Letter and Alphabet
প্রথমে আমাদের জানতে হবে Letter কাকে বলে? এবং Alphabet কাকে বলে? চলুন, জানা যাক।
একটি ভাষাকে লিখে প্রকাশ করতে যেসকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তাদের প্রত্যেকটিকে এক একটি Letter বা বর্ণ বলে।
সুতরাং ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যেসকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তাদের প্রত্যেকটিকে এক একটি Letter বা বর্ণ বা অক্ষর বলে।
আবার, ইংরেজি ভাষায় মোট ২৬ টি Letter বা বর্ণ আছে। এদের সমষ্টিকে Alphabet বা বর্ণমালা বলে।
যদি আরও সহজভাবে বলি, প্রতিটি বর্ণ বা অক্ষরকে Letter বলা হয়। আর সবগুলো Letter কে একত্রে Alphabet বলা হয়।
চলুন, Letter and Alphabet সম্পর্কে আরও বিস্তারিত জানি।
Letter and Alphabet কে Case বা কাঠামো অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। 1. Capital Letter বা Upper Case ( বড় হাতের অক্ষর ) 2. Small Latter বা Lower Case ( ছোট হাতের অক্ষর )
1. Capital Letter or Upper Case
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z.
2. Small Latter or Lower Case
a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z.
Letter গুলো আবার তিনটি অংশে বিভক্ত। 1. Vowel ( স্বরবর্ণ ) 2. Semi-Vowel ( অর্ধ-স্বরবর্ণ ) 3. Consonant ( ব্যঞ্জনবর্ণ )
1. Vowel
Vowel কাকে বলে এবং কয়টি ও কি কি?
যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে সেগুলোকে Vowel বলে। Vowel হলো ৫ টি। যেমনঃ A, E, I, O, U.
2. Semi-Vowel
Semi Vowel কাকে বলে এবং কয়টি ও কি কি?
যেসব বর্ণ কখনো Vowel এর মত উচ্চারিত হয়, আবার কখনো Consonant এর মত উচ্চারিত হয় তাদেরকে Semi Vowel বলে। Semi Vowel হলো ২ টি। যেমনঃ W এবং Y.
3. Consonant
Consonant কাকে বলে এবং কয়টি ও কি কি?
যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেগুলোকে Consonant বলে। Consonant হলো ২১ টি। যেমনঃ B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z.
Note: Vowel বা Semi Vowel ছাড়া কোনো Word গঠিত হয় না। Pure Vowels 5 টি। Semi Vowels 2 টি। Total Vowels 7 টি। Pure Consonants 19 টি। Total Consonants 21 টি।