Sentence
প্রথমে আমাদের জানতে হবে, Sentence কাকে বলে। Sentence কত প্রকার ও কি কি?
দুই বা ততোধিক Word একসাথে মিলে যদি অর্থপূর্ণ এবং পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে Sentence বলে।
Example: Ali is a student. ( আলী একজন ছাত্র। ) এখানে, বাক্যটি অর্থপূর্ণ এবং পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে সুতরাং এটি একটি সঠিক বাক্য বা Sentence।
আবার, Ali a student is. এই বাক্যটি ভুল কারণ এটি অর্থপূর্ণ নয় এবং সঠিক নিয়মে বসেনি। Sentence এর Structure হলো Subject + Verb + Object / Extension. এই Structure অনুযায়ী বাক্যটি হওয়ার কথা কিন্তু তা না হওয়ার কারণে বাক্যটি ভুল। একটি Sentence পরিপূর্ণ এবং সঠিক হতে তিনটি গুণ থাকা প্রয়োজন। তা নিচে দেওয়া হলো।
1. Correct order ( অর্থাৎ Word গুলো English Grammar এর নিয়মানুযায়ী সাজানো থাকতে হবে। )
2. Combination of words ( অর্থাৎ এক বা একাধিক অর্থপূর্ণ Word থাকতে হবে। )
3. Completeness of sense ( অর্থাৎ একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে। )
সুতরাং আমরা সহজভাবে বলতে পারি, যখন কতগুলো শব্দ সঠিক নিয়মে বসে পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলে।
Note: একটিমাত্র Word দিয়েও একটি Sentence গঠিত হতে পারে। যেমনঃ Go ( এখানে ‘Go’ দ্বারা বুঝানো হয়েছে, তুমি যাও। ) Come ( এখানে ‘Come’ দ্বারা বুঝানো হয়েছে, তুমি আস। ) এখানে Subject ‘You’ উহ্য আছে। আবার, Do you like tea? ( তুমি কি চা পছন্দ কর? ) আমরা উত্তরে বলে থাকি, Yes ( হ্যাঁ ) অথবা No. ( না ) অর্থাৎ একটি Word এর মাধ্যমে উত্তর দিয়ে থাকি। সুতরাং একটিমাত্র শব্দ দ্বারাও মনের ভাব প্রকাশ করা যায়। তবে এ ধরনের Sentence সাধারণত কথোপকথন ও নাটকের সংলাপে ব্যবহার করা হয়।
এখন আমরা জানব। Sentence কত প্রকার ও কি কি?
Sentence এর শ্রেণিবিভাগ দুই ভাবে করা যায়।
1. According to meaning or Expression ( অর্থগত বা মনের ভাব প্রকাশের দিক থেকে )
2. According to structural pattern or Grammartical construction ( ব্যাকরণগত গঠন বা গঠনগত দিক থেকে )
According to meaning or Expression
অর্থ অনুসারে Sentence পাঁচ প্রকার।
1. Assertive Sentence ( বিবৃতিমূলক বাক্য )
2. Interrogative Sentence ( প্রশ্নবোধক বাক্য )
3. Imperative Sentence ( আদেশ, উপদেশ, অনুজ্ঞাসূচক বাক্য )
4. Optative Sentence ( ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য )
5. Exclamatory Sentence ( বিস্ময় বা আবেগসূচক বাক্য )
1. Assertive Sentence ( বিবৃতিমূলক বাক্য )
যে Sentence দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive Sentence বা বিবৃতিমূলক বাক্য বলে।
Example: Ali is a teacher. ( আলী একজন শিক্ষক। ) He has a computer. ( তার একটা কম্পিউটার আছে। ) ইত্যাদি।
Note: Assertive Sentence কে Declarative Sentence ও বলা হয়।
Structure of Assertive Sentence
Subject + Verb + Object / Extension + .
We learn English. ( আমরা ইংরেজি শিখি। )
Ali is learning English. ( আলী ইংরেজি শিখছে। )
They play football. ( তারা ফুটবল খেলে। )
I love the LEF platform. ( আমি LEF প্ল্যাটফর্ম ভালবাসি। )
Assertive Sentence কে আবার দুই ভাবে ভাগ করা হয়েছে।
i. Affirmative Sentence ( হ্যাঁ বোধক বাক্য )
ii. Negative Sentence ( না বোধক বাক্য )
i. Affirmative Sentence ( হ্যাঁ বোধক বাক্য )
যে Sentence দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ বোধক উত্তর দেয়া হয় তাকে Affirmative Sentence বা হ্যাঁ বোধক বাক্য বলে।
Ali has done the work. ( আলী কাজটি করেছেন। )
I want to be an English teacher. ( আমি ইংরেজি শিক্ষক হতে চাই। )
Structure of Affirmative Sentence
Affirmative Sentence সাধারণত Subject দিয়ে শুরু হয় + Auxiliary verb ( যদি থাকে ) + Verb + শেষে Object এবং Complement বসে।
Subject + Verb + Extension.
Ali goes to college. ( আলী কলেজে যায়। )
He is an honest man. ( তিনি একজন সৎ মানুষ। )
We should learn English. ( আমাদের ইংরেজি শেখা উচিত। )
ii. Negative Sentence ( না বোধক বাক্য )
যে Sentence দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় বা না বোধক উত্তর দেওয়া হয় অর্থাৎ না বোধক কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Negative Sentence বলে।
Ali does not play football. ( আলী ফুটবল খেলে না। )
He has not done the work. ( সে কাজটি করে নাই। )
Structure of Negative Sentence
Auxiliary verb না থাকলে
Subject + do not / does not / did not + Verb + Extension.
I do not play cricket. ( আমি ক্রিকেট খেলি না। )
He did not work. ( সে কাজ করেনি। )
Auxiliary verb থাকলে
Subject + Auxiliary verb + not + Verb + Extension.
I should not do it. ( আমার এটা করা উচিত নয়। )
I can not write letters. ( আমি চিঠি লিখতে পারি না। )
They may not help you. ( তারা আপনাকে সাহায্য নাও করতে পারে। )
Note: সকল প্রকার Sentence ই সাধারণত Affirmative এবং Negative এই দুই প্রকারের হয়ে থাকে।
2. Interrogative Sentence ( প্রশ্নবোধক বাক্য )
যে Sentence দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলে।
Do you like it? ( তুমি কি এটা পছন্দ কর? )
Do they play football? ( তারা কি ফুটবল খেলে? )
What is his sister’s name? ( তার বোনের নাম কি? )
Structure of Interrogative Sentence
Auxiliary verb + Subject + Verb ( যদি থাকে ) + Extension + ?
Is he a student? ( সে কি ছাত্র? )
Don’t you like tea? ( তুমি কি চা পছন্দ কর না? )
Do you have a car? ( তোমার কি গাড়ি আছে? )
আবার, Question word + Auxiliary verb + Subject + Verb + Extension + ?
When do you read English? ( আপনি কখন ইংরেজি পড়েন? )
What does his brother do? ( তার ভাই কি করে? )
Why do you want to go abroad? ( আপনি কেন বিদেশ যেতে চান? )
Where are you from? ( আপনি কোথা থেকে এসেছেন? )
3. Imperative Sentence ( আদেশ, উপদেশ, অনুজ্ঞাসূচক বাক্য )
যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বুঝায় তাকে Imperative Sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে।
Please, help me and my friends. ( দয়া করে, আমাকে এবং আমার বন্ধুদের সাহায্য করুন। )
Kindly, give me some money. ( দয়া করে, আমাকে কিছু টাকা দিন। )
Let’s do the work. ( চলো কাজটি করি। )
Structure of Imperative Sentence
Verb + Extension. [ Order বা আদেশ বুঝালে ]
Do the work. ( কাজটি কর। )
Open the window. ( জানালাটা খোলো। )
Go to the mosque. ( মসজিদে যাও। )
Note: উপরিউক্ত বাক্যগুলোতে Subject ( You ) উহ্য আছে।
Don’t / Never + Verb + Extension. [ Forbid বা নিষেধ বুঝালে ]
Don’t read the letter now. ( চিঠিটা এখন পড় না। )
Never forget me. ( কখনো আমাকে ভুলে যেওনা। )
Do not do the work. ( কাজটি কর না। )
Please / Kindly + Verb + Extension. [ Request বা অনুরোধ বুঝালে ]
Please, give me a cup of tea. ( দয় করে, আমাকে এক কাপ চা দাও। )
Kindly, help my parents. ( দয়া করে, আমার বাবা-মাকে সাহায্য করুন। )
Please, give me your pen. ( দয়া করে, আমাকে তোমার কলমটি দাও। )
Let + ( First person / third person এর Objective ) + Verb + Extension.
Let me go out. ( আমাকে বাইরে যেতে দাও। )
Let me do the work. ( আমাকে কাজটি করতে দাও। )
Let him cook. ( তাকে রান্না করতে দাও। )
Let’s / Let us + Verb + Extension.
Let’s help the poor man. ( আসুন গরিব মানুষটিকে সাহায্য করি। )
Let’s go to the mosque. ( চলো মসজিদে যাই। )
Let’s learn English. ( আসুন ইংরেজি শিখি। )
4. Optative Sentence ( ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য )
যে Sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে Optative Sentence বা প্রার্থনাসূচক বাক্য বলে।
May you live long. ( তুমি দীর্ঘজীবী হও। )
May Allah bless you. ( আল্লাহ আপনার মঙ্গল করুন। )
May Bangladesh prosper day by day. ( বাংলাদেশ দিন দিন সমৃদ্ধ হোক। )
Structure of Optative Sentence
May / May ( উহ্য ) + Subject + Verb + Extension.
May Allah give him Jannah. ( আল্লাহ তাকে জান্নাত দান করুন। )
Long live Bangladesh. ( বাংলাদেশ দীর্ঘজীবী হোক। )
May you succeed. ( তুমি সফল হও। )
5. Exclamatory Sentence ( বিস্ময় বা আবেগসূচক বাক্য )
যে Sentence দ্বারা মনের আবেগ, অনুভূতি, বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বলে।
Hurrah! I have passed the exam. ( হুররে! আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। )
Oh! I lost my phone. ( ওহ! আমি আমার ফোন হারিয়েছি। )
If they were teachers! ( যদি তারা শিক্ষক হতেন! )
Structure of Exclamatory Sentence
What a/an বা How + Adjective + Subject + Verb + !
What a beautiful scenery it is! ( কি সুন্দর দৃশ্য! )
How charming the scenery is! ( কি মনোমুগ্ধকর দৃশ্য! )
What a nice phone it is! ( কি সুন্দর ফোনটি! )
Exclamatory word + ! + Subject + Verb + Extension.
Alas! I am undone. ( হায়! আমার পোড়া কপাল। )
Wow! The food is very delicious. ( বাহ! খাবারটি খুবই সুস্বাদু। )
Hush! My brother is sleeping. ( চুপ! আমার ভাই ঘুমাচ্ছে। )
If / Had + Subject + Verb + Extension + !
If they were hard workers! ( যদি তারা কঠোর পরিশ্রমী হতো! )
Had I been a prime minister! ( আমি যদি প্রধানমন্ত্রী হতাম! )
Had I had a computer! ( আমার যদি একটা কম্পিউটার থাকতো! )
Note: Structure গুলো ব্যবহার করে আরও নতুন নতুন বাক্য তৈরি করতে হবে এবং চর্চা করতে হবে।
According to structural pattern or Grammartical construction
আবার, গঠন অনুসারে Sentence চার প্রকার।
1. Simple Sentence ( সরল বাক্য )
2. Complex Sentence ( জটিল বাক্য )
3. Compound Sentence ( যৌগিক বাক্য )
4. Compound-Complex Sentence ( যৌগিক-জটিল বাক্য )
1. Simple Sentence ( সরল বাক্য )
যে Sentence এ একটি মাত্র Subject, একটি মাত্র সমাপিকা ক্রিয়া ( Finite verb ) এবং যা একটি মাত্র Clause এ হয় তাকে Simple Sentence বা সরল বাক্য বলে।
I saw the boy on the way. ( আমি পথে ছেলেটাকে দেখলাম। )
এখানে, একটি মাত্র Subject হলো ( I ), একটি মাত্র Finite verb হলো ( saw ) এবং একটি মাত্র Predicate হলো ( the boy on the way ). সুতরাং এটি একটি Simple Sentence বা সরল বাক্য।
Example of simple sentence
Ali goes to the mosque with his father. ( আলী তার বাবার সাথে মসজিদে যায়। )
Ali has no concentration in studies. ( আলীর পড়াশোনায় মনোযোগ নাই। )
He gets up early in the morning. ( সে খুব ভোরে উঠে। )
I have completed graduation from National University. ( আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছি। )
2. Complex Sentence ( জটিল বাক্য )
যে Sentence এ একটি মাত্র Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে তাকে Complex Sentence বা জটিল বাক্য বলে।
My brother brought a phone for me when he came home. ( আমার ভাই বাড়ি আসার সময় আমার জন্য একটা ফোন এনেছিল। )
এখানে, ( My brother brought a phone for me ) এটি একটি পূর্ণাঙ্গ বাক্য অর্থাৎ Principal clause এবং( when he came home. ) এটি একটি অপূর্ণাঙ্গ বাক্য অর্থাৎ Subordinate clause সুতরাং বাক্যটি একটি Complex Sentence বা জটিল বাক্য।
Note: Subordinate clause সাধারণত who, which, where, when, that, since, although, if, because ইত্যাদি দিয়ে শুরু হয়।
Example of Complex Sentence
I saw a beautiful bird which was flying on the sky. ( আমি একটি সুন্দর পাখি দেখেছিলাম যেটা আকাশে উড়ছিল। )
Although he is poor, he is honest. ( দরিদ্র হলেও সে সৎ। )
We know that he is the founder of this website. ( আমরা জানি যে তিনি এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। )
Ali is good at English better than you. ( আলী তোমার চেয়ে ইংরেজিতে অনেক ভালো। )
3. Compound Sentence ( যৌগিক বাক্য )
যে Sentence এ একাধিক Principal clause, Co-ordinating conjunction দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বা যৌগিক বাক্য বলে।
I went to the mosque and met my brothers. ( আমি মসজিদে গেলাম এবং আমার ভাইদের সাথে দেখা করলাম। )
এখানে, ( I went to the mosque ) এটি একটি Principal clause, ( and ) হলো Co-ordinating conjunction এবং ( met my brothers ). এটি একটি Principal clause সুতরাং বাক্যটি একটি Compound Sentence বা যৌগিক বাক্য।
Note: and / but দ্বারা যুক্ত Compound Sentence গুলোর যদি Subject একই হয় তবে দ্বিতীয় অংশে Subject বসে না।
Example of Compound Sentence
Ali is poor but he is happy. ( আলী গরীব কিন্তু সে সুখী। )
They played well so they won the match. ( তারা ভালো খেলেছে তাই তারা ম্যাচ জিতেছে। )
Work hard or you can not succeed in life. ( কঠোর পরিশ্রম কর নইলে তুমি জীবনে সফল হতে পারবে না। )
I was sick so I could not go to office. ( আমি অসুস্থ ছিলাম তাই অফিসে যেতে পারি নাই। )
4. Compound-Complex Sentence ( যৌগিক-জটিল বাক্য )
যখন একটি Complex Sentence এর সাথে and / but / or ইত্যাদি Co-ordinating conjunction দ্বারা একটি Independent Clause যুক্ত থাকে তখন উক্ত বাক্যটিকে Compound-Complex Sentence বা যৌগিক-জটিল বাক্য বলে।
Our teacher explained how we should write a letter, and we practiced his method at home. ( আমাদের শিক্ষক ব্যাখ্যা করেছেন কীভাবে আমাদের একটি চিঠি লিখতে হবে এবং আমরা বাড়িতে তার পদ্ধতি অনুশীলন করেছি। )
এখানে, ( Our teacher explained ) এটি একটি Independent Clause, ( how we should write a letter ), এটি একটি Subordinate clause এবং ( and we practiced his method at home ). এটি একটি Co-ordinate clause সুতরাং বাক্যটি একটি Compound-Complex Sentence বা যৌগিক-জটিল বাক্য।
Example of Compound-Complex Sentence
We know what we have to do, and we are preparing for that. ( আমরা জানি আমাদের কী করতে হবে, এবং আমরা সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। )
If he comes, I will go and we can talk to them. ( যদি তিনি আসেন, আমি যাব এবং আমরা তাদের সাথে কথা বলতে পারি। )
I would have purchased the computer that you like, but it was too expensive. ( আমি আপনার পছন্দের কম্পিউটারটি কিনতাম, কিন্তু এটি খুব ব্যয়বহুল ছিল। )
Note: এই নিয়মগুলো শুধু জানলেই হবে না চর্চা করতে হবে। এখন, আপনাদের চর্চা করার পালা।