪˈkɑːlədʒi/ = BrE: সাইখলজি AmE: সাইখালজি
Tongue Twisters
আমরা এত চেষ্টা করি তারপরেও ইংরেজি উচ্চারণ সঠিক করতে এবং মুখের জড়তা কাটাতে পারি না। এজন্য আমাদের নিয়মিত Tongue Twisters চর্চা করতে হবে। বিশ্বাস না হলে, আপনি কিছু দিন নিয়মিত চর্চা করেন দেখবেন আপনার মুখের জড়তা অনেকটা চলে যাবে। নিচে উদাহরণ দেওয়া হলো।
1. She sells seashells by the seashore.
[{/ʃiː/ /sels/ /ˈsiːʃels/ /baɪ/ /ðə/ /ˈsiːʃɔː(r)/}
{শী সেলস সীশেলস বাই দা সীশো(র)}]
একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই বাক্যটি তৈরি করা হয়েছে /s/ এবং /ʃ/ সাউন্ড শুদ্ধ করার জন্য।
2. The thirty-three thieves thought that they thrilled the throne throughout Thursday.
[{/ðə/ /ˈθɜː(r)ti – θriː/ /θiːvz/ /θɔːt/ /ðæt/ /ðeɪ/ /θrɪld/ /ðə/ /θrəʊn/ /θruːˈaʊt/ /ˈθɜː(r)zdeɪ/}
{দা থাঠি-থ্রী থীভয থট দ্যাট দেই থ্রিল্ড দা থ্রউন থ্রূআউট থা(র)যডেই}]
এখানেও /θ/ এবং /ð/ সাউন্ড শুদ্ধ করার জন্যই এই বাক্যটি তৈরি করা হয়েছে। এরকম হাজার হাজার বাক্য রয়েছে অথবা নিজেই বাক্য তৈরি করে চর্চা করতে পারেন। বাক্যগুলোর অর্থ জানা জুরুরি নয় প্রধান উদ্দেশ্য হলো উচ্চারণ সঠিক করা। এখন আমাদের কাজ হলো প্রথমে গুগলে অথবা ইউটিউবে সার্চ করে কিছু Tongue Twisters নোট করব এবং তা নিয়মিত চর্চা করব। ইউটিউবে Tongue Twisters সম্পর্কে অনেক ভিডিও রয়েছে তা দেখে চর্চা করতে পারেন।
British Pronunciation and American Pronunciation
আমাদের প্রথমে জানা দরকার কোনটি বেশি গুরুত্বপূর্ণ Accent নাকি Pronunciation? সহজভাবে বলতে আমরা বাঙালি কিন্তু অঞ্চলভেদে আমাদের কথার স্টাইল অর্থাৎ accent ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এজন্য অনেক সময় এক অঞ্চলের লোকজন অন্য অঞ্চলের লোকজনের কথা সহজে বুঝতে পারে না। আবার অঞ্চলভেদে accent ভিন্ন থাকলেও কিন্তু স্কুল কলেজে অর্থাৎ পাঠ্যপুস্তকে standard pronunciation শেখানো হয়। এজন্য এক অঞ্চলের লোকজন অন্য অঞ্চলের লোকজনের সাথে কথা বলতে তেমন অসুবিধা হয় না। সুতরাং American accent, British accent নাকি অন্য accent অনুসরণ করবেন সেটা আপনাদের ইচ্ছা। এতটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে standard pronunciation শেখা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসল কথায় আসা যাক। British English and American English এ vocabulary এবং grammar অংশে পার্থক্য থাকলেও Pronunciation এ তেমন বেশি পার্থক্য নেই। Pronunciation এ যে পার্থক্যগুলো রয়েছে তারমধ্যে থেকে কমন পার্থক্যগুলো নিচে দেওয়া হলো।
1. একটি প্রধান পার্থক্য হলো r এর উচ্চারণ। আমেরিকানরা প্রায় সকলক্ষেত্রে r এর উচ্চারণ করে। কিন্তু ব্রিটিশরা কিছু কিছু ক্ষেত্রে r এর উচ্চারণ করে আবার কিছু কিছু ক্ষেত্রে r এর উচ্চারণ করে না।
2. ব্রিটিশ উচ্চারণে Vowel Sound এর পরে যদি r থাকে, তাহলে r উচ্চারিত হবে না।
Example: Part /pɑːt/ = ফাট। এখানে, vowel sound এর পর r থাকাতে r উচ্চারিত হয়নি। কিন্তু আমেরিকান উচ্চারণে r উচ্চারিত হবে। Ex: Part /pɑːrt/ = ফার্ট। সুতরাং ফাট এবং ফার্ট উভয় উচ্চারণ সঠিক।
3. যদি দুইটি Vowel Sound এর মধ্যে r থাকে, তাহলে r উচ্চারিত হবে।
Ex: February = ফেব্রুয়ারি। এখানে, a এর পর r এবং r এর পর y অর্থাৎ দুইটি Vowel Sound এর মধ্যে r থাকাতে r উচ্চারিত হয়েছে। এখানে, y হলো Semi-Vowel.
4. Syllable এর শেষ অক্ষর r এবং re হলে ব্রিটিশ উচ্চারণে r উচ্চারিত হয় না।
Ex: Car = খা(র)। ফাস্ট ব্র্যাকেটে (র) মানে আমেরিকান উচ্চারণে র হবে। আবার, More = মো(র)। সুতরাং সিলেবল এর শেষ অক্ষর r এবং re ব্রিটিশ উচ্চারণে উচ্চারিত হয়নি।
আরও কিছু নিয়ম দেওয়া যাক যেগুলো সকল ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে জেনে রাখা ভালো।
1. a = এই এর উচ্চারণ, ব্রিটিশ উচ্চারণে /ɑː/ = আঃ এর মতো হবে। Ex: ask /ɑːsk/ = আস্ক, example /ɪɡˈzɑːmpl/ = ইগযাম্পল (এক্সাম্পল) ইত্যাদি। কিন্তু আমেরিকান উচ্চারণে /æ/ = এ্যা এর মতো হবে। Ex: ask /æsk/ = এ্যাস্ক, example /ɪɡˈzæmpl/ = ইগয্যাম্পল ইত্যাদি।
2. o = ওউ এর উচ্চারণ, ব্রিটিশ উচ্চারণে /ɒ/ = অ এর মতো হবে। Ex: want /wɒnt/ = ওয়ন্ট, stop /stɒp/ = স্টপ ইত্যাদি। কিন্তু আমেরিকান উচ্চারণে /ɑː/ = আঃ এর মতো হবে। Ex: want /wɑːnt/ = ওয়ান্ট, stop /stɑːp/ = স্টাপ ইত্যাদি।
3. i = ই এর উচ্চারণ, ব্রিটিশ উচ্চারণে /ɪ/ = ই এর মতো হবে। Ex: advertisement /ədˈvɜːtɪsmənt/ = এডভাঠিসমেন্ট, privacy /ˈprɪvəsi/ = ফ্রিভেসি ইত্যাদি। কিন্তু আমেরিকান উচ্চারণে /aɪ/ = আই এর মতো হবে। Ex: advertisement /ˌædvərˈtaɪzmənt/ = এ্যাডভারঠাইযমেন্ট, privacy /ˈpraɪvəsi/ = ফ্রাইভেসি ইত্যাদি।
4. u = ইউ এর উচ্চারণ, ব্রিটিশ উচ্চারণে /juː/ = ইয়ূ এর মতো হবে। Ex: student /ˈstjuːdnt/ = স্টিয়ূডেন্ট, new /njuː/ = নিয়ূ ইত্যাদি। কিন্তু আমেরিকান উচ্চারণে /uː/ = ঊ এর মতো হবে। Ex: student /ˈstuːdnt/ = স্টূডেন্ট, new /nuː/ = নঊ ইত্যাদি।
5. t = ট / ঠ এর উচ্চারণ, ব্রিটিশ উচ্চারণে /t/ = ঠ এর মতো হবে। Ex: better /ˈbetə(r)/ = বেঠা, water /ˈwɔːtə(r)/ = ওয়োঠা ইত্যাদি। কিন্তু আমেরিকান উচ্চারণে /t/ = ড এর মতো হবে। Ex: better /ˈbetər/ = বেডার, water /ˈwɔːtər/ = ওয়াডার ইত্যাদি।
Note: প্রথমে বলে রাখি, যেকোনো সাউন্ড 100% শুদ্ধভাবে লিখে প্রকাশ করা সম্ভব নয়। আপনারা বলতে পারেন নিয়ূ বা নঊ বাংলা বানান ভুল এটার সঠিক হবে নিউ। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন তবে একটি উদাহরণ দেওয়া যাক। Water এই শব্দটি ব্রিটিশরা উচ্চারণ করে ওয়োঠা, আমেরিকানরা উচ্চারণ করে ওয়াডার আবার আমরা বাঙালিরা উচ্চারণ করি ওয়াটার। এখানে বাংলা বানান ওয়োঠা বা ওয়াডার ভুল, সঠিক হলো ওয়াটার। কিন্তু কারা কিভাবে উচ্চারণ করে অর্থাৎ বোঝানোর স্বার্থে ওয়োঠা বা ওয়াডার লিখতে বাধ্য। যেহেতু আমরা ইংরেজি শিখতে এসেছি সুতরাং বাংলা বানানে ভুল হলো নাকি শুদ্ধ হলো সেটা বিষয় না। ইংরেজি উচ্চারণ শুদ্ধ হলো নাকি সেটা প্রধান বিষয়। ইংরেজি শিখতে এসে বাংলায় ফোকাস দেওয়া যাবে না বরং ইংরেজিতেই ফোকাস দিতে হবে।
IPA | International Phonetic Alphabet
কে না চাই শুদ্ধ উচ্চারণ করে ইংরেজিতে কথা বলতে। কিন্তু আমরা অনেকে জানি না, কিভাবে ইংরেজি উচ্চারণ ঠিক করা যায়? ইংরেজি উচ্চারণ শুদ্ধ করতে হলে আমাদেরকে IPA সম্পর্কে জানতে হবে। IPA হলো International Phonetic Alphabet. এটি ১৯ শতকের শেষের দিকে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন দ্বারা লিখিত আকারে বক্তৃতা ধ্বনির একটি প্রমিত উপস্থাপনা হিসাবে তৈরি করা হয়েছিল। এটিতে এমন কিছু চিহ্ন রয়েছে যা শুদ্ধভাবে ইংরেজি শিখতে সাহায্য করে। IPA বর্ণগুলো অর্থাৎ সাউন্ডগুলো যে যত ভালো ভাবে শিখতে পারবে, সে তত শুদ্ধভাবে ইংরেজি বলতে পারবে। এটি সাধারনত দুইভাবে ভাগ করা যায় 1.(20) টি Vowels 2. (24) টি Consonants. Vowel কে আবার দুইভাবে ভাগ করা যায় 1. (12) টি Monophthongs Or Single Vowel Sounds. 2. (8) টি Diphthongs Or Double Vowel Sounds. মোট IPA বর্ণ 44 টি. নিচে তা নিয়ে আলোচনা করা হলো।
Monophthongs Or Single Vowel Sounds
1. ɒ = অ
Example: Wrong [/rɒŋ $ rɔːŋ/ {রঅং $ রঅঃং}] = রং
2. ɔː = অঃ
Ex: Short [/ʃɔːt $ ʃɔːrt/ {শঅঃট $ শঅঃরট}] = BrE: শোট AmE: শর্ট
3. ʌ = আ
Ex: Color [/ˈkʌlə(r) $ ˈkʌlər/ {‘খআলয়্য $ ‘খআলয়্যর}] = BrE: খালা AmE: খালার
4. ɑː = আঃ
Ex: Want [/wɒnt $ wɑːnt/ {ওয়অনট $ ওয়আঃনট}] = BrE: ওয়ন্ট AmE: ওয়ান্ট
5. ɪ = ই
Ex: With [/wɪð, wɪθ/ {ওয়ইদ, ওয়ইথ}] = ওয়িদ, ওয়িথ
6. iː = ঈ
Ex: We [/wi, strong form wiː/ {ওয়ই, ওয়ঈ}] = ওয়ি, ওয়ী
7. ʊ = উ
Ex: Look [/lʊk/ {লউক}] = লুক
8. uː = ঊ
Ex: Do [/duː/ {ডঊ}] = ডূ
9. e = এ
Ex: Let [/let/ {লএট}] = লেট
10. æ = এ্যা
Ex: Can [/kən, strong form kæn/ {খয়্যন, খএ্যান}] = খেন, খ্যান
11. ə = য়্য
Ex: Forget [/fəˈɡet $ fərˈɡet/ {ফয়্য’গএট $ ফয়্যর’গএট}] = BrE: ফগেট AmE: ফরগেট
12. ɜː = য়্যঃ
Ex: Earth [/ɜːθ $ ɜːrθ/ {য়্যঃথ $ য়্যঃরথ}] = BrE: আথ AmE: আর্থ
Diphthongs or Double Vowel Sounds
1. ɔɪ = অই
Ex: Oil [/ɔɪl/ {অইল}] = অইল
2. aɪ = আই
Ex: Eye [/aɪ/ {আই}] = আই
3. aʊ = আউ
Ex: Now [/naʊ/ {নআউ}] = নাউ
4. ɪə = ইয়্য
Ex: Clear [/klɪə(r) $ klɪr/ {খলইয়্য $ খলইর}] = BrE: খ্লিয়া AmE: খ্লিয়ার
5. ʊə = উয়্য
Ex: Tour [/tʊə(r), tɔː(r) $ tʊr/ {ঠউয়্য, ঠঅঃ $ ঠউর}] = BrE: ঠুয়্য AmE: ঠুর
6. eɪ = এই
Ex: May [/meɪ/ {মএই}] = মেই
7. eə = এয়্য
Ex: Hair [/heə(r) $ her/ {হএয়্য $ হএর}] = BrE: হেয়া AmE: হেয়ার
8. əʊ = য়্যউ
Ex: Go [/ɡəʊ/ {গয়্যউ}] = গউ
Consonant Sounds
1. k = খ / ক
Ex: Can [/kən, strong form kæn/ {খয়্যন, খএ্যান}] = খেন, খ্যান
2. g = গ
Ex: Go [/ɡəʊ/ {গয়্যউ}] = গউ
3. ŋ = ঙ / ং
Ex: Among [/əˈmʌŋ/ {য়্য’মআং}] = এমাং
4. tʃ = চ
Ex: Future [/ˈfjuːtʃə(r) $ ˈfjuːtʃər/ {‘ফইয়ঊচয়্য $ ‘ফইয়ঊচয়্যর}] = BrE: ফিয়ূচা AmE: ফিয়ূচার
5. s = ছ / স
Ex: Less [/les/ {লএস}] = লেস
6. dʒ = জ
Ex: Age [/eɪdʒ/ {এইজ}] = এইজ
7. t = ঠ / ট
Ex: Time [/taɪm/ {ঠআইম}] = ঠাইম
8. d = ড
Ex: Do [/duː/ {ডঊ}] = ডূ
9. θ = থ
Ex: With [/wɪð, wɪθ/ {ওয়ইদ, ওয়ইথ}] = ওয়িদ, ওয়িথ
10. ð = দ
Ex: Father [/ˈfɑːðə(r) $ ˈfɑːðər/ {‘ফআঃদয়্য $ ‘ফআঃদয়্যর}] = BrE: ফাদা AmE: ফাদার
11. n = ন
Ex: Can [/kən, strong form kæn/ {খয়্যন, খএ্যান}] = খেন, খ্যান
12. p = ফ / প
Ex: Pen [/pen/ {ফএন}] = ফেন
13. f = ফ
Ex: Fine [/faɪn/ {ফআইন}] = ফাইন
14. b = ব
Ex: Boy [/bɔɪ/ {বঅই}] = বঅই
15. v = ভ
Ex: Love [/lʌv/ {লআভ}] = লাভ
16. m = ম
Ex: May [/meɪ/ {মএই}] = মেই
17. z = য
Ex: Zoo [/zuː/ {যঊ}] = যূ
18. ʒ = য / ঝ
Ex: television [/ˈtelɪvɪʒn $ ˈteləˌvɪʒən/ {‘ঠএলইভইযন $ ‘ঠএলয়্যভইযয়্যন}] = BrE: ঠেলিভিযন AmE: ঠেলভিযন
19. r = র
Ex: Wrong [/rɒŋ $ rɔːŋ/ {রঅং $ রঅঃং}] = রং
20. l = ল
Ex: Let [/let/ {লএট}] = লেট
21. ʃ = শ
Fish [/fɪʃ/ {ফইশ}] = ফিশ
22. h = হ
Ex: House [/haʊs/ {হআউস}] = হাউস
23. w = ওয়
Ex: Want [/wɒnt $ wɑːnt/ {ওয়অনট $ ওয়আঃনট}] = BrE: ওয়ন্ট AmE: ওয়ান্ট
24. j = ইয়
Ex: Future [/ˈfjuːtʃə(r) $ ˈfjuːtʃər/ {‘ফইয়ঊচয়্য $ ‘ফইয়ঊচয়্যর}] = BrE: ফিয়ূচা AmE: ফিয়ূচার
Note: Father [/ˈfɑːðə(r) $ ˈfɑːðər/ {‘ফআঃদয়্য $ ‘ফআঃদয়্যর}] = BrE: ফাদা AmE: ফাদার এখানে // ডাবল স্লাশ এর ভিতরে যা আছে তাই IPA চিহ্ন। শুধু মাত্র $, ‘ এবং () ছাড়া আর সবগুলোই IPA বর্ণ। ($) ডলার চিহ্ন দ্বারা আমেরিকান উচ্চারণ বুঝানো হয়েছে অর্থাৎ প্রথমটি হলো ব্রিটিশ উচ্চারণ এবং ডলার চিহ্নের পরেরটি হলো আমেরিকান উচ্চারণ। (‘) স্টেট মার্ক দ্বারা বুঝানো হয়েছে সেখানে জোর দিয়ে উচ্চারণ করতে হবে। ( r ) ব্র্যাকেট এর ভিতরের r দ্বারা বুঝানো হয়েছে এখানে r উচ্চারিত হবে না। (ː) এই চিহ্ন দ্বারা এবং বাংলাতে (ঃ) বিসর্গ দ্বারা বুঝানো হয়েছে এখানে একটু টান হবে অর্থাৎ একটু টেনে উচ্চারণ করতে হবে। { } ব্র্যাকেট এর ভিতরে যে বাংলা লেখাগুলো আছে সেগুলো শুধুমাত্র বুঝানো জন্য IPA চিহ্নগুলোকে ভেঙ্গে ভেঙ্গে লিখে প্রকাশ করা হয়েছে। BrE: দ্বারা বুঝানো হয়েছে ব্রিটিশ ইংরেজি অর্থাৎ ব্রিটিশ উচ্চারণ। AmE: দ্বারা বুঝানো হয়েছে আমেরিকান ইংরেজি অর্থাৎ আমেরিকান উচ্চারণ। যে শব্দগুলোতে BrE: বা AmE: লিখা হয়নি সে শব্দগুলো দ্বারা বুঝানো হয়েছে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ একই হবে। [ ] ব্র্যাকেট শুধুমাত্র লেখাগুলো সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে। এর আগেও বলেছি এখনও বলে রাখি, যেকোনো সাউন্ড 100% শুদ্ধভাবে লিখে প্রকাশ করা সম্ভব নয়। ইউটিউবে সার্চ করে IPA সম্পর্কে কিছু ভিডিও দেখে নিবেন তাহলে আরও শুদ্ধভাবে IPA সাউন্ডগুলো আয়ত্ত করতে পারবেন। সাউন্ডগুলো যত শুদ্ধভাবে আয়ত্ত করতে পারবেন তত শুদ্ধ উচ্চারণ করে ইংরেজিতে কথা বলতে পারবেন।
English Alphabet এর শুদ্ধ উচ্চারণ
আমরা সাধারণত a = এ, b = বি, c = সি, d = ডি, e = ই, f = এফ, g = জি, h = এইচ, i = আই, j = জে, k = কে, l = এল, m = এম, n = এন, o = ও, p = পি, q = কিউ, r = আর, s = এস, t = টি, u = ইউ, v = ভি, w = ডাবলিও, x = এক্স, y = ওয়াই, z = জেড এভাবেই ইংরেজি বর্ণমালার উচ্চারণ করে থাকি। কিন্তু এ উচ্চারণগুলোতে অনেক ভুল উচ্চারণ রয়েছে। ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ নিচে দেওয়া হলো।
A /eɪ/ = এই
B /biː/ = বী
C /siː/ = সী
D /diː/ = ডী
E /iː/ = ঈ
F /ef/ = এফ
G /dʒiː/ = জী
H /eɪtʃ/ = এইচ
I /aɪ/ = আই
J /dʒeɪ/ = জেই
K /keɪ/ = খেই
L /el/ = এল
M /em/ = এম
N /en/ = এন
O /əʊ $ oʊ/ = ওউ
P /piː/ = ফী
Q /kjuː/ = খিঊ
R /ɑː $ ɑːr/ = আঃ / আর
S /es/ = এস
T /tiː/ = ঠী
U /juː/ = ইঊ
V /viː/ = ভী
W /ˈdʌbljuː/ = ডাবলইঊ
X /eks/ = এক্স
Y /waɪ/ = ওয়াই
Z /zed $ ziː/ = জেড / জী
আমাদের অনেকের কাছে এই, জেই, খেই, ওউ, ফী, খিঊ, আঃ, ঠী, ডাবলইঊ, জী এগুলো নতুন উচ্চারণ বা ভুল উচ্চারণ মনে হলেও এগুলোই সঠিক উচ্চারণ। সুতরাং আগের ভুল উচ্চারণগুলো না শিখে ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণগুলো শিখি।
How to Pronounce THE
আমরা অনেকেই জানি না কখন দা এবং কখন দি উচ্চারণ করতে হয়। অর্থাৎ The এর উচ্চারণ “দা” হবে নাকি “দি” হবে? আমরা খুব সহজেই এ প্রশ্নের সমাধান করতে পারি। তবে চলুন জেনে নিই।
1. The [/ðə/ {দয়্য}] = দা
2. The [/ði/, strong form /ðiː/ {দই, দঈ}] = দি, দী
1. The এরপর যদি Consonant sound থাকে তবে এর উচ্চারণ “দা” এর মত হবে।
Example: The phone (দা ফোন), The day (দা ডেই), The table (দা ঠেইবল), The page (দা ফেইজ) ইত্যাদি।
2. The এরপর যদি Vowel sound থাকে তবে এর উচ্চারণ “দি / দী” এর মত হবে।
Example: The ant (দি এন্ট), The egret (দি ঈগ্রেট), In the evening (ইন দি ঈভনিং), In the afternoon (ইন দি আফটানূন) ইত্যাদি।
Note: The honest man (দি অনিস্ট ম্যান) আপনারা বলতে পারেন এখানে The এরপর Consonant থাকা সত্ত্বেও কেন “দি” উচ্চারণ হলো? হ্যাঁ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নিয়মে Consonant sound এবং Vowel sound এর কথা বলা হয়েছে। সেখানে Consonant এবং Vowel কথা বলা হয়নি। সুতরাং The এরপর Consonant থাকা সত্ত্বেও “দা” উচ্চারণ না হয়ে “দি” উচ্চারণ হওয়ার কারণ Vowel sound এর মত উচ্চারণ হয়েছে। আরও সহজভাবে বলতে honest (অনিস্ট) যেহেতু Vowel sound এর মত উচ্চারণ হয়েছে এজন্য “দি” উচ্চারিত হয়েছে।