Number and Person

Number (বচন)

প্রথমে আমাদের জানতে হবে, Number শব্দের অর্থ কি? Number শব্দের অর্থ হলো সংখ্যা বা বচন। এখন তাহলে, Number কাকে বলে? কত প্রকার ও কি কি? তা সম্পর্কে বিস্তারিত জানা যাক।

যে Noun or Pronoun দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা পদার্থের সংখ্যা প্রকাশ করে তাকে Number বা বচন বলে।

Number দুই প্রকার।

1. Singular Number (একবচন)

2. Plural Number (বহুবচন)

1. Singular Number (একবচন)

যে Noun or Pronoun দ্বারা একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকে Singular Number বা একবচন বলে।

Example: I, My, This, Book, Pen, Cow, Dog ইত্যাদি।

2. Plural Number (বহুবচন)

যে Noun or Pronoun দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকে Plural Number বা বহুবচন বলে।

Example: We, Our, These, Books, Pens, Cows, Dogs ইত্যাদি।

Singular Number কে কিভাবে সহজেই Plural Number এ পরিবর্তন করা যায় সে নিয়মগুলো জানার আগে আমাদের Person সম্পর্কে জানা দরকার।

Person (পুরুষ)

প্রথমে আমাদের জানতে হবে, Person শব্দের অর্থ কি? Person শব্দের অর্থ হলো ব্যক্তি বা পুরুষ। চলুন, Person কাকে বলে? কত প্রকার ও কি কি? তা সম্পর্কে বিস্তারিত জানা যাক।

Sentence এ ব্যবহৃত যে সকল Noun or Pronoun কে কেন্দ্র করে Verb এর কাজ সম্পন্ন হয়ে থাকে তাকে Person বা পুরুষ বলে। আরও সহজভাবে বললে, একটি বাক্যের Subject এর মধ্যে যে সকল Word বসে তাকে Person বোঝায়।

Example:

I am a student. (আমি একজন ছাত্র।)

Ali reads in class five. (আলী পঞ্চম শ্রেণীতে পড়ে।)

The pen looks very nice. (কলমটি দেখতে খুব সুন্দর।)

এখানে I, Ali, The pen হলো Person বা পুরুষ।

Person তিন প্রকার।

1. First Person (উত্তম পুরুষ)

2. Second Person (মধ্যম পুরুষ)

3. Third Person (নাম পুরুষ)

1. First Person (উত্তম পুরুষ)

যে বা যারা কথা বলে তাকে First Person বলে।

Example: I, We, My, Me, Our, Us ইত্যাদি।

2. Second Person (মধ্যম পুরুষ)

যাকে সম্বোধন করে বলা হয় তাকে Second Person বলে।

Example: You, Your, Thou, Thine ইত্যাদি।

3. Third Person (নাম পুরুষ)

যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে Third Person বলে।

Example: He, She, It, They, Ali ইত্যাদি।

Person চেনার উপায়

1. আমি (I), আমরা (We) হলো First Person।

2. তুমি (You, Thou), তোমরা (You, Thine) হলো Second Person।

3. First Person এবং Second Person ছাড়া বাকি সকল Word বা শব্দকেই Third Person বোঝায়।

আশা করি, সকলে Number and Person সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমরা জানব, Singular Number কে Plural Number এ পরিবর্তিত করার নিয়মগুলো।

Number পরিবর্তনের নিয়মাবলি

1. সাধারণত Singular Noun এর শেষে s যোগ করে Plural Number করা হয়।

Singular = Plural

Boy = Boys

Book = Books

Dog = Dogs

2. Noun এর শেষে s, ss, sh, x বা z থাকলে এবং ch এর উচ্চারণ ‘চ’ এর মত হলে Noun এর শেষে es যোগ করে Plural করা হয়। আর যদি ch এর উচ্চারণ ‘ক’ এর মত হয় তাহলে Noun এর শেষে s যোগ করে Plural করতে হয়।

Singular = Plural

Gas = Gases

Ass = Asses

Brush = Brushes

Fox = Foxes

Topaz = Topazes

Branch = Branches

Stomach = Stomachs

3. Noun এর শেষে o এবং তার পূর্বে একটি Vowel থাকলে s যোগ করে Plural করতে হয়।

Singular = Plural

Bamboo = Bamboos

Radio = Radios

Studio = Studios

4. Noun এর শেষে o এবং তার পূর্বে Consonant থাকলে es যোগ করে Plural করতে হয়।

Singular = Plural

Mango = Mangoes

Potato = Potatoes

Hero = Heroes

Mosquito = Mosquitoes

Note: তবে এমন কিছু Noun আছে যাদের শেষে o এবং তার পূর্বে Consonant থাকা সত্ত্বেও তাদের শেষে শুধু s যোগ করে Plural করা হয়।

Singular = Plural

Photo = Photos

Memo = Memos

Piano = Pianos

5. Noun এর শেষে y এবং তার পূর্বে Vowel থাকলে s যোগ করে Plural করতে হয়।

Singular = Plural

Boy = Boys

Day = Days

Key =  Keys

Play = Plays

6. Noun এর শেষে y এবং y এর পূর্বে Consonant থাকলে y পরিবর্তিত হয়ে i এবং এর পরে es যোগ করে Plural করতে হয়।

Singular = Plural

Baby = Babies

Hobby = Hobbies

City = Cities

Fly = Flies

7. Noun এর শেষে f বা fe থাকলে f বা fe এর স্থানে ves যোগ করে Plural করতে হয়।

Singular = Plural

Leaf = Leaves

Self = Selves

Life = Lives

Wife = Wives

8. আবার কিছু Noun এর শেষে f বা fe থাকলেও শুধু s যোগ করে Plural করতে হয়।

Singular = Plural

Chief = Chiefs

Brief = Briefs

Belief = Beliefs

Gulf = Gulfs

Proof = Proofs

Roof = Roofs

Safe = Safes

9. কিছু Noun এর Plural করার সময় শব্দের ভিতরের Vowel পরিবর্তন করতে হয়।

Singular = Plural

Foot = Feet

Gentleman = Gentlemen

Goose = Geese

Man = Men

Tooth = Teeth

Woman = Women

10. আবার কয়েকটি Noun এর Plural করার সময় শব্দের ভিতরের Vowel এবং Consonant পরিবর্তন করতে হয়।

Singular = Plural

Louse = Lice

Mouse = Mice

11. কিছু Noun এর শেষে en বা ren যোগ করে Plural করতে হয়।

Singular = Plural

Brother = Bretheren

Child = Children

Ox = Oxen

12. Compound Noun এর প্রধান Word এর শেষে s যোগ করে অথবা প্রধান Word এর Vowel পরিবর্তন করে Plural করতে হয়।

Singular = Plural

Brother-in-law = Brothers-in-law

Daughter-in-law = Daughters-in-law

Maid-servant = Maid-servants

Step-son = Step-sons

13. Compound Noun হাইফেন (-) দ্বারা যুক্ত না হলে s যোগ করে Plural করতে হয়।

Singular = Plural

Armchair = Armchairs

Bagful = Bagfuls

Bookcase = Bookcases

Pickpocket = Pickpockets

Spoonful = Spoonfuls

14. এছাড়াও বিদেশী ভাষা থেকে এসেছে এমন কিছু উল্লেখযোগ্য শব্দের Plural রূপ নিচে দেওয়া হলো।

Singular = Plural

Agendum = Agenda

Appendix = Appendices

Analysis = Analyses

Axis = Axes

Basis = Bases

Crisis = Crises

Datum = Data

Formula = Formulae

Medium = Media

Memorandum = Memoranda

Oasis = Oases

Phenomenon = Phenomena

Radius = Radii

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here