Tongue Twisters কি?
Tongue Twisters শব্দের অর্থ হলো দুরূচ্চার্য শব্দ বা দান্তভাঙা শব্দ। অর্থাৎ পরপর বিন্যস্ত এমন সব শব্দ যা শুদ্ধ ভাবে দ্রুত উচ্চারণ করা কঠিন। আর যদি আমরা “Tongue Twisters” দ্রুত উচ্চারণ করে পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের জিহ্বা জট পাকিয়ে যাবে।
আমরা এত চেষ্টা করি তারপরেও ইংরেজি উচ্চারণ সঠিক করতে এবং মুখের জড়তা কাটাতে পারি না। এজন্য আমাদের নিয়মিত Tongue Twisters চর্চা করতে হবে। বিশ্বাস না হলে, আপনি কিছু দিন নিয়মিত চর্চা করেন দেখবেন আপনার মুখের জড়তা অনেকটা চলে যাবে। নিচে উদাহরণ দেওয়া হলো।
1. She sells seashells by the seashore.
[{/ʃiː/ /sels/ /ˈsiːʃels/ /baɪ/ /ðə/ /ˈsiːʃɔː(r)/}
{শী সেলস সীশেলস বাই দা সীশো(র)}]
একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই বাক্যটি তৈরি করা হয়েছে /s/ এবং /ʃ/ সাউন্ড শুদ্ধ করার জন্য।
2. The thirty-three thieves thought that they thrilled the throne throughout Thursday.
[{/ðə/ /ˈθɜː(r)ti – θriː/ /θiːvz/ /θɔːt/ /ðæt/ /ðeɪ/ /θrɪld/ /ðə/ /θrəʊn/ /θruːˈaʊt/ /ˈθɜː(r)zdeɪ/}
{দা থাঠি-থ্রী থীভয থট দ্যাট দেই থ্রিল্ড দা থ্রউন থ্রূআউট থা(র)যডেই}]
এখানেও /θ/ এবং /ð/ সাউন্ড শুদ্ধ করার জন্যই এই বাক্যটি তৈরি করা হয়েছে। এরকম হাজার হাজার বাক্য রয়েছে অথবা নিজেই বাক্য তৈরি করে চর্চা করতে পারেন। বাক্যগুলোর অর্থ জানা জুরুরি নয় প্রধান উদ্দেশ্য হলো উচ্চারণ সঠিক করা। এখন আমাদের কাজ হলো প্রথমে গুগলে অথবা ইউটিউবে সার্চ করে কিছু Tongue Twisters নোট করব এবং তা নিয়মিত চর্চা করব। ইউটিউবে Tongue Twisters সম্পর্কে অনেক ভিডিও রয়েছে তা দেখে চর্চা করতে পারেন।