Word And Syllable
Word
আমরা সকলেই জানি, Word কাকে বলে? এক বা একাধিক Letter বা বর্ণ মিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে Word বলে।
Example: I = আমি, You = তুমি বা তোমরা, Book = বই, ইত্যাদি পূর্ণ অর্থ প্রকাশ করেছে তাই এগুলো এক একটি Word বা শব্দ।
Syllable
একটি Word এর যতটুকু অংশ এক সাথে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি Syllable বলে। মনে রাখতে হবে যে, কোন সময় Vowel ছাড়া সিলেবল গঠিত হয় না। অর্থাৎ প্রতিটি সিলেবলে এক বা একাধিক Vowel থাকবে।
Example: Student এ শব্দটিতে দুইটি সিলেবল আছে, স্টু-ডেন্ট = Stu-dent সুতরাং এটাকে বলা যায় ডি-সিলেবল অর্থাৎ দুই শব্দাংশ।
সিলেবল সাধারনত ৪ প্রকার হয়ে থাকে। 1. Mono-syllable বা এক শব্দাংশ 2. Di-syllable বা দুই শব্দাংশ 3. Tri-syllable বা তিন শব্দাংশ 4. Poly-syllable বা বহু শব্দাংশ
Mono-syllable
যে Word এক সাথে উচ্চারণ করা যায় অর্থাৎ একটি মাত্র Syllable থাকে তাকে Mono-syllable বা এক শব্দাংশ বলে।
Ex: Book /bʊk/ = বুক, Do /duː/ = ডু
Di-syllable
যে Word এ দুটি Syllable থাকে তাকে Di-syllable বা দুই শব্দাংশ বলে।
Stu-dent /ˈstjuːdənt $ ˈstuː-/ = স্টু-ডেন্ট
Tri-syllable
যে Word এ তিনটি Syllable থাকে তাকে Tri-syllable বা তিন শব্দাংশ বলে।
Yes-ter-day /ˈjestədi, -deɪ $ -ər-/ = ইয়েস-টা(র)-ডেই
Poly-syllable
যে Word এ তিনটির অধিক Syllable থাকে তাকে Poly-syllable বা বহু শব্দাংশ বলে।
In-ter-na-tion-al /ˌɪntəˈnæʃənəl $ -tər-/ = ইন-ঠা(র)-ন্যা-শন-য়্যল
Note: যেহেতু Vowel ছাড়া Syllable গঠিত হয় না সুতরাং Vowel সম্পর্কে বিস্তারিত জানতে Letter and Alphabet পোস্টটি দেখতে পারেন।