বাক্য তৈরির কৌশল
আমরা প্রায় সকলে বাক্য তৈরির Structure সম্পর্কে জানি কিন্তু তবুও ইংরেজিতে কথা বলতে পারি না। আজকে আমরা বাক্য তৈরির কোনো Structure সম্পর্কে জানব না তবে make sentence অর্থাৎ বিভিন্ন বিষয়ে বাক্য তৈরির কৌশল গুলো উদাহরণের মাধ্যমে জানব।
হওয়া অর্থে – am/is/are দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I am a software engineer.
= আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
2. We are software engineers.
= আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
3. You are a software engineer.
= তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
4. You are software engineers.
= তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
5. They are software engineers.
= তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
6. He is a software engineer.
= সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
7. She is a software engineer.
= সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
8. Ali is a software engineer.
= আলী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
He is a teacher.
= সে একজন শিক্ষক।
He is a student.
= সে একজন শিক্ষার্থী।
He is a professor.
= সে একজন অধ্যাপক।
He is a doctor.
= সে একজন চিকিৎসক।
He is a soldier.
= সে একজন সৈনিক।
He is a boatman.
= সে একজন নৌকার মাঝি।
He is a headmaster.
= সে একজন প্রধান শিক্ষক।
He is a guard.
= সে একজন প্রহরী।
He is a pilot.
= সে একজন বিমানচালক।
She is a nurse.
= সে একজন সেবিকা।
He is a sweeper.
= সে একজন ঝাড়ুদার।
He is a hawker.
= সে একজন ফেরিওয়ালা।
He is a lecturer.
= সে একজন প্রভাষক।
He is a businessman.
= সে একজন ব্যবসায়ী।
He is a president.
= সে একজন রাষ্ট্রপতি।
He is a day labour.
= সে একজন দিনমজুর।
He is a carpenter.
= সে একজন কাঠমিস্ত্রি।
He is a potter.
= সে একজন কুমার।
He is a cobbler.
= সে একজন মুচি।
He is a player.
= সে একজন খেলোয়াড়।
He is a weaver.
= সে একজন তাঁতি।
He is a goldsmith.
= সে একজন স্বর্ণকার।
He is a mason.
= সে একজন রাজমিস্ত্রি।
He is a postman.
= সে একজন ডাকপিয়ন।
He is a driver.
= সে একজন চালক।
He is a barber.
= সে একজন নাপিত।
He is a fisherman.
= সে একজন জেলে।
He is a farmer.
= সে একজন কৃষক।
My father is a teacher.
= আমার বাবা একজন শিক্ষক।
My mother is a doctor.
= আমার মা একজন ডাক্তার।
My sister is an engineer.
= আমার বোন একজন ইঞ্জিনিয়ার।
My brother is a professor.
= আমার ভাই একজন অধ্যাপক।
My friend is a pilot.
= আমার বন্ধু একজন বিমানচালক।
Note: আপনারা আপনাদের নিজের মতো পরিবর্তন করে চর্চা করবেন। এখন, আপনার চর্চা করার পালা।
ছিলাম অর্থে – was/were দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I was a software engineer.
= আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম।
2. We were software engineers.
= আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম।
3. You were a software engineer.
= তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলে।
4. You were software engineers.
= তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলে।
5. They were software engineers.
= তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল।
6. He was a software engineer.
= সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল।
7. She was a software engineer.
= সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল।
8. Ali was a software engineer.
= আলী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
They were teachers.
= তারা শিক্ষক ছিল।
They were students.
= তারা শিক্ষার্থী ছিল।
They were professors.
= তারা অধ্যাপক ছিল।
They were doctors.
= তারা চিকিৎসক ছিল।
They were soldiers.
= তারা সৈনিক ছিল।
They were boatmen.
= তারা নৌকার মাঝি ছিল।
They were headmasters.
= তারা প্রধান শিক্ষক ছিল।
They were guards.
= তারা প্রহরী ছিল।
They were pilots.
= তারা বিমানচালক ছিল।
They were nurses.
= তারা সেবিকা ছিল।
They were sweepers.
= তারা ঝাড়ুদার ছিল।
They were hawkers.
= তারা ফেরিওয়ালা ছিল।
They were lecturers.
= তারা প্রভাষক ছিল।
They were businessmen.
= তারা ব্যবসায়ী ছিল।
They were daily labourers.
= তারা দিনমজুর ছিল।
They were carpenters.
= তারা কাঠমিস্ত্রি ছিল।
They were potters.
= তারা কুমার ছিল।
They were cobblers.
= তারা মুচি ছিল।
They were players.
= তারা খেলোয়াড় ছিল।
They were weavers.
= তারা তাঁতি ছিল।
They were goldsmiths.
= তারা স্বর্ণকার ছিল।
They were masons.
= তারা রাজমিস্ত্রি ছিল।
They were postmen.
= তারা ডাকপিয়ন ছিল।
They were drivers.
= তারা চালক ছিল।
They were barbers.
= তারা নাপিত ছিল।
They were fishermen.
= তারা জেলে ছিল।
They were farmers.
= তারা কৃষক ছিল।
My father was a teacher.
= আমার বাবা একজন শিক্ষক ছিল।
My mother was a doctor.
= আমার মা একজন ডাক্তার ছিল।
My sister was an engineer.
= আমার বোন একজন ইঞ্জিনিয়ার ছিল।
My brother was a professor.
= আমার ভাই একজন অধ্যাপক ছিল।
My friend was a pilot.
= আমার বন্ধু একজন বিমানচালক ছিল।
হব অর্থে – will be দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I will be a software engineer.
= আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব।
2. We will be software engineers.
= আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব।
3. You will be a software engineer.
= তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে।
4. You will be software engineers.
= তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে।
5. They will be software engineers.
= তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে।
6. He will be a software engineer.
= সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে।
7. She will be a software engineer.
= সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে।
8. Ali will be a software engineer.
= আলী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
Ali will be a teacher.
= আলী একজন শিক্ষক হবে।
Ali will be a student.
= আলী একজন শিক্ষার্থী হবে।
Ali will be a professor.
= আলী একজন অধ্যাপক হবে।
Ali will be a doctor.
= আলী একজন চিকিৎসক হবে।
Ali will be a soldier.
= আলী একজন সৈনিক হবে।
Ali will be a boatman.
= আলী একজন নৌকার মাঝি হবে।
Ali will be a headmaster.
= আলী একজন প্রধান শিক্ষক হবে।
Ali will be a guard.
= আলী একজন প্রহরী হবে।
Ali will be a pilot.
= আলী একজন বিমানচালক হবে।
Ali will be a sweeper.
= আলী একজন ঝাড়ুদার হবে।
Ali will be a hawker.
= আলী একজন ফেরিওয়ালা হবে।
Ali will be a lecturer.
= আলী একজন প্রভাষক হবে।
Ali will be a businessman.
= আলী একজন ব্যবসায়ী হবে।
Ali will be a president.
= আলী একজন রাষ্ট্রপতি হবে।
Ali will be a day laborer.
= আলী একজন দিনমজুর হবে।
Ali will be a carpenter.
= আলী একজন কাঠমিস্ত্রি হবে।
Ali will be a potter.
= আলী একজন কুমার হবে।
Ali will be a cobbler.
= আলী একজন মুচি হবে।
Ali will be a player.
= আলী একজন খেলোয়াড় হবে।
Ali will be a weaver.
= আলী একজন তাঁতি হবে।
Ali will be a goldsmith.
= আলী একজন স্বর্ণকার হবে।
Ali will be a mason.
= আলী একজন রাজমিস্ত্রি হবে।
Ali will be a postman.
= আলী একজন ডাকপিয়ন হবে।
Ali will be a driver.
= আলী একজন চালক হবে।
Ali will be a barber.
= আলী একজন নাপিত হবে।
Ali will be a fisherman.
= আলী একজন জেলে হবে।
Ali will be a farmer.
= আলী একজন কৃষক হবে।
My father will be a teacher.
= আমার বাবা একজন শিক্ষক হবে।
My mother will be a doctor.
= আমার মা একজন ডাক্তার হবে।
My sister will be an engineer.
= আমার বোন একজন ইঞ্জিনিয়ার হবে।
My brother will be a professor.
= আমার ভাই একজন অধ্যাপক হবে।
My friend will be a pilot.
= আমার বন্ধু একজন বিমানচালক হবে।
কোনো কিছু আছে অর্থে – have/has দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I have a car.
= আমার একটি গাড়ি আছে।
2. We have a car.
= আমাদের একটি গাড়ি আছে।
3. You have a car.
= তোমার একটি গাড়ি আছে।
4. You have a car.
= তোমাদের একটি গাড়ি আছে।
5. They have a car.
= তাদের একটি গাড়ি আছে।
6. He has a car.
= তার একটি গাড়ি আছে।
7. She has a car.
= তার একটি গাড়ি আছে।
8. Ali has a car.
= আলীর একটি গাড়ি আছে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I have a book.
= আমার একটি বই আছে।
I have a pen.
= আমার একটি কলম আছে।
I have a mobile phone.
= আমার একটি মোবাইল ফোন আছে।
I have a laptop.
= আমার একটি ল্যাপটপ আছে।
I have a computer.
= আমার একটি কম্পিউটার আছে।
I have a house.
= আমার একটি বাড়ি আছে।
I have an airplane.
= আমার একটি বিমান আছে।
I have a ship.
= আমার একটি জাহাজ আছে।
I have a YouTube channel.
= আমার একটি ইউটিউব চ্যানেল আছে।
I have a Facebook page.
= আমার একটি ফেসবুক পেজ আছে।
I have a facebook group.
= আমার একটি ফেসবুক গ্রুপ আছে।
I have a friend.
= আমার একজন বন্ধু আছে।
I have five siblings.
= আমার পাঁচ ভাইবোন আছে।
My father has many friends.
= আমার বাবার অনেক বন্ধু আছে।
My mother has a computer.
= আমার মায়ের একটা কম্পিউটার আছে।
My brother has an iPhone.
= আমার ভাইয়ের একটা আইফোন আছে।
My sister has a youtube channel.
= আমার বোনের একটা ইউটিউব চ্যানেল আছে।
My friend has a ship.
= আমার বন্ধুর একটি জাহাজ আছে।
কোনো কিছু হবে/থাকবে অর্থে – will have দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I will have a car.
= আমার একটি গাড়ি থাকবে।
2. We will have a car.
= আমাদের একটি গাড়ি থাকবে।
3. You will have a car.
= তোমার একটি গাড়ি থাকবে।
4. You will have a car.
= তোমাদের একটি গাড়ি থাকবে।
5. They will have a car.
= তাদের একটি গাড়ি থাকবে।
6. He will have a car.
= তার একটি গাড়ি থাকবে।
7. She will have a car.
= তার একটি গাড়ি থাকবে।
8. Ali will have a car.
= আলীর একটি গাড়ি থাকবে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I will have a book.
= আমার একটি বই থাকবে।
I will have a pen.
= আমার একটি কলম থাকবে।
I will have a mobile phone.
= আমার একটি মোবাইল ফোন থাকবে।
I will have a laptop.
= আমার একটি ল্যাপটপ থাকবে।
I will have a computer.
= আমার একটি কম্পিউটার থাকবে।
I will have a house.
= আমার একটি বাড়ি থাকবে।
I will have an airplane.
= আমার একটি বিমান থাকবে।
I will have a ship.
= আমার একটি জাহাজ থাকবে।
I will have a YouTube channel.
= আমার একটি ইউটিউব চ্যানেল থাকবে।
I will have a Facebook page.
= আমার একটি ফেসবুক পেজ থাকবে।
I will have a facebook group.
= আমার একটি ফেসবুক গ্রুপ থাকবে।
I will have a friend.
= আমার একজন বন্ধু হবে।
My father will have many friends.
= আমার বাবার অনেক বন্ধু হবে।
My mother will have a computer.
= আমার মায়ের একটা কম্পিউটার থাকবে।
My brother will have an iPhone.
= আমার ভাইয়ের একটা আইফোন থাকবে।
My sister will have a youtube channel.
= আমার বোনের একটা ইউটিউব চ্যানেল থাকবে।
My friend will have a ship.
= আমার বন্ধুর একটি জাহাজ থাকবে।
কোনো কিছু করা অর্থে – V1 দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I learn English.
= আমি ইংরেজি শিখি।
2. We learn English.
= আমরা ইংরেজি শিখি।
3. You learn English.
= তুমি ইংরেজি শিখ।
4. You learn English.
= তোমরা ইংরেজি শিখ।
5. They learn English.
= তারা ইংরেজি শিখে।
6. He learns English.
= সে ইংরেজি শিখে।
7. She learns English.
= সে ইংরেজি শিখে।
8. Ali learns English.
= আলী ইংরেজি শিখে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I do the work.
= আমি কাজটি করি।
I go to the market.
= আমি বাজারে যাই।
I buy a pen.
= আমি একটা কলম কিনি।
I earn 500 dollars.
= আমি ৫০০ ডলার আয় করি।
I pay ten Taka.
= আমি দশ টাকা দিই।
I play football.
= আমি ফুটবল খেলি।
I pray for you.
= আমি তোমার জন্য দোয়া করি।
I say Isha prayer.
= আমি এশার নামাজ পড়ি।
I read the book.
= আমি বইটি পড়ি।
I wait for you.
= আমি তোমার জন্য অপেক্ষা করি।
I clean the room.
= আমি রুমটি পরিষ্কার করি।
My father does the work.
= আমার বাবা কাজটি করে।
My mother waits for me.
= আমার মা আমার জন্য অপেক্ষা করে।
My brother plays cricket.
= আমার ভাই ক্রিকেট খেলে।
My sister cleans the room.
= আমার বোন রুমটি পরিষ্কার করে।
My friend goes to university.
= আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে যায়।
Note: এখানে V1 = Main verb অর্থাৎ Present form বুঝায়। আপনারা আপনাদের নিজের মতো পরিবর্তন করে বাক্য তৈরি করবেন এবং চর্চা করবেন।
কোনো কিছু করেছিলাম অর্থে – V2 দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I learned English.
= আমি ইংরেজি শিখেছিলাম।
2. We learned English.
= আমরা ইংরেজি শিখেছিলাম।
3. You learned English.
= তুমি ইংরেজি শিখেছিলে।
4. You learned English.
= তোমরা ইংরেজি শিখেছিলে।
5. They learned English.
= তারা ইংরেজি শিখেছিল।
6. He learned English.
= সে ইংরেজি শিখেছিল।
7. She learned English.
= সে ইংরেজি শিখেছিল।
8. Ali learned English.
= আলী ইংরেজি শিখেছিল।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I did the work.
= আমি কাজটি করেছিলাম।
I went to the market.
= আমি বাজারে গিয়েছিলাম।
I bought a pen.
= আমি একটি কলম কিনেছিলাম।
I earned 500 dollars.
= আমি ৫০০ ডলার আয় করেছিলাম।
I paid ten Taka.
= আমি দশ টাকা দিয়েছিলাম।
I played football.
= আমি ফুটবল খেলেছিলাম।
I prayed for you.
= আমি তোমার জন্য দোয়া করেছিলাম।
I read the book.
= আমি বইটি পড়েছিলাম।
I waited for you.
= আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম।
I cleaned the room.
= আমি রুমটি পরিষ্কার করেছিলাম।
My father did the work.
= আমার বাবা কাজটি করেছিল।
My mother waited for me.
= আমার মা আমার জন্য অপেক্ষা করেছিল।
My brother played cricket.
= আমার ভাই ক্রিকেট খেলেছিল।
My sister cleaned the room.
= আমার বোন রুমটি পরিষ্কার করেছিল।
My friend went to university.
= আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল।
Note: এখানে V2 = Past form বুঝায়। আপনারা আপনাদের নিজের মতো পরিবর্তন করে বাক্য তৈরি করবেন এবং চর্চা করবেন।
কোনো কিছু করব অর্থে – will V1 দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I will learn English.
= আমি ইংরেজি শিখব।
2. We will learn English.
= আমরা ইংরেজি শিখব।
3. You will learn English.
= তুমি ইংরেজি শিখবে।
4. You will learn English.
= তোমরা ইংরেজি শিখবে।
5. They will learn English.
= তারা ইংরেজি শিখবে।
6. He will learn English.
= সে ইংরেজি শিখবে।
7. She will learn English.
= সে ইংরেজি শিখবে।
8. Ali will learn English.
= আলী ইংরেজি শিখবে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
He will do the work.
= সে কাজটি করবে।
He will go to the market.
= সে বাজারে যাবে।
He will buy a pen.
= সে একটা কলম কিনবে।
He will earn 500 dollars.
= সে ৫০০ ডলার আয় করবে।
He will pay ten Taka.
= সে দশ টাকা দিবে।
He will play football.
= সে ফুটবল খেলবে।
He will pray for you.
= সে তোমার জন্য দোয়া করবে।
He will say Isha prayer.
= সে এশার নামাজ পড়বে।
He will read the book.
= সে বইটি পড়বে।
He will wait for you.
= সে তোমার জন্য অপেক্ষা করবে।
He will clean the room.
= সে রুমটি পরিষ্কার করবে।
My father will do the work.
= আমার বাবা কাজটি করবে।
My mother will wait for me.
= আমার মা আমার জন্য অপেক্ষা করবে।
My brother will play cricket.
= আমার ভাই ক্রিকেট খেলবে।
My sister will clean the room.
= আমার বোন রুমটি পরিষ্কার করবে।
My friend will go to university.
= আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে যাবে।
Present Indefinite Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
আমাদের মনে রাখতে হবে যে, আমরা একটি বাক্যকে একাধিকভাবে তৈরি করতে পারি। যখন আমরা একটি বাক্যকে ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করে চর্চা করব তখন সে বিষয় সম্পর্কে সহজেই আমরা আয়ত্ত করতে পারব। Tense সম্পর্কে বিস্তারিত Grammar অংশে আলোচনা করা হয়েছে।
Subject + Verb (V1) + Ex (extension)
I do the work.
= আমি কাজটি করি।
We do the work.
= আমরা কাজটি করি।
You do the work.
= তুমি কাজটি কর।
You do the work.
= তোমরা কাজটি কর।
They do the work.
= তারা কাজটি করে।
He does the work.
= সে কাজটি করে।
She does the work.
= সে কাজটি করে।
Ali does the work.
= আলী কাজটি করে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I don’t do the work.
= আমি কাজটি করি না।
We don’t do the work.
= আমরা কাজটি করি না।
You don’t do the work.
= তুমি কাজটি কর না।
You don’t do the work.
= তোমরা কাজটি কর না।
They don’t do the work.
= তারা কাজটি করে না।
He doesn’t do the work.
= সে কাজটি করে না।
She doesn’t do the work.
= সে কাজটি করে না।
Ali doesn’t do the work.
= আলী কাজটি করে না।
Do I do the work?
= আমি কি কাজটি করি?
Do we do the work?
= আমরা কি কাজটি করি?
Do you do the work?
= তুমি কি কাজটি কর?
Do you do the work?
= তোমরা কি কাজটি কর?
Do they do the work?
= তারা কি কাজটি করে?
Does he do the work?
= সে কি কাজটি করে?
Does she do the work?
= সে কি কাজটি করে?
Does Ali do the work?
= আলী কি কাজটি করে?
Do I not do the work?
= আমি কি কাজটি করি না?
Do we not do the work?
= আমরা কি কাজটি করি না?
Do you not do the work?
= তুমি কি কাজটি কর না?
Do you not do the work?
= তোমরা কি কাজটি কর না?
Do they not do the work?
= তারা কি কাজটি করে না?
Does he not do the work?
= সে কি কাজটি করে না?
Does she not do the work?
= সে কি কাজটি করে না?
Does Ali not do the work?
= আলী কি কাজটি করে না?
When do I do the work?
= আমি কখন কাজটি করি?
When do we do the work?
= আমরা কখন কাজটি করি?
When do you do the work?
= তুমি কখন কাজটি কর?
When do you do the work?
= তোমরা কখন কাজটি কর?
When do they do the work?
= তারা কখন কাজটি করে?
When does he do the work?
= সে কখন কাজটি করে?
When does she do the work?
= সে কখন কাজটি করে?
When does Ali do the work?
= আলী কখন কাজটি করে?
When do I not do the work?
= আমি কখন কাজটি করি না?
When do we not do the work?
= আমরা কখন কাজটি করি না?
When do you not do the work?
= তুমি কখন কাজটি কর না?
When do you not do the work?
= তোমরা কখন কাজটি কর না?
When do they not do the work?
= তারা কখন কাজটি করে না?
When does he not do the work?
= সে কখন কাজটি করে না?
When does she not do the work?
= সে কখন কাজটি করে না?
When does Ali not do the work?
= আলী কখন কাজটি করে না?
Where do I do the work?
= আমি কোথায় কাজটি করি?
Where do we do the work?
= আমরা কোথায় কাজটি করি?
Where do you do the work?
= তুমি কোথায় কাজটি কর?
Where do you do the work?
= তোমরা কোথায় কাজটি কর?
Where do they do the work?
= তারা কোথায় কাজটি করে?
Where does he do the work?
= সে কোথায় কাজটি করে?
Where does she do the work?
= সে কোথায় কাজটি করে?
Where does Ali do the work?
= আলী কোথায় কাজটি করে?
Where do I not do the work?
= আমি কোথায় কাজটি করি না?
Where do we not do the work?
= আমরা কোথায় কাজটি করি না?
Where do you not do the work?
= তুমি কোথায় কাজটি কর না?
Where do you not do the work?
= তোমরা কোথায় কাজটি কর না?
Where do they not do the work?
= তারা কোথায় কাজটি করে না?
Where does he not do the work?
= সে কোথায় কাজটি করে না?
Where does she not do the work?
= সে কোথায় কাজটি করে না?
Where does Ali not do the work?
= আলী কোথায় কাজটি করে না?
Why do I do the work?
= আমি কেন কাজটি করি?
Why do we do the work?
= আমরা কেন কাজটি করি?
Why do you do the work?
= তুমি কেন কাজটি কর?
Why do you do the work?
= তোমরা কেন কাজটি কর?
Why do they do the work?
= তারা কেন কাজটি করে?
Why does he do the work?
= সে কেন কাজটি করে?
Why does she do the work?
= সে কেন কাজটি করে?
Why does Ali do the work?
= আলী কেন কাজটি করে?
Why do I not do the work?
= আমি কেন কাজটি করি না?
Why do we not do the work?
= আমরা কেন কাজটি করি না?
Why do you not do the work?
= তুমি কেন কাজটি কর না?
Why do you not do the work?
= তোমরা কেন কাজটি কর না?
Why do they not do the work?
= তারা কেন কাজটি করে না?
Why does he not do the work?
= সে কেন কাজটি করে না?
Why does she not do the work?
= সে কেন কাজটি করে না?
Why does Ali not do the work?
= আলী কেন কাজটি করে না?
How do I do the work?
= আমি কিভাবে কাজটি করি?
How do we do the work?
= আমরা কিভাবে কাজটি করি?
How do you do the work?
= তুমি কিভাবে কাজটি কর?
How do you do the work?
= তোমরা কিভাবে কাজটি কর?
How do they do the work?
= তারা কিভাবে কাজটি করে?
How does he do the work?
= সে কিভাবে কাজটি করে?
How does she do the work?
= সে কিভাবে কাজটি করে?
How does Ali do the work?
= আলী কিভাবে কাজটি করে?
How do I not do the work?
= আমি কিভাবে কাজটি করি না?
How do we not do the work?
= আমরা কিভাবে কাজটি করি না?
How do you not do the work?
= তুমি কিভাবে কাজটি কর না?
How do you not do the work?
= তোমরা কিভাবে কাজটি কর না?
How do they not do the work?
= তারা কিভাবে কাজটি করে না?
How does he not do the work?
= সে কিভাবে কাজটি করে না?
How does she not do the work?
= সে কিভাবে কাজটি করে না?
How does Ali not do the work?
= আলী কিভাবে কাজটি করে না?
With whom do I do the work?
= আমি কার সাথে কাজটি করি?
With whom do we do the work?
= আমরা কার সাথে কাজটি করি?
With whom do you do the work?
= তুমি কার সাথে কাজটি কর?
With whom do you do the work?
= তোমরা কার সাথে কাজটি কর?
With whom do they do the work?
= তারা কার সাথে কাজটি করে?
With whom does he do the work?
= সে কার সাথে কাজটি করে?
With whom does she do the work?
= সে কার সাথে কাজটি করে?
With whom does Ali do the work?
= আলী কার সাথে কাজটি করে?
With whom do I not do the work?
= আমি কার সাথে কাজটি করি না?
With whom do we not do the work?
= আমরা কার সাথে কাজটি করি না?
With whom do you not do the work?
= তুমি কার সাথে কাজটি কর না?
With whom do you not do the work?
= তোমরা কার সাথে কাজটি কর না?
With whom do they not do the work?
= তারা কার সাথে কাজটি করে না?
With whom does he not do the work?
= সে কার সাথে কাজটি করে না?
With whom does she not do the work?
= সে কার সাথে কাজটি করে না?
With whom does Ali not do the work?
= আলী কার সাথে কাজটি করে না?
What do I do?
= আমি কী করি?
What do we do?
= আমরা কী করি?
What do you do?
= তুমি কী কর?
What do you do?
= তোমরা কী কর?
What do they do?
= তারা কী করে?
What does he do?
= সে কী করে?
What does she do?
= সে কী করে?
What does Ali do?
= আলী কী করে?
Note: do এর স্থলে অন্যান্য Verb গুলো বসিয়ে চর্চা করতে হবে। আপনারা আপনাদের নিজের মতো পরিবর্তন করে চর্চা করবেন। এখন, আপনার চর্চা করার পালা।
Present Continuous Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
Subject + am / is / are + (V1+ing) + Ex
I am doing the work.
= আমি কাজটি করিতেছি।
We are doing the work.
= আমরা কাজটি করিতেছি।
You are doing the work.
= তুমি কাজটি করিতেছ।
You are doing the work.
= তোমরা কাজটি করিতেছ।।
They are doing the work.
= তারা কাজটি করিতেছে।
He is doing the work.
= সে কাজটি করিতেছে।
She is doing the work.
= সে কাজটি করিতেছে।
Ali is doing the work.
= আলী কাজটি করিতেছে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I ain’t doing the work.
= আমি কাজটি করিতেছি না।
We aren’t doing the work.
= আমরা কাজটি করিতেছি না।
You aren’t doing the work.
= তুমি কাজটি করিতেছ না।
You aren’t doing the work.
= তোমরা কাজটি করিতেছ না।
They aren’t doing the work.
= তারা কাজটি করিতেছে না।
He isn’t doing the work.
= সে কাজটি করিতেছে না।
She isn’t doing the work.
= সে কাজটি করিতেছে না।
Ali isn’t doing the work.
= আলী কাজটি করিতেছে না।
Am I doing the work?
= আমি কি কাজটি করিতেছি?
Are we doing the work?
= আমরা কি কাজটি করিতেছি?
Are you doing the work?
= তুমি কি কাজটি করিতেছ?
Are you doing the work?
= তোমরা কি কাজটি করিতেছ?
Are they doing the work?
= তারা কি কাজটি করিতেছে?
Is he doing the work?
= সে কি কাজটি করিতেছে?
Is she doing the work?
= সে কি কাজটি করিতেছে?
Is Ali doing the work?
= আলী কি কাজটি করিতেছে?
Am I not doing the work?
= আমি কি কাজটি করিতেছি না?
Are we not doing the work?
= আমরা কি কাজটি করিতেছি না?
Are you not doing the work?
= তুমি কি কাজটি করিতেছ না?
Are you not doing the work?
= তোমরা কি কাজটি করিতেছ না?
Are they not doing the work?
= তারা কি কাজটি করিতেছে না?
Is he not doing the work?
= সে কি কাজটি করিতেছে না?
Is she not doing the work?
= সে কি কাজটি করিতেছে না?
Is Ali not doing the work?
= আলী কি কাজটি করিতেছে না?
When am I doing the work?
= আমি কখন কাজটি করিতেছি?
When are we doing the work?
= আমরা কখন কাজটি করিতেছি?
When are you doing the work?
= তুমি কখন কাজটি করিতেছ?
When are you doing the work?
= তোমরা কখন কাজটি করিতেছ?
When are they doing the work?
= তারা কখন কাজটি করিতেছে?
When is he doing the work?
= সে কখন কাজটি করিতেছে?
When is she doing the work?
= সে কখন কাজটি করিতেছে?
When is Ali doing the work?
= আলী কখন কাজটি করিতেছে?
When am I not doing the work?
= আমি কখন কাজটি করিতেছি না?
When are we not doing the work?
= আমরা কখন কাজটি করিতেছি না?
When are you not doing the work?
= তুমি কখন কাজটি করিতেছ না?
When are you not doing the work?
= তোমরা কখন কাজটি করিতেছ না?
When are they not doing the work?
= তারা কখন কাজটি করিতেছে না?
When is he not doing the work?
= সে কখন কাজটি করিতেছে না?
When is she not doing the work?
= সে কখন কাজটি করিতেছে না?
When is Ali not doing the work?
= আলী কখন কাজটি করিতেছে না?
Where am I doing the work?
= আমি কোথায় কাজটি করিতেছি?
Where are we doing the work?
= আমরা কোথায় কাজটি করিতেছি?
Where are you doing the work?
= তুমি কোথায় কাজটি করিতেছ?
Where are you doing the work?
= তোমরা কোথায় কাজটি করিতেছ?
Where are they doing the work?
= তারা কোথায় কাজটি করিতেছে?
Where is he doing the work?
= সে কোথায় কাজটি করিতেছে?
Where is she doing the work?
= সে কোথায় কাজটি করিতেছে?
Where is Ali doing the work?
= আলী কোথায় কাজটি করিতেছে?
Where am I not doing the work?
= আমি কোথায় কাজটি করিতেছি না?
Where are we not doing the work?
= আমরা কোথায় কাজটি করিতেছি না?
Where are you not doing the work?
= তুমি কোথায় কাজটি করিতেছ না?
Where are you not doing the work?
= তোমরা কোথায় কাজটি করিতেছ না?
Where are they not doing the work?
= তারা কোথায় কাজটি করিতেছে না?
Where is he not doing the work?
= সে কোথায় কাজটি করিতেছে না?
Where is she not doing the work?
= সে কোথায় কাজটি করিতেছে না?
Where is Ali not doing the work?
= আলী কোথায় কাজটি করিতেছে না?
Why am I doing the work?
= আমি কেন কাজটি করিতেছি?
Why are we doing the work?
= আমরা কেন কাজটি করিতেছি?
Why are you doing the work?
= তুমি কেন কাজটি করিতেছ?
Why are you doing the work?
= তোমরা কেন কাজটি করিতেছ?
Why are they doing the work?
= তারা কেন কাজটি করিতেছে?
Why is he doing the work?
= সে কেন কাজটি করিতেছে?
Why is she doing the work?
= সে কেন কাজটি করিতেছে?
Why is Ali doing the work?
= আলী কেন কাজটি করিতেছে?
Why am I not doing the work?
= আমি কেন কাজটি করিতেছি না?
Why are we not doing the work?
= আমরা কেন কাজটি করিতেছি না?
Why are you not doing the work?
= তুমি কেন কাজটি করিতেছ না?
Why are you not doing the work?
= তোমরা কেন কাজটি করিতেছ না?
Why are they not doing the work?
= তারা কেন কাজটি করিতেছে না?
Why is he not doing the work?
= সে কেন কাজটি করিতেছে না?
Why is she not doing the work?
= সে কেন কাজটি করিতেছে না?
Why is Ali not doing the work?
= আলী কেন কাজটি করিতেছে না?
How am I doing the work?
= আমি কিভাবে কাজটি করিতেছি?
How are we doing the work?
= আমরা কিভাবে কাজটি করিতেছি?
How are you doing the work?
= তুমি কিভাবে কাজটি করিতেছ?
How are you doing the work?
= তোমরা কিভাবে কাজটি করিতেছ?
How are they doing the work?
= তারা কিভাবে কাজটি করিতেছে?
How is he doing the work?
= সে কিভাবে কাজটি করিতেছে?
How is she doing the work?
= সে কিভাবে কাজটি করিতেছে?
How is Ali doing the work?
= আলী কিভাবে কাজটি করিতেছে?
How am I not doing the work?
= আমি কিভাবে কাজটি করিতেছি না?
How are we not doing the work?
= আমরা কিভাবে কাজটি করিতেছি না?
How are you not doing the work?
= তুমি কিভাবে কাজটি করিতেছ না?
How are you not doing the work?
= তোমরা কিভাবে কাজটি করিতেছ না?
How are they not doing the work?
= তারা কিভাবে কাজটি করিতেছে না?
How is he not doing the work?
= সে কিভাবে কাজটি করিতেছে না?
How is she not doing the work?
= সে কিভাবে কাজটি করিতেছে না?
How is Ali not doing the work?
= আলী কিভাবে কাজটি করিতেছে না?
With whom am I doing the work?
= আমি কার সাথে কাজটি করিতেছি?
With whom are we doing the work?
= আমরা কার সাথে কাজটি করিতেছি?
With whom are you doing the work?
= তুমি কার সাথে কাজটি করিতেছ?
With whom are you doing the work?
= তোমরা কার সাথে কাজটি করিতেছ?
With whom are they doing the work?
= তারা কার সাথে কাজটি করিতেছে?
With whom is he doing the work?
= সে কার সাথে কাজটি করিতেছে?
With whom is she doing the work?
= সে কার সাথে কাজটি করিতেছে?
With whom is Ali doing the work?
= আলী কার সাথে কাজটি করিতেছে?
With whom am I not doing the work?
= আমি কার সাথে কাজটি করিতেছি না?
With whom are we not doing the work?
= আমরা কার সাথে কাজটি করিতেছি না?
With whom are you not doing the work?
= তুমি কার সাথে কাজটি করিতেছ না?
With whom are you not doing the work?
= তোমরা কার সাথে কাজটি করিতেছ না?
With whom are they not doing the work?
= তারা কার সাথে কাজটি করিতেছে না?
With whom is he not doing the work?
= সে কার সাথে কাজটি করিতেছে না?
With whom is she not doing the work?
= সে কার সাথে কাজটি করিতেছে না?
With whom is Ali not doing the work?
= আলী কার সাথে কাজটি করিতেছে না?
What am I doing?
= আমি কী করিতেছি?
What are we doing?
= আমরা কী করিতেছি?
What are you doing?
= তুমি কী করিতেছ?
What are you doing?
= তোমরা কী করিতেছ?
What are they doing?
= তারা কী করিতেছে?
What is he doing?
= সে কী করিতেছে?
What is she doing?
= সে কী করিতেছে?
What is Ali doing?
= আলী কী করিতেছে?
Present Perfect Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
Subject + have / has + V3 + Ex
I have done the work.
= আমি কাজটি করিয়াছি।
We have done the work.
= আমরা কাজটি করিয়াছি।
You have done the work.
= তুমি কাজটি করিয়াছ।
You have done the work.
= তোমরা কাজটি করিয়াছ।
They have done the work.
= তারা কাজটি করিয়াছে।
He has done the work.
= সে কাজটি করিয়াছে।
She has done the work.
= সে কাজটি করিয়াছে।
Ali has done the work.
= আলী কাজটি করিয়াছে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I haven’t done the work.
= আমি কাজটি করিয়াছি না।
We haven’t done the work.
= আমরা কাজটি করিয়াছি না।
You haven’t done the work.
= তুমি কাজটি করিয়াছ না।
You haven’t done the work.
= তোমরা কাজটি করিয়াছ না।
They haven’t done the work.
= তারা কাজটি করিয়াছে না।
He hasn’t done the work.
= সে কাজটি করিয়াছে না।
She hasn’t done the work.
= সে কাজটি করিয়াছে না।
Ali hasn’t done the work.
= আলী কাজটি করিয়াছে না।
Have I done the work?
= আমি কি কাজটি করিয়াছি?
Have we done the work?
= আমরা কি কাজটি করিয়াছি?
Have you done the work?
= তুমি কি কাজটি করিয়াছ?
Have you done the work?
= তোমরা কি কাজটি করিয়াছ?
Have they done the work?
= তারা কি কাজটি করিয়াছে?
Has he done the work?
= সে কি কাজটি করিয়াছে?
Has she done the work?
= সে কি কাজটি করিয়াছে?
Has Ali done the work?
= আলী কি কাজটি করিয়াছে?
Have I not done the work?
= আমি কি কাজটি করিয়াছি না?
Have we not done the work?
= আমরা কি কাজটি করিয়াছি না?
Have you not done the work?
= তুমি কি কাজটি করিয়াছ না?
Have you not done the work?
= তোমরা কি কাজটি করিয়াছ না?
Have they not done the work?
= তারা কি কাজটি করিয়াছে না?
Has he not done the work?
= সে কি কাজটি করিয়াছে না?
Has she not done the work?
= সে কি কাজটি করিয়াছে না?
Has Ali not done the work?
= আলী কি কাজটি করিয়াছে না?
When have I done the work?
= আমি কখন কাজটি করিয়াছি?
When have we done the work?
= আমরা কখন কাজটি করিয়াছি?
When have you done the work?
= তুমি কখন কাজটি করিয়াছ?
When have you done the work?
= তোমরা কখন কাজটি করিয়াছ?
When have they done the work?
= তারা কখন কাজটি করিয়াছে?
When has he done the work?
= সে কখন কাজটি করিয়াছে?
When has she done the work?
= সে কখন কাজটি করিয়াছে?
When has Ali done the work?
= আলী কখন কাজটি করিয়াছে?
When have I not done the work?
= আমি কখন কাজটি করিয়াছি না?
When have we not done the work?
= আমরা কখন কাজটি করিয়াছি না?
When have you not done the work?
= তুমি কখন কাজটি করিয়াছ না?
When have you not done the work?
= তোমরা কখন কাজটি করিয়াছ না?
When have they not done the work?
= তারা কখন কাজটি করিয়াছে না?
When has he not done the work?
= সে কখন কাজটি করিয়াছে না?
When has she not done the work?
= সে কখন কাজটি করিয়াছে না?
When has Ali not done the work?
= আলী কখন কাজটি করিয়াছে না?
Where have I done the work?
= আমি কোথায় কাজটি করিয়াছি?
Where have we done the work?
= আমরা কোথায় কাজটি করিয়াছি?
Where have you done the work?
= তুমি কোথায় কাজটি করিয়াছ?
Where have you done the work?
= তোমরা কোথায় কাজটি করিয়াছ?
Where have they done the work?
= তারা কোথায় কাজটি করিয়াছে?
Where has he done the work?
= সে কোথায় কাজটি করিয়াছে?
Where has she done the work?
= সে কোথায় কাজটি করিয়াছে?
Where has Ali done the work?
= আলী কোথায় কাজটি করিয়াছে?
Where have I not done the work?
= আমি কোথায় কাজটি করিয়াছি না?
Where have we not done the work?
= আমরা কোথায় কাজটি করিয়াছি না?
Where have you not done the work?
= তুমি কোথায় কাজটি করিয়াছ না?
Where have you not done the work?
= তোমরা কোথায় কাজটি করিয়াছ না?
Where have they not done the work?
= তারা কোথায় কাজটি করিয়াছে না?
Where has he not done the work?
= সে কোথায় কাজটি করিয়াছে না?
Where has she not done the work?
= সে কোথায় কাজটি করিয়াছে না?
Where has Ali not done the work?
= আলী কোথায় কাজটি করিয়াছে না?
Why have I done the work?
= আমি কেন কাজটি করিয়াছি?
Why have we done the work?
= আমরা কেন কাজটি করিয়াছি?
Why have you done the work?
= তুমি কেন কাজটি করিয়াছ?
Why have you done the work?
= তোমরা কেন কাজটি করিয়াছ?
Why have they done the work?
= তারা কেন কাজটি করিয়াছে?
Why has he done the work?
= সে কেন কাজটি করিয়াছে?
Why has she done the work?
= সে কেন কাজটি করিয়াছে?
Why has Ali done the work?
= আলী কেন কাজটি করিয়াছে?
Why have I not done the work?
= আমি কেন কাজটি করিয়াছি না?
Why have we not done the work?
= আমরা কেন কাজটি করিয়াছি না?
Why have you not done the work?
= তুমি কেন কাজটি করিয়াছ না?
Why have you not done the work?
= তোমরা কেন কাজটি করিয়াছ না?
Why have they not done the work?
= তারা কেন কাজটি করিয়াছে না?
Why has he not done the work?
= সে কেন কাজটি করিয়াছে না?
Why has she not done the work?
= সে কেন কাজটি করিয়াছে না?
Why has Ali not done the work?
= আলী কেন কাজটি করিয়াছে না?
How have I done the work?
= আমি কিভাবে কাজটি করিয়াছি?
How have we done the work?
= আমরা কিভাবে কাজটি করিয়াছি?
How have you done the work?
= তুমি কিভাবে কাজটি করিয়াছ?
How have you done the work?
= তোমরা কিভাবে কাজটি করিয়াছ?
How have they done the work?
= তারা কিভাবে কাজটি করিয়াছে?
How has he done the work?
= সে কিভাবে কাজটি করিয়াছে?
How has she done the work?
= সে কিভাবে কাজটি করিয়াছে?
How has Ali done the work?
= আলী কিভাবে কাজটি করিয়াছে?
How have I not done the work?
= আমি কিভাবে কাজটি করিয়াছি না?
How have we not done the work?
= আমরা কিভাবে কাজটি করিয়াছি না?
How have you not done the work?
= তুমি কিভাবে কাজটি করিয়াছ না?
How have you not done the work?
= তোমরা কিভাবে কাজটি করিয়াছ না?
How have they not done the work?
= তারা কিভাবে কাজটি করিয়াছে না?
How has he not done the work?
= সে কিভাবে কাজটি করিয়াছে না?
How has she not done the work?
= সে কিভাবে কাজটি করিয়াছে না?
How has Ali not done the work?
= আলী কিভাবে কাজটি করিয়াছে না?
With whom have I done the work?
= আমি কার সাথে কাজটি করিয়াছি?
With whom have we done the work?
= আমরা কার সাথে কাজটি করিয়াছি?
With whom have you done the work?
= তুমি কার সাথে কাজটি করিয়াছ?
With whom have you done the work?
= তোমরা কার সাথে কাজটি করিয়াছ?
With whom have they done the work?
= তারা কার সাথে কাজটি করিয়াছে?
With whom has he done the work?
= সে কার সাথে কাজটি করিয়াছে?
With whom has she done the work?
= সে কার সাথে কাজটি করিয়াছে?
With whom has Ali done the work?
= আলী কার সাথে কাজটি করিয়াছে?
With whom have I not done the work?
= আমি কার সাথে কাজটি করিয়াছি না?
With whom have we not done the work?
= আমরা কার সাথে কাজটি করিয়াছি না?
With whom have you not done the work?
= তুমি কার সাথে কাজটি করিয়াছ না?
With whom have you not done the work?
= তোমরা কার সাথে কাজটি করিয়াছ না?
With whom have they not done the work?
= তারা কার সাথে কাজটি করিয়াছে না?
With whom has he not done the work?
= সে কার সাথে কাজটি করিয়াছে না?
With whom has she not done the work?
= সে কার সাথে কাজটি করিয়াছে না?
With whom has Ali not done the work?
= আলী কার সাথে কাজটি করিয়াছে না?
What have I done?
= আমি কী করিয়াছি?
What have we done?
= আমরা কী করিয়াছি?
What have you done?
= তুমি কী করিয়াছ?
What have you done?
= তোমরা কী করিয়াছ?
What have they done?
= তারা কী করিয়াছে?
What has he done?
= সে কী করিয়াছে?
What has she done?
= সে কী করিয়াছে?
What has Ali done?
= আলী কী করিয়াছে?
Present Perfect Continuous Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
Subject + have been / has been + (V1+ing) + Ex
I have been doing the work for a month.
= আমি একমাস ধরে কাজটি করিতেছি।
We have been doing the work for a month.
= আমরা একমাস ধরে কাজটি করিতেছি।
You have been doing the work for a month.
= তুমি একমাস ধরে কাজটি করিতেছ।
You have been doing the work for a month.
= তোমরা একমাস ধরে কাজটি করিতেছ।।
They have been doing the work for a month.
= তারা একমাস ধরে কাজটি করিতেছে।
He has been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতেছে।
She has been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতেছে।
Ali has been doing the work for a month.
= আলী একমাস ধরে কাজটি করিতেছে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I haven’t been doing the work for a month.
= আমি একমাস ধরে কাজটি করিতেছি না।
We haven’t been doing the work for a month.
= আমরা একমাস ধরে কাজটি করিতেছি না।
You haven’t been doing the work for a month.
= তুমি একমাস ধরে কাজটি করিতেছ না।
You haven’t been doing the work for a month.
= তোমরা একমাস ধরে কাজটি করিতেছ না।
They haven’t been doing the work for a month.
= তারা একমাস ধরে কাজটি করিতেছে না।
He hasn’t been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতেছে না।
She hasn’t been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতেছে না।
Ali hasn’t been doing the work for a month.
= আলী একমাস ধরে কাজটি করিতেছে না।
Have I been doing the work for a month?
= আমি কি একমাস ধরে কাজটি করিতেছি?
Have we been doing the work for a month?
= আমরা কি একমাস ধরে কাজটি করিতেছি?
Have you been doing the work for a month?
= তুমি কি একমাস ধরে কাজটি করিতেছ?
Have you been doing the work for a month?
= তোমরা কি একমাস ধরে কাজটি করিতেছ?
Have they been doing the work for a month?
= তারা কি একমাস ধরে কাজটি করিতেছে?
Has he been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতেছে?
Has she been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতেছে?
Has Ali been doing the work for a month?
= আলী কি একমাস ধরে কাজটি করিতেছে?
Have I not been doing the work for a month?
= আমি কি একমাস ধরে কাজটি করিতেছি না?
Have we not been doing the work for a month?
= আমরা কি একমাস ধরে কাজটি করিতেছি না?
Have you not been doing the work for a month?
= তুমি কি একমাস ধরে কাজটি করিতেছ না?
Have you not been doing the work for a month?
= তোমরা কি একমাস ধরে কাজটি করিতেছ না?
Have they not been doing the work for a month?
= তারা কি একমাস ধরে কাজটি করিতেছে না?
Has he not been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতেছে না?
Has she not been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতেছে না?
Has Ali not been doing the work for a month?
= আলী কি একমাস ধরে কাজটি করিতেছে না?
When have I been doing the work for a month?
= আমি কখন একমাস ধরে কাজটি করিতেছি?
When have we been doing the work for a month?
= আমরা কখন একমাস ধরে কাজটি করিতেছি?
When have you been doing the work for a month?
= তুমি কখন একমাস ধরে কাজটি করিতেছ?
When have you been doing the work for a month?
= তোমরা কখন একমাস ধরে কাজটি করিতেছ?
When have they been doing the work for a month?
= তারা কখন একমাস ধরে কাজটি করিতেছে?
When has he been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতেছে?
When has she been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতেছে?
When has Ali been doing the work for a month?
= আলী কখন একমাস ধরে কাজটি করিতেছে?
When have I not been doing the work for a month?
= আমি কখন একমাস ধরে কাজটি করিতেছি না?
When have we not been doing the work for a month?
= আমরা কখন একমাস ধরে কাজটি করিতেছি না?
When have you not been doing the work for a month?
= তুমি কখন একমাস ধরে কাজটি করিতেছ না?
When have you not been doing the work for a month?
= তোমরা কখন একমাস ধরে কাজটি করিতেছ না?
When have they not been doing the work for a month?
= তারা কখন একমাস ধরে কাজটি করিতেছে না?
When has he not been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতেছে না?
When has she not been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতেছে না?
When has Ali not been doing the work for a month?
= আলী কখন একমাস ধরে কাজটি করিতেছে না?
Where have I been doing the work for a month?
= আমি কোথায় একমাস ধরে কাজটি করিতেছি?
Where have we been doing the work for a month?
= আমরা কোথায় একমাস ধরে কাজটি করিতেছি?
Where have you been doing the work for a month?
= তুমি কোথায় একমাস ধরে কাজটি করিতেছ?
Where have you been doing the work for a month?
= তোমরা কোথায় একমাস ধরে কাজটি করিতেছ?
Where have they been doing the work for a month?
= তারা কোথায় একমাস ধরে কাজটি করিতেছে?
Where has he been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতেছে?
Where has she been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতেছে?
Where has Ali been doing the work for a month?
= আলী কোথায় একমাস ধরে কাজটি করিতেছে?
Where have I not been doing the work for a month?
= আমি কোথায় একমাস ধরে কাজটি করিতেছি না?
Where have we not been doing the work for a month?
= আমরা কোথায় একমাস ধরে কাজটি করিতেছি না?
Where have you not been doing the work for a month?
= তুমি কোথায় একমাস ধরে কাজটি করিতেছ না?
Where have you not been doing the work for a month?
= তোমরা কোথায় একমাস ধরে কাজটি করিতেছ না?
Where have they not been doing the work for a month?
= তারা কোথায় একমাস ধরে কাজটি করিতেছে না?
Where has he not been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতেছে না?
Where has she not been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতেছে না?
Where has Ali not been doing the work for a month?
= আলী কোথায় একমাস ধরে কাজটি করিতেছে না?
Why have I been doing the work for a month?
= আমি কেন একমাস ধরে কাজটি করিতেছি?
Why have we been doing the work for a month?
= আমরা কেন একমাস ধরে কাজটি করিতেছি?
Why have you been doing the work for a month?
= তুমি কেন একমাস ধরে কাজটি করিতেছ?
Why have you been doing the work for a month?
= তোমরা কেন একমাস ধরে কাজটি করিতেছ?
Why have they been doing the work for a month?
= তারা কেন একমাস ধরে কাজটি করিতেছে?
Why has he been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতেছে?
Why has she been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতেছে?
Why has Ali been doing the work for a month?
= আলী কেন একমাস ধরে কাজটি করিতেছে?
Why have I not been doing the work for a month?
= আমি কেন একমাস ধরে কাজটি করিতেছি না?
Why have we not been doing the work for a month?
= আমরা কেন একমাস ধরে কাজটি করিতেছি না?
Why have you not been doing the work for a month?
= তুমি কেন একমাস ধরে কাজটি করিতেছ না?
Why have you not been doing the work for a month?
= তোমরা কেন একমাস ধরে কাজটি করিতেছ না?
Why have they not been doing the work for a month?
= তারা কেন একমাস ধরে কাজটি করিতেছে না?
Why has he not been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতেছে না?
Why has she not been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতেছে না?
Why has Ali not been doing the work for a month?
= আলী কেন একমাস ধরে কাজটি করিতেছে না?
How have I been doing the work for a month?
= আমি কিভাবে একমাস ধরে কাজটি করিতেছি?
How have we been doing the work for a month?
= আমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছি?
How have you been doing the work for a month?
= তুমি কিভাবে একমাস ধরে কাজটি করিতেছ?
How have you been doing the work for a month?
= তোমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছ?
How have they been doing the work for a month?
= তারা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছে?
How has he been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতেছে?
How has she been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতেছে?
How has Ali been doing the work for a month?
= আলী কিভাবে একমাস ধরে কাজটি করিতেছে?
How have I not been doing the work for a month?
= আমি কিভাবে একমাস ধরে কাজটি করিতেছি না?
How have we not been doing the work for a month?
= আমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছি না?
How have you not been doing the work for a month?
= তুমি কিভাবে একমাস ধরে কাজটি করিতেছ না?
How have you not been doing the work for a month?
= তোমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছ না?
How have they not been doing the work for a month?
= তারা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছে না?
How has he not been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতেছে না?
How has she not been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতেছে না?
How has Ali not been doing the work for a month?
= আলী কিভাবে একমাস ধরে কাজটি করিতেছে না?
With whom have I been doing the work for a month?
= আমি কার সাথে একমাস ধরে কাজটি করিতেছি?
With whom have we been doing the work for a month?
= আমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছি?
With whom have you been doing the work for a month?
= তুমি কার সাথে একমাস ধরে কাজটি করিতেছ?
With whom have you been doing the work for a month?
= তোমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছ?
With whom have they been doing the work for a month?
= তারা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছে?
With whom has he been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতেছে?
With whom has she been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতেছে?
With whom has Ali been doing the work for a month?
= আলী কার সাথে একমাস ধরে কাজটি করিতেছে?
With whom have I not been doing the work for a month?
= আমি কার সাথে একমাস ধরে কাজটি করিতেছি না?
With whom have we not been doing the work for a month?
= আমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছি না?
With whom have you not been doing the work for a month?
= তুমি কার সাথে একমাস ধরে কাজটি করিতেছ না?
With whom have you not been doing the work for a month?
= তোমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছ না?
With whom have they not been doing the work for a month?
= তারা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছে না?
With whom has he not been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতেছে না?
With whom has she not been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতেছে না?
With whom has Ali not been doing the work for a month?
= আলী কার সাথে একমাস ধরে কাজটি করিতেছে না?
What have I been doing for a month?
= আমি কী একমাস ধরে করিতেছি?
What have we been doing for a month?
= আমরা কী একমাস ধরে করিতেছি?
What have you been doing for a month?
= তুমি কী একমাস ধরে করিতেছ?
What have you been doing for a month?
= তোমরা কী একমাস ধরে করিতেছ?
What have they been doing for a month?
= তারা কী একমাস ধরে করিতেছে?
What has he been doing for a month?
= সে কী একমাস ধরে করিতেছে?
What has she been doing for a month?
= সে কী একমাস ধরে করিতেছে?
What has Ali been doing for a month?
= আলী কী একমাস ধরে করিতেছে?
Past Indefinite Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
Subject + Verb (V2) + Ex
I did the work.
= আমি কাজটি করেছিলাম।
We did the work.
= আমরা কাজটি করেছিলাম।
You did the work.
= তুমি কাজটি করেছিলে।
You did the work.
= তোমরা কাজটি করেছিলে।
They did the work.
= তারা কাজটি করেছিল।
He did the work.
= সে কাজটি করেছিল।
She did the work.
= সে কাজটি করেছিল।
Ali did the work.
= আলী কাজটি করেছিল।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I didn’t do the work.
= আমি কাজটি করেছিলাম না।
We didn’t do the work.
= আমরা কাজটি করেছিলাম না।
You didn’t do the work.
= তুমি কাজটি করেছিলে না।
You didn’t do the work.
= তোমরা কাজটি করেছিলে না।
They didn’t do the work.
= তারা কাজটি করেছিল না।
He didn’t do the work.
= সে কাজটি করেছিল না।
She didn’t do the work.
= সে কাজটি করেছিল না।
Ali didn’t do the work.
= আলী কাজটি করেছিল না।
Did I do the work?
= আমি কি কাজটি করেছিলাম?
Did we do the work?
= আমরা কি কাজটি করেছিলাম?
Did you do the work?
= তুমি কি কাজটি করেছিলে?
Did you do the work?
= তোমরা কি কাজটি করেছিলে?
Did they do the work?
= তারা কি কাজটি করেছিল?
Did he do the work?
= সে কি কাজটি করেছিল?
Did she do the work?
= সে কি কাজটি করেছিল
Did Ali do the work?
= আলী কি কাজটি করেছিল?
Did I not do the work?
= আমি কি কাজটি করেছিলাম না?
Did we not do the work?
= আমরা কি কাজটি করেছিলাম না?
Did you not do the work?
= তুমি কি কাজটি করেছিলে না?
Did you not do the work?
= তোমরা কি কাজটি করেছিলে না?
Did they not do the work?
= তারা কি কাজটি করেছিল না?
Did he not do the work?
= সে কি কাজটি করেছিল না?
Did she not do the work?
= সে কি কাজটি করেছিল না?
Did Ali not do the work?
= আলী কি কাজটি করেছিল না?
When did I do the work?
= আমি কখন কাজটি করেছিলাম?
When did we do the work?
= আমরা কখন কাজটি করেছিলাম?
When did you do the work?
= তুমি কখন কাজটি করেছিলে?
When did you do the work?
= তোমরা কখন কাজটি করেছিলে?
When did they do the work?
= তারা কখন কাজটি করেছিল?
When did he do the work?
= সে কখন কাজটি করেছিল?
When did she do the work?
= সে কখন কাজটি করেছিল?
When did Ali do the work?
= আলী কখন কাজটি করেছিল?
When did I not do the work?
= আমি কখন কাজটি করেছিলাম না?
When did we not do the work?
= আমরা কখন কাজটি করেছিলাম না?
When did you not do the work?
= তুমি কখন কাজটি করেছিলে না?
When did you not do the work?
= তোমরা কখন কাজটি করেছিলে না?
When did they not do the work?
= তারা কখন কাজটি করেছিল না?
When did he not do the work?
= সে কখন কাজটি করেছিল না?
When did she not do the work?
= সে কখন কাজটি করেছিল না?
When did Ali not do the work?
= আলী কখন কাজটি করেছিল না?
Where did I do the work?
= আমি কোথায় কাজটি করেছিলাম?
Where did we do the work?
= আমরা কোথায় কাজটি করেছিলাম?
Where did you do the work?
= তুমি কোথায় কাজটি করেছিলে?
Where did you do the work?
= তোমরা কোথায় কাজটি করেছিলে?
Where did they do the work?
= তারা কোথায় কাজটি করেছিল?
Where did he do the work?
= সে কোথায় কাজটি করেছিল?
Where did she do the work?
= সে কোথায় কাজটি করেছিল?
Where did Ali do the work?
= আলী কোথায় কাজটি করেছিল?
Where did I not do the work?
= আমি কোথায় কাজটি করেছিলাম না?
Where did we not do the work?
= আমরা কোথায় কাজটি করেছিলাম না?
Where did you not do the work?
= তুমি কোথায় কাজটি করেছিলে না?
Where did you not do the work?
= তোমরা কোথায় কাজটি করেছিলে না?
Where did they not do the work?
= তারা কোথায় কাজটি করেছিল না?
Where did he not do the work?
= সে কোথায় কাজটি করেছিল না?
Where did she not do the work?
= সে কোথায় কাজটি করেছিল না?
Where did Ali not do the work?
= আলী কোথায় কাজটি করেছিল না?
Why did I do the work?
= আমি কেন কাজটি করেছিলাম?
Why did we do the work?
= আমরা কেন কাজটি করেছিলাম?
Why did you do the work?
= তুমি কেন কাজটি করেছিলে?
Why did you do the work?
= তোমরা কেন কাজটি করেছিলে?
Why did they do the work?
= তারা কেন কাজটি করেছিল?
Why did he do the work?
= সে কেন কাজটি করেছিল?
Why did she do the work?
= সে কেন কাজটি করেছিল?
Why did Ali do the work?
= আলী কেন কাজটি করেছিল?
Why did I not do the work?
= আমি কেন কাজটি করেছিলাম না?
Why did we not do the work?
= আমরা কেন কাজটি করেছিলাম না?
Why did you not do the work?
= তুমি কেন কাজটি করেছিলে না?
Why did you not do the work?
= তোমরা কেন কাজটি করেছিলে না?
Why did they not do the work?
= তারা কেন কাজটি করেছিল না?
Why did he not do the work?
= সে কেন কাজটি করেছিল না?
Why did she not do the work?
= সে কেন কাজটি করেছিল না?
Why did Ali not do the work?
= আলী কেন কাজটি করেছিল না?
How did I do the work?
= আমি কিভাবে কাজটি করেছিলাম?
How did we do the work?
= আমরা কিভাবে কাজটি করেছিলাম?
How did you do the work?
= তুমি কিভাবে কাজটি করেছিলে?
How did you do the work?
= তোমরা কিভাবে কাজটি করেছিলে?
How did they do the work?
= তারা কিভাবে কাজটি করেছিল?
How did he do the work?
= সে কিভাবে কাজটি করেছিল?
How did she do the work?
= সে কিভাবে কাজটি করেছিল?
How did Ali do the work?
= আলী কিভাবে কাজটি করেছিল?
How did I not do the work?
= আমি কিভাবে কাজটি করেছিলাম না?
How did we not do the work?
= আমরা কিভাবে কাজটি করেছিলাম না?
How did you not do the work?
= তুমি কিভাবে কাজটি করেছিলে না?
How did you not do the work?
= তোমরা কিভাবে কাজটি করেছিলে না?
How did they not do the work?
= তারা কিভাবে কাজটি করেছিল না?
How did he not do the work?
= সে কিভাবে কাজটি করেছিল না?
How did she not do the work?
= সে কিভাবে কাজটি করেছিল না?
How did Ali not do the work?
= আলী কিভাবে কাজটি করেছিল না?
With whom did I do the work?
= আমি কার সাথে কাজটি করেছিলাম?
With whom did we do the work?
= আমরা কার সাথে কাজটি করেছিলাম?
With whom did you do the work?
= তুমি কার সাথে কাজটি করেছিলে?
With whom did you do the work?
= তোমরা কার সাথে কাজটি করেছিলে?
With whom did they do the work?
= তারা কার সাথে কাজটি করেছিল?
With whom did he do the work?
= সে কার সাথে কাজটি করেছিল?
With whom did she do the work?
= সে কার সাথে কাজটি করেছিল?
With whom did Ali do the work?
= আলী কার সাথে কাজটি করেছিল?
With whom did I not do the work?
= আমি কার সাথে কাজটি করেছিলাম না?
With whom did we not do the work?
= আমরা কার সাথে কাজটি করেছিলাম না?
With whom did you not do the work?
= তুমি কার সাথে কাজটি করেছিলে না?
With whom did you not do the work?
= তোমরা কার সাথে কাজটি করেছিলে না?
With whom did they not do the work?
= তারা কার সাথে কাজটি করেছিল না?
With whom did he not do the work?
= সে কার সাথে কাজটি করেছিল না?
With whom did she not do the work?
= সে কার সাথে কাজটি করেছিল না?
With whom did Ali not do the work?
= আলী কার সাথে কাজটি করেছিল না?
What did I do?
= আমি কী করেছিলাম?
What did we do?
= আমরা কী করেছিলাম?
What did you do?
= তুমি কী করেছিলে?
What did you do?
= তোমরা কী করেছিলে?
What did they do?
= তারা কী করেছিল?
What did he do?
= সে কী করেছিল?
What did she do?
= সে কী করেছিল?
What did Ali do?
= আলী কী করেছিল?
Past Continuous Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
Subject + was / were + (V1+ing) + Ex
I was doing the work.
= আমি কাজটি করিতেছিলাম।
We were doing the work.
= আমরা কাজটি করিতেছিলাম।
You were doing the work.
= তুমি কাজটি করিতেছিলে।
You were doing the work.
= তোমরা কাজটি করিতেছিলে।
They were doing the work.
= তারা কাজটি করিতেছিল।
He was doing the work.
= সে কাজটি করিতেছিল।
She was doing the work.
= সে কাজটি করিতেছিল।
Ali was doing the work.
= আলী কাজটি করিতেছিল।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I wasn’t doing the work.
= আমি কাজটি করিতেছিলাম না।
We weren’t doing the work.
= আমরা কাজটি করিতেছিলাম না।
You weren’t doing the work.
= তুমি কাজটি করিতেছিলে না।
You weren’t doing the work.
= তোমরা কাজটি করিতেছিলে না।
They weren’t doing the work.
= তারা কাজটি করিতেছিল না।
He wasn’t doing the work.
= সে কাজটি করিতেছিল না।
She wasn’t doing the work.
= সে কাজটি করিতেছিল না।
Ali wasn’t doing the work.
= আলী কাজটি করিতেছিল না।
Was I doing the work?
= আমি কি কাজটি করিতেছিলাম?
Were we doing the work?
= আমরা কি কাজটি করিতেছিলাম?
Were you doing the work?
= তুমি কি কাজটি করিতেছিলে?
Were you doing the work?
= তোমরা কি কাজটি করিতেছিলে?
Were they doing the work?
= তারা কি কাজটি করিতেছিল?
Was he doing the work?
= সে কি কাজটি করিতেছিল?
Was she doing the work?
= সে কি কাজটি করিতেছিল?
Was Ali doing the work?
= আলী কি কাজটি করিতেছিল?
Was I not doing the work?
= আমি কি কাজটি করিতেছিলাম না?
Were we not doing the work?
= আমরা কি কাজটি করিতেছিলাম না?
Were you not doing the work?
= তুমি কি কাজটি করিতেছিলে না?
Were you not doing the work?
= তোমরা কি কাজটি করিতেছিলে না?
Were they not doing the work?
= তারা কি কাজটি করিতেছিল না?
Was he not doing the work?
= সে কি কাজটি করিতেছিল না?
Was she not doing the work?
= সে কি কাজটি করিতেছিল না?
Was Ali not doing the work?
= আলী কি কাজটি করিতেছিল না?
When was I doing the work?
= আমি কখন কাজটি করিতেছিলাম?
When were we doing the work?
= আমরা কখন কাজটি করিতেছিলাম?
When were you doing the work?
= তুমি কখন কাজটি করিতেছিলে?
When were you doing the work?
= তোমরা কখন কাজটি করিতেছিলে?
When were they doing the work?
= তারা কখন কাজটি করিতেছিল?
When was he doing the work?
= সে কখন কাজটি করিতেছিল?
When was she doing the work?
= সে কখন কাজটি করিতেছিল?
When was Ali doing the work?
= আলী কখন কাজটি করিতেছিল?
When was I not doing the work?
= আমি কখন কাজটি করিতেছিলাম না?
When were we not doing the work?
= আমরা কখন কাজটি করিতেছিলাম না?
When were you not doing the work?
= তুমি কখন কাজটি করিতেছিলে না?
When were you not doing the work?
= তোমরা কখন কাজটি করিতেছিলে না?
When were they not doing the work?
= তারা কখন কাজটি করিতেছিল না?
When was he not doing the work?
= সে কখন কাজটি করিতেছিল না?
When was she not doing the work?
= সে কখন কাজটি করিতেছিল না?
When was Ali not doing the work?
= আলী কখন কাজটি করিতেছিল না?
Where was I doing the work?
= আমি কোথায় কাজটি করিতেছিলাম?
Where were we doing the work?
= আমরা কোথায় কাজটি করিতেছিলাম?
Where were you doing the work?
= তুমি কোথায় কাজটি করিতেছিলে?
Where were you doing the work?
= তোমরা কোথায় কাজটি করিতেছিলে?
Where were they doing the work?
= তারা কোথায় কাজটি করিতেছিল?
Where was he doing the work?
= সে কোথায় কাজটি করিতেছিল?
Where was she doing the work?
= সে কোথায় কাজটি করিতেছিল?
Where was Ali doing the work?
= আলী কোথায় কাজটি করিতেছিল?
Where was I not doing the work?
= আমি কোথায় কাজটি করিতেছিলাম না?
Where were we not doing the work?
= আমরা কোথায় কাজটি করিতেছিলাম না?
Where were you not doing the work?
= তুমি কোথায় কাজটি করিতেছিলে না?
Where were you not doing the work?
= তোমরা কোথায় কাজটি করিতেছিলে না?
Where were they not doing the work?
= তারা কোথায় কাজটি করিতেছিল না?
Where was he not doing the work?
= সে কোথায় কাজটি করিতেছিল না?
Where was she not doing the work?
= সে কোথায় কাজটি করিতেছিল না?
Where was Ali not doing the work?
= আলী কোথায় কাজটি করিতেছিল না?
Why was I doing the work?
= আমি কেন কাজটি করিতেছিলাম?
Why were we doing the work?
= আমরা কেন কাজটি করিতেছিলাম?
Why were you doing the work?
= তুমি কেন কাজটি করিতেছিলে?
Why were you doing the work?
= তোমরা কেন কাজটি করিতেছিলে?
Why were they doing the work?
= তারা কেন কাজটি করিতেছিল?
Why was he doing the work?
= সে কেন কাজটি করিতেছিল?
Why was she doing the work?
= সে কেন কাজটি করিতেছিল?
Why was Ali doing the work?
= আলী কেন কাজটি করিতেছিল?
Why was I not doing the work?
= আমি কেন কাজটি করিতেছিলাম না?
Why were we not doing the work?
= আমরা কেন কাজটি করিতেছিলাম না?
Why were you not doing the work?
= তুমি কেন কাজটি করিতেছিলে না?
Why were you not doing the work?
= তোমরা কেন কাজটি করিতেছিলে না?
Why were they not doing the work?
= তারা কেন কাজটি করিতেছিল না?
Why was he not doing the work?
= সে কেন কাজটি করিতেছিল না?
Why was she not doing the work?
= সে কেন কাজটি করিতেছিল না?
Why was Ali not doing the work?
= আলী কেন কাজটি করিতেছিল না?
How was I doing the work?
= আমি কিভাবে কাজটি করিতেছিলাম?
How were we doing the work?
= আমরা কিভাবে কাজটি করিতেছিলাম?
How were you doing the work?
= তুমি কিভাবে কাজটি করিতেছিলে?
How were you doing the work?
= তোমরা কিভাবে কাজটি করিতেছিলে?
How were they doing the work?
= তারা কিভাবে কাজটি করিতেছিল?
How was he doing the work?
= সে কিভাবে কাজটি করিতেছিল?
How was she doing the work?
= সে কিভাবে কাজটি করিতেছিল?
How was Ali doing the work?
= আলী কিভাবে কাজটি করিতেছিল?
How was I not doing the work?
= আমি কিভাবে কাজটি করিতেছিলাম না?
How were we not doing the work?
= আমরা কিভাবে কাজটি করিতেছিলাম না?
How were you not doing the work?
= তুমি কিভাবে কাজটি করিতেছিলে না?
How were you not doing the work?
= তোমরা কিভাবে কাজটি করিতেছিলে না?
How were they not doing the work?
= তারা কিভাবে কাজটি করিতেছিল না?
How was he not doing the work?
= সে কিভাবে কাজটি করিতেছিল না?
How was she not doing the work?
= সে কিভাবে কাজটি করিতেছিল না?
How was Ali not doing the work?
= আলী কিভাবে কাজটি করিতেছিল না?
With whom was I doing the work?
= আমি কার সাথে কাজটি করিতেছিলাম?
With whom were we doing the work?
= আমরা কার সাথে কাজটি করিতেছিলাম?
With whom were you doing the work?
= তুমি কার সাথে কাজটি করিতেছিলে?
With whom were you doing the work?
= তোমরা কার সাথে কাজটি করিতেছিলে?
With whom were they doing the work?
= তারা কার সাথে কাজটি করিতেছিল?
With whom was he doing the work?
= সে কার সাথে কাজটি করিতেছিল?
With whom was she doing the work?
= সে কার সাথে কাজটি করিতেছিল?
With whom was Ali doing the work?
= আলী কার সাথে কাজটি করিতেছিল?
With whom was I not doing the work?
= আমি কার সাথে কাজটি করিতেছিলাম না?
With whom were we not doing the work?
= আমরা কার সাথে কাজটি করিতেছিলাম না?
With whom were you not doing the work?
= তুমি কার সাথে কাজটি করিতেছিলে না?
With whom were you not doing the work?
= তোমরা কার সাথে কাজটি করিতেছিলে না?
With whom were they not doing the work?
= তারা কার সাথে কাজটি করিতেছিল না?
With whom was he not doing the work?
= সে কার সাথে কাজটি করিতেছিল না?
With whom was she not doing the work?
= সে কার সাথে কাজটি করিতেছিল না?
With whom was Ali not doing the work?
= আলী কার সাথে কাজটি করিতেছিল না?
What was I doing?
= আমি কী করিতেছিলাম?
What were we doing?
= আমরা কী করিতেছিলাম?
What were you doing?
= তুমি কী করিতেছিলে?
What were you doing?
= তোমরা কী করিতেছিলে?
What were they doing?
= তারা কী করিতেছিল?
What was he doing?
= সে কী করিতেছিল?
What was she doing?
= সে কী করিতেছিল?
What was Ali doing?
= আলী কী করিতেছিল?
Past Perfect Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
Subject + had + V3 + Ex
I had done the work.
= আমি কাজটি করিয়াছিলাম।
We had done the work.
= আমরা কাজটি করিয়াছিলাম।
You had done the work.
= তুমি কাজটি করিয়াছিলে।
You had done the work.
= তোমরা কাজটি করিয়াছিলে।
They had done the work.
= তারা কাজটি করিয়াছিল।
He had done the work.
= সে কাজটি করিয়াছিল।
She had done the work.
= সে কাজটি করিয়াছিল।
Ali had done the work.
= আলী কাজটি করিয়াছিল।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I hadn’t done the work.
= আমি কাজটি করিয়াছিলাম না।
We hadn’t done the work.
= আমরা কাজটি করিয়াছিলাম না।
You hadn’t done the work.
= তুমি কাজটি করিয়াছিলে না।
You hadn’t done the work.
= তোমরা কাজটি করিয়াছিলে না।
They hadn’t done the work.
= তারা কাজটি করিয়াছিল না।
He hadn’t done the work.
= সে কাজটি করিয়াছিল না।
She hadn’t done the work.
= সে কাজটি করিয়াছিল না।
Ali hadn’t done the work.
= আলী কাজটি করিয়াছিল না।
Had I done the work?
= আমি কি কাজটি করিয়াছিলাম?
Had we done the work?
= আমরা কি কাজটি করিয়াছিলাম?
Had you done the work?
= তুমি কি কাজটি করিয়াছিলে?
Had you done the work?
= তোমরা কি কাজটি করিয়াছিলে?
Had they done the work?
= তারা কি কাজটি করিয়াছিল?
Had he done the work?
= সে কি কাজটি করিয়াছিল?
Had she done the work?
= সে কি কাজটি করিয়াছিল?
Had Ali done the work?
= আলী কি কাজটি করিয়াছিল?
Had I not done the work?
= আমি কি কাজটি করিয়াছিলাম না?
Had we not done the work?
= আমরা কি কাজটি করিয়াছিলাম না?
Had you not done the work?
= তুমি কি কাজটি করিয়াছিলে না?
Had you not done the work?
= তোমরা কি কাজটি করিয়াছিলে না?
Had they not done the work?
= তারা কি কাজটি করিয়াছিল না?
Had he not done the work?
= সে কি কাজটি করিয়াছিল না?
Had she not done the work?
= সে কি কাজটি করিয়াছিল না?
Had Ali not done the work?
= আলী কি কাজটি করিয়াছিল না?
When had I done the work?
= আমি কখন কাজটি করিয়াছিলাম?
When had we done the work?
= আমরা কখন কাজটি করিয়াছিলাম?
When had you done the work?
= তুমি কখন কাজটি করিয়াছিলে?
When had you done the work?
= তোমরা কখন কাজটি করিয়াছিলে?
When had they done the work?
= তারা কখন কাজটি করিয়াছিল?
When had he done the work?
= সে কখন কাজটি করিয়াছিল?
When had she done the work?
= সে কখন কাজটি করিয়াছিল?
When had Ali done the work?
= আলী কখন কাজটি করিয়াছিল?
When had I not done the work?
= আমি কখন কাজটি করিয়াছিলাম না?
When had we not done the work?
= আমরা কখন কাজটি করিয়াছিলাম না?
When had you not done the work?
= তুমি কখন কাজটি করিয়াছিলে না?
When had you not done the work?
= তোমরা কখন কাজটি করিয়াছিলে না?
When had they not done the work?
= তারা কখন কাজটি করিয়াছিল না?
When had he not done the work?
= সে কখন কাজটি করিয়াছিল না?
When had she not done the work?
= সে কখন কাজটি করিয়াছিল না?
When had Ali not done the work?
= আলী কখন কাজটি করিয়াছিল না?
Where had I done the work?
= আমি কোথায় কাজটি করিয়াছিলাম?
Where had we done the work?
= আমরা কোথায় কাজটি করিয়াছিলাম?
Where had you done the work?
= তুমি কোথায় কাজটি করিয়াছিলে?
Where had you done the work?
= তোমরা কোথায় কাজটি করিয়াছিলে?
Where had they done the work?
= তারা কোথায় কাজটি করিয়াছিল?
Where had he done the work?
= সে কোথায় কাজটি করিয়াছিল?
Where had she done the work?
= সে কোথায় কাজটি করিয়াছিল?
Where had Ali done the work?
= আলী কোথায় কাজটি করিয়াছিল?
Where had I not done the work?
= আমি কোথায় কাজটি করিয়াছিলাম না?
Where had we not done the work?
= আমরা কোথায় কাজটি করিয়াছিলাম না?
Where had you not done the work?
= তুমি কোথায় কাজটি করিয়াছিলে না?
Where had you not done the work?
= তোমরা কোথায় কাজটি করিয়াছিলে না?
Where had they not done the work?
= তারা কোথায় কাজটি করিয়াছিল না?
Where had he not done the work?
= সে কোথায় কাজটি করিয়াছিল না?
Where had she not done the work?
= সে কোথায় কাজটি করিয়াছিল না?
Where had Ali not done the work?
= আলী কোথায় কাজটি করিয়াছিল না?
Why had I done the work?
= আমি কেন কাজটি করিয়াছিলাম?
Why had we done the work?
= আমরা কেন কাজটি করিয়াছিলাম?
Why had you done the work?
= তুমি কেন কাজটি করিয়াছিলে?
Why had you done the work?
= তোমরা কেন কাজটি করিয়াছিলে?
Why had they done the work?
= তারা কেন কাজটি করিয়াছিল?
Why had he done the work?
= সে কেন কাজটি করিয়াছিল?
Why had she done the work?
= সে কেন কাজটি করিয়াছিল?
Why had Ali done the work?
= আলী কেন কাজটি করিয়াছিল?
Why had I not done the work?
= আমি কেন কাজটি করিয়াছিলাম না?
Why had we not done the work?
= আমরা কেন কাজটি করিয়াছিলাম না?
Why had you not done the work?
= তুমি কেন কাজটি করিয়াছিলে না?
Why had you not done the work?
= তোমরা কেন কাজটি করিয়াছিলে না?
Why had they not done the work?
= তারা কেন কাজটি করিয়াছিল না?
Why had he not done the work?
= সে কেন কাজটি করিয়াছিল না?
Why had she not done the work?
= সে কেন কাজটি করিয়াছিল না?
Why had Ali not done the work?
= আলী কেন কাজটি করিয়াছিল না?
How had I done the work?
= আমি কিভাবে কাজটি করিয়াছিলাম?
How had we done the work?
= আমরা কিভাবে কাজটি করিয়াছিলাম?
How had you done the work?
= তুমি কিভাবে কাজটি করিয়াছিলে?
How had you done the work?
= তোমরা কিভাবে কাজটি করিয়াছিলে?
How had they done the work?
= তারা কিভাবে কাজটি করিয়াছিল?
How had he done the work?
= সে কিভাবে কাজটি করিয়াছিল?
How had she done the work?
= সে কিভাবে কাজটি করিয়াছিল?
How had Ali done the work?
= আলী কিভাবে কাজটি করিয়াছিল?
How had I not done the work?
= আমি কিভাবে কাজটি করিয়াছিলাম না?
How had we not done the work?
= আমরা কিভাবে কাজটি করিয়াছিলাম না?
How had you not done the work?
= তুমি কিভাবে কাজটি করিয়াছিলে না?
How had you not done the work?
= তোমরা কিভাবে কাজটি করিয়াছিলে না?
How had they not done the work?
= তারা কিভাবে কাজটি করিয়াছিল না?
How had he not done the work?
= সে কিভাবে কাজটি করিয়াছিল না?
How had she not done the work?
= সে কিভাবে কাজটি করিয়াছিল না?
How had Ali not done the work?
= আলী কিভাবে কাজটি করিয়াছিল না?
With whom had I done the work?
= আমি কার সাথে কাজটি করিয়াছিলাম?
With whom had we done the work?
= আমরা কার সাথে কাজটি করিয়াছিলাম?
With whom had you done the work?
= তুমি কার সাথে কাজটি করিয়াছিলে?
With whom had you done the work?
= তোমরা কার সাথে কাজটি করিয়াছিলে?
With whom had they done the work?
= তারা কার সাথে কাজটি করিয়াছিল?
With whom had he done the work?
= সে কার সাথে কাজটি করিয়াছিল?
With whom had she done the work?
= সে কার সাথে কাজটি করিয়াছিল?
With whom had Ali done the work?
= আলী কার সাথে কাজটি করিয়াছিল?
With whom had I not done the work?
= আমি কার সাথে কাজটি করিয়াছিলাম না?
With whom had we not done the work?
= আমরা কার সাথে কাজটি করিয়াছিলাম না?
With whom had you not done the work?
= তুমি কার সাথে কাজটি করিয়াছিলে না?
With whom had you not done the work?
= তোমরা কার সাথে কাজটি করিয়াছিলে না?
With whom had they not done the work?
= তারা কার সাথে কাজটি করিয়াছিল না?
With whom had he not done the work?
= সে কার সাথে কাজটি করিয়াছিল না?
With whom had she not done the work?
= সে কার সাথে কাজটি করিয়াছিল না?
With whom had Ali not done the work?
= আলী কার সাথে কাজটি করিয়াছিল না?
What had I done?
= আমি কী করিয়াছিলাম?
What had we done?
= আমরা কী করিয়াছিলাম?
What had you done?
= তুমি কী করিয়াছিলে?
What had you done?
= তোমরা কী করিয়াছিলে?
What had they done?
= তারা কী করিয়াছিল?
What had he done?
= সে কী করিয়াছিল?
What had she done?
= সে কী করিয়াছিল?
What had Ali done?
= আলী কী করিয়াছিল?
Past Perfect Continuous Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
Subject + had been + (V1+ing) + Ex
I had been doing the work for a month.
= আমি একমাস ধরে কাজটি করিতেছিলাম।
We had been doing the work for a month.
= আমরা একমাস ধরে কাজটি করিতেছিলাম।
You had been doing the work for a month.
= তুমি একমাস ধরে কাজটি করিতেছিলে।
You had been doing the work for a month.
= তোমরা একমাস ধরে কাজটি করিতেছিলে।
They had been doing the work for a month.
= তারা একমাস ধরে কাজটি করিতেছিল।
He had been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতেছিল।
She had been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতেছিল।
Ali had been doing the work for a month.
= আলী একমাস ধরে কাজটি করিতেছিল।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I hadn’t been doing the work for a month.
= আমি একমাস ধরে কাজটি করিতেছিলাম না।
We hadn’t been doing the work for a month.
= আমরা একমাস ধরে কাজটি করিতেছিলাম না।
You hadn’t been doing the work for a month.
= তুমি একমাস ধরে কাজটি করিতেছিলে না।
You hadn’t been doing the work for a month.
= তোমরা একমাস ধরে কাজটি করিতেছিলে না।
They hadn’t been doing the work for a month.
= তারা একমাস ধরে কাজটি করিতেছিল না।
He hadn’t been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতেছিল না।
She hadn’t been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতেছিল না।
Ali hadn’t been doing the work for a month.
= আলী একমাস ধরে কাজটি করিতেছিল না।
Had I been doing the work for a month?
= আমি কি একমাস ধরে কাজটি করিতেছিলাম?
Had we been doing the work for a month?
= আমরা কি একমাস ধরে কাজটি করিতেছিলাম?
Had you been doing the work for a month?
= তুমি কি একমাস ধরে কাজটি করিতেছিলে?
Had you been doing the work for a month?
= তোমরা কি একমাস ধরে কাজটি করিতেছিলে?
Had they been doing the work for a month?
= তারা কি একমাস ধরে কাজটি করিতেছিল?
Had he been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতেছিল?
Had she been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতেছিল?
Had Ali been doing the work for a month?
= আলী কি একমাস ধরে কাজটি করিতেছিল?
Had I not been doing the work for a month?
= আমি কি একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
Had we not been doing the work for a month?
= আমরা কি একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
Had you not been doing the work for a month?
= তুমি কি একমাস ধরে কাজটি করিতেছিলে না?
Had you not been doing the work for a month?
= তোমরা কি একমাস ধরে কাজটি করিতেছিলে না?
Had they not been doing the work for a month?
= তারা কি একমাস ধরে কাজটি করিতেছিল না?
Had he not been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতেছিল না?
Had she not been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতেছিল না?
Had Ali not been doing the work for a month?
= আলী কি একমাস ধরে কাজটি করিতেছিল না?
When had I been doing the work for a month?
= আমি কখন একমাস ধরে কাজটি করিতেছিলাম?
When had we been doing the work for a month?
= আমরা কখন একমাস ধরে কাজটি করিতেছিলাম?
When had you been doing the work for a month?
= তুমি কখন একমাস ধরে কাজটি করিতেছিলে?
When had you been doing the work for a month?
= তোমরা কখন একমাস ধরে কাজটি করিতেছিলে?
When had they been doing the work for a month?
= তারা কখন একমাস ধরে কাজটি করিতেছিল?
When had he been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতেছিল?
When had she been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতেছিল?
When had Ali been doing the work for a month?
= আলী কখন একমাস ধরে কাজটি করিতেছিল?
When had I not been doing the work for a month?
= আমি কখন একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
When had we not been doing the work for a month?
= আমরা কখন একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
When had you not been doing the work for a month?
= তুমি কখন একমাস ধরে কাজটি করিতেছিলে না?
When had you not been doing the work for a month?
= তোমরা কখন একমাস ধরে কাজটি করিতেছিলে না?
When had they not been doing the work for a month?
= তারা কখন একমাস ধরে কাজটি করিতেছিল না?
When had he not been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতেছিল না?
When had she not been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতেছিল না?
When had Ali not been doing the work for a month?
= আলী কখন একমাস ধরে কাজটি করিতেছিল না?
Where had I been doing the work for a month?
= আমি কোথায় একমাস ধরে কাজটি করিতেছিলাম?
Where had we been doing the work for a month?
= আমরা কোথায় একমাস ধরে কাজটি করিতেছিলাম?
Where had you been doing the work for a month?
= তুমি কোথায় একমাস ধরে কাজটি করিতেছিলে?
Where had you been doing the work for a month?
= তোমরা কোথায় একমাস ধরে কাজটি করিতেছিলে?
Where had they been doing the work for a month?
= তারা কোথায় একমাস ধরে কাজটি করিতেছিল?
Where had he been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতেছিল?
Where had she been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতেছিল?
Where had Ali been doing the work for a month?
= আলী কোথায় একমাস ধরে কাজটি করিতেছিল?
Where had I not been doing the work for a month?
= আমি কোথায় একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
Where had we not been doing the work for a month?
= আমরা কোথায় একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
Where had you not been doing the work for a month?
= তুমি কোথায় একমাস ধরে কাজটি করিতেছিলে না?
Where had you not been doing the work for a month?
= তোমরা কোথায় একমাস ধরে কাজটি করিতেছিলে না?
Where had they not been doing the work for a month?
= তারা কোথায় একমাস ধরে কাজটি করিতেছিল না?
Where had he not been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতেছিল না?
Where had she not been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতেছিল না?
Where had Ali not been doing the work for a month?
= আলী কোথায় একমাস ধরে কাজটি করিতেছিল না?
Why had I been doing the work for a month?
= আমি কেন একমাস ধরে কাজটি করিতেছিলাম?
Why had we been doing the work for a month?
= আমরা কেন একমাস ধরে কাজটি করিতেছিলাম?
Why had you been doing the work for a month?
= তুমি কেন একমাস ধরে কাজটি করিতেছিলে?
Why had you been doing the work for a month?
= তোমরা কেন একমাস ধরে কাজটি করিতেছিলে?
Why had they been doing the work for a month?
= তারা কেন একমাস ধরে কাজটি করিতেছিল?
Why had he been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতেছিল?
Why had she been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতেছিল?
Why had Ali been doing the work for a month?
= আলী কেন একমাস ধরে কাজটি করিতেছিল?
Why had I not been doing the work for a month?
= আমি কেন একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
Why had we not been doing the work for a month?
= আমরা কেন একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
Why had you not been doing the work for a month?
= তুমি কেন একমাস ধরে কাজটি করিতেছিলে না?
Why had you not been doing the work for a month?
= তোমরা কেন একমাস ধরে কাজটি করিতেছিলে না?
Why had they not been doing the work for a month?
= তারা কেন একমাস ধরে কাজটি করিতেছিল না?
Why had he not been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতেছিল না?
Why had she not been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতেছিল না?
Why had Ali not been doing the work for a month?
= আলী কেন একমাস ধরে কাজটি করিতেছিল না?
How had I been doing the work for a month?
= আমি কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিলাম?
How had we been doing the work for a month?
= আমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিলাম?
How had you been doing the work for a month?
= তুমি কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিলে?
How had you been doing the work for a month?
= তোমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিলে?
How had they been doing the work for a month?
= তারা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিল?
How had he been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিল?
How had she been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিল?
How had Ali been doing the work for a month?
= আলী কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিল?
How had I not been doing the work for a month?
= আমি কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
How had we not been doing the work for a month?
= আমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
How had you not been doing the work for a month?
= তুমি কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিলে না?
How had you not been doing the work for a month?
= তোমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিলে না?
How had they not been doing the work for a month?
= তারা কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিল না?
How had he not been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিল না?
How had she not been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিল না?
How had Ali not been doing the work for a month?
= আলী কিভাবে একমাস ধরে কাজটি করিতেছিল না?
With whom had I been doing the work for a month?
= আমি কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিলাম?
With whom had we been doing the work for a month?
= আমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিলাম?
With whom had you been doing the work for a month?
= তুমি কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিলে?
With whom had you been doing the work for a month?
= তোমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিলে?
With whom had they been doing the work for a month?
= তারা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিল?
With whom had he been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিল?
With whom had she been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিল?
With whom had Ali been doing the work for a month?
= আলী কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিল?
With whom had I not been doing the work for a month?
= আমি কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
With whom had we not been doing the work for a month?
= আমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিলাম না?
With whom had you not been doing the work for a month?
= তুমি কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিলে না?
With whom had you not been doing the work for a month?
= তোমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিলে না?
With whom had they not been doing the work for a month?
= তারা কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিল না?
With whom had he not been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিল না?
With whom had she not been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিল না?
With whom had Ali not been doing the work for a month?
= আলী কার সাথে একমাস ধরে কাজটি করিতেছিল না?
What had I been doing for a month?
= আমি কী একমাস ধরে করিতেছিলাম?
What had we been doing for a month?
= আমরা কী একমাস ধরে করিতেছিলাম?
What had you been doing for a month?
= তুমি কী একমাস ধরে করিতেছিলে?
What had you been doing for a month?
= তোমরা কী একমাস ধরে করিতেছিলে?
What had they been doing for a month?
= তারা কী একমাস ধরে করিতেছিল?
What had he been doing for a month?
= সে কী একমাস ধরে করিতেছিল?
What had she been doing for a month?
= সে কী একমাস ধরে করিতেছিল?
What had Ali been doing for a month?
= আলী কী একমাস ধরে করিতেছিল?
Future Indefinite Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
Subject + will / shall + V1 + Ex
I shall do the work.
= আমি কাজটি করিব।
We will do the work.
= আমরা কাজটি করিব।
You will do the work.
= তুমি কাজটি করিবে।
You will do the work.
= তোমরা কাজটি করিবে।
They will do the work.
= তারা কাজটি করিবে।
He will do the work.
= সে কাজটি করিবে।
She will do the work.
= সে কাজটি করিবে।
Ali will do the work.
= আলী কাজটি করিবে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I shan’t do the work.
= আমি কাজটি করিব না।
We won’t do the work.
= আমরা কাজটি করিব না।
You won’t do the work.
= তুমি কাজটি করিবে না।
You won’t do the work.
= তোমরা কাজটি করিবে না।
They won’t do the work.
= তারা কাজটি করিবে না।
He won’t do the work.
= সে কাজটি করিবে না।
She won’t do the work.
= সে কাজটি করিবে না।
Ali won’t do the work.
= আলী কাজটি করিবে না।
Shall I do the work?
= আমি কি কাজটি করিব?
Will we do the work?
= আমরা কি কাজটি করিব?
Will you do the work?
= তুমি কি কাজটি করিবে?
Will you do the work?
= তোমরা কি কাজটি করিবে?
Will they do the work?
= তারা কি কাজটি করিবে?
Will he do the work?
= সে কি কাজটি করিবে?
Will she do the work?
= সে কি কাজটি করিবে?
Will Ali do the work?
= আলী কি কাজটি করিবে?
Shall I not do the work?
= আমি কি কাজটি করিব না?
Will we not do the work?
= আমরা কি কাজটি করিব না?
Will you not do the work?
= তুমি কি কাজটি করিবে না?
Will you not do the work?
= তোমরা কি কাজটি করিবে না?
Will they not do the work?
= তারা কি কাজটি করিবে না?
Will he not do the work?
= সে কি কাজটি করিবে না?
Will she not do the work?
= সে কি কাজটি করিবে না?
Will Ali not do the work?
= আলী কি কাজটি করিবে না?
When shall I do the work?
= আমি কখন কাজটি করিব?
When will we do the work?
= আমরা কখন কাজটি করিব?
When will you do the work?
= তুমি কখন কাজটি করিবে?
When will you do the work?
= তোমরা কখন কাজটি করিবে?
When will they do the work?
= তারা কখন কাজটি করিবে?
When will he do the work?
= সে কখন কাজটি করিবে?
When will she do the work?
= সে কখন কাজটি করিবে?
When will Ali do the work?
= আলী কখন কাজটি করিবে?
When shall I not do the work?
= আমি কখন কাজটি করিব না?
When will we not do the work?
= আমরা কখন কাজটি করিব না?
When will you not do the work?
= তুমি কখন কাজটি করিবে না?
When will you not do the work?
= তোমরা কখন কাজটি করিবে না?
When will they not do the work?
= তারা কখন কাজটি করিবে না?
When will he not do the work?
= সে কখন কাজটি করিবে না?
When will she not do the work?
= সে কখন কাজটি করিবে না?
When will Ali not do the work?
= আলী কখন কাজটি করিবে না?
Where shall I do the work?
= আমি কোথায় কাজটি করিব?
Where will we do the work?
= আমরা কোথায় কাজটি করিব?
Where will you do the work?
= তুমি কোথায় কাজটি করিবে?
Where will you do the work?
= তোমরা কোথায় কাজটি করিবে?
Where will they do the work?
= তারা কোথায় কাজটি করিবে?
Where will he do the work?
= সে কোথায় কাজটি করিবে?
Where will she do the work?
= সে কোথায় কাজটি করিবে?
Where will Ali do the work?
= আলী কোথায় কাজটি করিবে?
Where shall I not do the work?
= আমি কোথায় কাজটি করিব না?
Where will we not do the work?
= আমরা কোথায় কাজটি করিব না?
Where will you not do the work?
= তুমি কোথায় কাজটি করিবে না?
Where will you not do the work?
= তোমরা কোথায় কাজটি করিবে না?
Where will they not do the work?
= তারা কোথায় কাজটি করিবে না?
Where will he not do the work?
= সে কোথায় কাজটি করিবে না?
Where will she not do the work?
= সে কোথায় কাজটি করিবে না?
Where will Ali not do the work?
= আলী কোথায় কাজটি করিবে না?
Why shall I do the work?
= আমি কেন কাজটি করিব?
Why will we do the work?
= আমরা কেন কাজটি করিব?
Why will you do the work?
= তুমি কেন কাজটি করিবে?
Why will you do the work?
= তোমরা কেন কাজটি করিবে?
Why will they do the work?
= তারা কেন কাজটি করিবে?
Why will he do the work?
= সে কেন কাজটি করিবে?
Why will she do the work?
= সে কেন কাজটি করিবে?
Why will Ali do the work?
= আলী কেন কাজটি করিবে?
Why shall I not do the work?
= আমি কেন কাজটি করিব না?
Why will we not do the work?
= আমরা কেন কাজটি করিব না?
Why will you not do the work?
= তুমি কেন কাজটি করিবে না?
Why will you not do the work?
= তোমরা কেন কাজটি করিবে না?
Why will they not do the work?
= তারা কেন কাজটি করিবে না?
Why will he not do the work?
= সে কেন কাজটি করিবে না?
Why will she not do the work?
= সে কেন কাজটি করিবে না?
Why will Ali not do the work?
= আলী কেন কাজটি করিবে না?
How shall I do the work?
= আমি কিভাবে কাজটি করিব?
How will we do the work?
= আমরা কিভাবে কাজটি করিব?
How will you do the work?
= তুমি কিভাবে কাজটি করিবে?
How will you do the work?
= তোমরা কিভাবে কাজটি করিবে?
How will they do the work?
= তারা কিভাবে কাজটি করিবে?
How will he do the work?
= সে কিভাবে কাজটি করিবে?
How will she do the work?
= সে কিভাবে কাজটি করিবে?
How will Ali do the work?
= আলী কিভাবে কাজটি করিবে?
How shall I not do the work?
= আমি কিভাবে কাজটি করিব না?
How will we not do the work?
= আমরা কিভাবে কাজটি করিব না?
How will you not do the work?
= তুমি কিভাবে কাজটি করিবে না?
How will you not do the work?
= তোমরা কিভাবে কাজটি করিবে না?
How will they not do the work?
= তারা কিভাবে কাজটি করিবে না?
How will he not do the work?
= সে কিভাবে কাজটি করিবে না?
How will she not do the work?
= সে কিভাবে কাজটি করিবে না?
How will Ali not do the work?
= আলী কিভাবে কাজটি করিবে না?
With whom shall I do the work?
= আমি কার সাথে কাজটি করিব?
With whom will we do the work?
= আমরা কার সাথে কাজটি করিব?
With whom will you do the work?
= তুমি কার সাথে কাজটি করিবে?
With whom will you do the work?
= তোমরা কার সাথে কাজটি করিবে?
With whom will they do the work?
= তারা কার সাথে কাজটি করিবে?
With whom will he do the work?
= সে কার সাথে কাজটি করিবে?
With whom will she do the work?
= সে কার সাথে কাজটি করিবে?
With whom will Ali do the work?
= আলী কার সাথে কাজটি করিবে?
With whom shall I not do the work?
= আমি কার সাথে কাজটি করিব না?
With whom will we not do the work?
= আমরা কার সাথে কাজটি করিব না?
With whom will you not do the work?
= তুমি কার সাথে কাজটি করিবে না?
With whom will you not do the work?
= তোমরা কার সাথে কাজটি করিবে না?
With whom will they not do the work?
= তারা কার সাথে কাজটি করিবে না?
With whom will he not do the work?
= সে কার সাথে কাজটি করিবে না?
With whom will she not do the work?
= সে কার সাথে কাজটি করিবে না?
With whom will Ali not do the work?
= আলী কার সাথে কাজটি করিবে না?
What shall I do?
= আমি কী করিব?
What will we do?
= আমরা কী করিব?
What will you do?
= তুমি কী করিবে?
What will you do?
= তোমরা কী করিবে?
What will they do?
= তারা কী করিবে?
What will he do?
= সে কী করিবে?
What will she do?
= সে কী করিবে?
What will Ali do?
= আলী কী করিবে?
Future Continuous Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
Subject + will / shall be + (V1+ing) + Ex
I shall be doing the work.
= আমি কাজটি করিতে থাকব।
We will be doing the work.
= আমরা কাজটি করিতে থাকব।
You will be doing the work.
= তুমি কাজটি করিতে থাকিবে।
You will be doing the work.
= তোমরা কাজটি করিতে থাকিবে।
They will be doing the work.
= তারা কাজটি করিতে থাকিবে।
He will be doing the work.
= সে কাজটি করিতে থাকিবে।
She will be doing the work.
= সে কাজটি করিতে থাকিবে।
Ali will be doing the work.
= আলী কাজটি করিতে থাকিবে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I shan’t be doing the work.
= আমি কাজটি করিতে থাকব না।
We won’t be doing the work.
= আমরা কাজটি করিতে থাকব না।
You won’t be doing the work.
= তুমি কাজটি করিতে থাকিবে না।
You won’t be doing the work.
= তোমরা কাজটি করিতে থাকিবে না।
They won’t be doing the work.
= তারা কাজটি করিতে থাকিবে না।
He won’t be doing the work.
= সে কাজটি করিতে থাকিবে না।
She won’t be doing the work.
= সে কাজটি করিতে থাকিবে না।
Ali won’t be doing the work.
= আলী কাজটি করিতে থাকিবে না।
Shall I be doing the work?
= আমি কি কাজটি করিতে থাকব?
Will we be doing the work?
= আমরা কি কাজটি করিতে থাকব?
Will you be doing the work?
= তুমি কি কাজটি করিতে থাকিবে?
Will you be doing the work?
= তোমরা কি কাজটি করিতে থাকিবে?
Will they be doing the work?
= তারা কি কাজটি করিতে থাকিবে?
Will he be doing the work?
= সে কি কাজটি করিতে থাকিবে?
Will she be doing the work?
= সে কি কাজটি করিতে থাকিবে?
Will Ali be doing the work?
= আলী কি কাজটি করিতে থাকিবে?
Shall I not be doing the work?
= আমি কি কাজটি করিতে থাকব না?
Will we not be doing the work?
= আমরা কি কাজটি করিতে থাকব না?
Will you not be doing the work?
= তুমি কি কাজটি করিতে থাকিবে না?
Will you not be doing the work?
= তোমরা কি কাজটি করিতে থাকিবে না?
Will they not be doing the work?
= তারা কি কাজটি করিতে থাকিবে না?
Will he not be doing the work?
= সে কি কাজটি করিতে থাকিবে না?
Will she not be doing the work?
= সে কি কাজটি করিতে থাকিবে না?
Will Ali not be doing the work?
= আলী কি কাজটি করিতে থাকিবে না?
When shall I be doing the work?
= আমি কখন কাজটি করিতে থাকব?
When will we be doing the work?
= আমরা কখন কাজটি করিতে থাকব?
When will you be doing the work?
= তুমি কখন কাজটি করিতে থাকিবে?
When will you be doing the work?
= তোমরা কখন কাজটি করিতে থাকিবে?
When will they be doing the work?
= তারা কখন কাজটি করিতে থাকিবে?
When will he be doing the work?
= সে কখন কাজটি করিতে থাকিবে?
When will she be doing the work?
= সে কখন কাজটি করিতে থাকিবে?
When will Ali be doing the work?
= আলী কখন কাজটি করিতে থাকিবে?
When shall I not be doing the work?
= আমি কখন কাজটি করিতে থাকব না?
When will we not be doing the work?
= আমরা কখন কাজটি করিতে থাকব না?
When will you not be doing the work?
= তুমি কখন কাজটি করিতে থাকিবে না?
When will you not be doing the work?
= তোমরা কখন কাজটি করিতে থাকিবে না?
When will they not be doing the work?
= তারা কখন কাজটি করিতে থাকিবে না?
When will he not be doing the work?
= সে কখন কাজটি করিতে থাকিবে না?
When will she not be doing the work?
= সে কখন কাজটি করিতে থাকিবে না?
When will Ali not be doing the work?
= আলী কখন কাজটি করিতে থাকিবে না?
Where shall I be doing the work?
= আমি কোথায় কাজটি করিতে থাকব?
Where will we be doing the work?
= আমরা কোথায় কাজটি করিতে থাকব?
Where will you be doing the work?
= তুমি কোথায় কাজটি করিতে থাকিবে?
Where will you be doing the work?
= তোমরা কোথায় কাজটি করিতে থাকিবে?
Where will they be doing the work?
= তারা কোথায় কাজটি করিতে থাকিবে?
Where will he be doing the work?
= সে কোথায় কাজটি করিতে থাকিবে?
Where will she be doing the work?
= সে কোথায় কাজটি করিতে থাকিবে?
Where will Ali be doing the work?
= আলী কোথায় কাজটি করিতে থাকিবে?
Where shall I not be doing the work?
= আমি কোথায় কাজটি করিতে থাকব না?
Where will we not be doing the work?
= আমরা কোথায় কাজটি করিতে থাকব না?
Where will you not be doing the work?
= তুমি কোথায় কাজটি করিতে থাকিবে না?
Where will you not be doing the work?
= তোমরা কোথায় কাজটি করিতে থাকিবে না?
Where will they not be doing the work?
= তারা কোথায় কাজটি করিতে থাকিবে না?
Where will he not be doing the work?
= সে কোথায় কাজটি করিতে থাকিবে না?
Where will she not be doing the work?
= সে কোথায় কাজটি করিতে থাকিবে না?
Where will Ali not be doing the work?
= আলী কোথায় কাজটি করিতে থাকিবে না?
Why shall I be doing the work?
= আমি কেন কাজটি করিতে থাকব?
Why will we be doing the work?
= আমরা কেন কাজটি করিতে থাকব?
Why will you be doing the work?
= তুমি কেন কাজটি করিতে থাকিবে?
Why will you be doing the work?
= তোমরা কেন কাজটি করিতে থাকিবে?
Why will they be doing the work?
= তারা কেন কাজটি করিতে থাকিবে?
Why will he be doing the work?
= সে কেন কাজটি করিতে থাকিবে?
Why will she be doing the work?
= সে কেন কাজটি করিতে থাকিবে?
Why will Ali be doing the work?
= আলী কেন কাজটি করিতে থাকিবে?
Why shall I not be doing the work?
= আমি কেন কাজটি করিতে থাকব না?
Why will we not be doing the work?
= আমরা কেন কাজটি করিতে থাকব না?
Why will you not be doing the work?
= তুমি কেন কাজটি করিতে থাকিবে না?
Why will you not be doing the work?
= তোমরা কেন কাজটি করিতে থাকিবে না?
Why will they not be doing the work?
= তারা কেন কাজটি করিতে থাকিবে না?
Why will he not be doing the work?
= সে কেন কাজটি করিতে থাকিবে না?
Why will she not be doing the work?
= সে কেন কাজটি করিতে থাকিবে না?
Why will Ali not be doing the work?
= আলী কেন কাজটি করিতে থাকিবে না?
How shall I be doing the work?
= আমি কিভাবে কাজটি করিতে থাকব?
How will we be doing the work?
= আমরা কিভাবে কাজটি করিতে থাকব?
How will you be doing the work?
= তুমি কিভাবে কাজটি করিতে থাকিবে?
How will you be doing the work?
= তোমরা কিভাবে কাজটি করিতে থাকিবে?
How will they be doing the work?
= তারা কিভাবে কাজটি করিতে থাকিবে?
How will he be doing the work?
= সে কিভাবে কাজটি করিতে থাকিবে?
How will she be doing the work?
= সে কিভাবে কাজটি করিতে থাকিবে?
How will Ali be doing the work?
= আলী কিভাবে কাজটি করিতে থাকিবে?
How shall I not be doing the work?
= আমি কিভাবে কাজটি করিতে থাকব না?
How will we not be doing the work?
= আমরা কিভাবে কাজটি করিতে থাকব না?
How will you not be doing the work?
= তুমি কিভাবে কাজটি করিতে থাকিবে না?
How will you not be doing the work?
= তোমরা কিভাবে কাজটি করিতে থাকিবে না?
How will they not be doing the work?
= তারা কিভাবে কাজটি করিতে থাকিবে না?
How will he not be doing the work?
= সে কিভাবে কাজটি করিতে থাকিবে না?
How will she not be doing the work?
= সে কিভাবে কাজটি করিতে থাকিবে না?
How will Ali not be doing the work?
= আলী কিভাবে কাজটি করিতে থাকিবে না?
With whom shall I be doing the work?
= আমি কার সাথে কাজটি করিতে থাকব?
With whom will we be doing the work?
= আমরা কার সাথে কাজটি করিতে থাকব?
With whom will you be doing the work?
= তুমি কার সাথে কাজটি করিতে থাকিবে?
With whom will you be doing the work?
= তোমরা কার সাথে কাজটি করিতে থাকিবে?
With whom will they be doing the work?
= তারা কার সাথে কাজটি করিতে থাকিবে?
With whom will he be doing the work?
= সে কার সাথে কাজটি করিতে থাকিবে?
With whom will she be doing the work?
= সে কার সাথে কাজটি করিতে থাকিবে?
With whom will Ali be doing the work?
= আলী কার সাথে কাজটি করিতে থাকিবে?
With whom shall I not be doing the work?
= আমি কার সাথে কাজটি করিতে থাকব না?
With whom will we not be doing the work?
= আমরা কার সাথে কাজটি করিতে থাকব না?
With whom will you not be doing the work?
= তুমি কার সাথে কাজটি করিতে থাকিবে না?
With whom will you not be doing the work?
= তোমরা কার সাথে কাজটি করিতে থাকিবে না?
With whom will they not be doing the work?
= তারা কার সাথে কাজটি করিতে থাকিবে না?
With whom will he not be doing the work?
= সে কার সাথে কাজটি করিতে থাকিবে না?
With whom will she not be doing the work?
= সে কার সাথে কাজটি করিতে থাকিবে না?
With whom will Ali not be doing the work?
= আলী কার সাথে কাজটি করিতে থাকিবে না?
What shall I be doing?
= আমি কী করিতে থাকব?
What will we be doing?
= আমরা কী করিতে থাকব?
What will you be doing?
= তুমি কী করিতে থাকিবে?
What will you be doing?
= তোমরা কী করিতে থাকিবে?
What will they be doing?
= তারা কী করিতে থাকিবে?
What will he be doing?
= সে কী করিতে থাকিবে?
What will she be doing?
= সে কী করিতে থাকিবে?
What will Ali be doing?
= আলী কী করিতে থাকিবে?
Future Perfect Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
Subject + will / shall have + V3 + Ex
I shall have done the work.
= আমি কাজটি করিয়া থাকব।
We will have done the work.
= আমরা কাজটি করিয়া থাকব।
You will have done the work.
= তুমি কাজটি করিয়া থাকিবে।
You will have done the work.
= তোমরা কাজটি করিয়া থাকিবে।
They will have done the work.
= তারা কাজটি করিয়া থাকিবে।
He will have done the work.
= সে কাজটি করিয়া থাকিবে।
She will have done the work.
= সে কাজটি করিয়া থাকিবে।
Ali will have done the work.
= আলী কাজটি করিয়া থাকিবে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I shan’t have done the work.
= আমি কাজটি করিয়া থাকব না।
We won’t have done the work.
= আমরা কাজটি করিয়া থাকব না।
You won’t have done the work.
= তুমি কাজটি করিয়া থাকিবে না।
You won’t have done the work.
= তোমরা কাজটি করিয়া থাকিবে না।
They won’t have done the work.
= তারা কাজটি করিয়া থাকিবে না।
He won’t have done the work.
= সে কাজটি করিয়া থাকিবে না।
She won’t have done the work.
= সে কাজটি করিয়া থাকিবে না।
Ali won’t have done the work.
= আলী কাজটি করিয়া থাকিবে না।
Shall I have done the work?
= আমি কি কাজটি করিয়া থাকব?
Will we have done the work?
= আমরা কি কাজটি করিয়া থাকব?
Will you have done the work?
= তুমি কি কাজটি করিয়া থাকিবে?
Will you have done the work?
= তোমরা কি কাজটি করিয়া থাকিবে?
Will they have done the work?
= তারা কি কাজটি করিয়া থাকিবে?
Will he have done the work?
= সে কি কাজটি করিয়া থাকিবে?
Will she have done the work?
= সে কি কাজটি করিয়া থাকিবে?
Will Ali have done the work?
= আলী কি কাজটি করিয়া থাকিবে?
Shall I not have done the work?
= আমি কি কাজটি করিয়া থাকব না?
Will we not have done the work?
= আমরা কি কাজটি করিয়া থাকব না?
Will you not have done the work?
= তুমি কি কাজটি করিয়া থাকিবে না?
Will you not have done the work?
= তোমরা কি কাজটি করিয়া থাকিবে না?
Will they not have done the work?
= তারা কি কাজটি করিয়া থাকিবে না?
Will he not have done the work?
= সে কি কাজটি করিয়া থাকিবে না?
Will she not have done the work?
= সে কি কাজটি করিয়া থাকিবে না?
Will Ali not have done the work?
= আলী কি কাজটি করিয়া থাকিবে না?
When shall I have done the work?
= আমি কখন কাজটি করিয়া থাকব?
When will we have done the work?
= আমরা কখন কাজটি করিয়া থাকব?
When will you have done the work?
= তুমি কখন কাজটি করিয়া থাকিবে?
When will you have done the work?
= তোমরা কখন কাজটি করিয়া থাকিবে?
When will they have done the work?
= তারা কখন কাজটি করিয়া থাকিবে?
When will he have done the work?
= সে কখন কাজটি করিয়া থাকিবে?
When will she have done the work?
= সে কখন কাজটি করিয়া থাকিবে?
When will Ali have done the work?
= আলী কখন কাজটি করিয়া থাকিবে?
When shall I not have done the work?
= আমি কখন কাজটি করিয়া থাকব না?
When will we not have done the work?
= আমরা কখন কাজটি করিয়া থাকব না?
When will you not have done the work?
= তুমি কখন কাজটি করিয়া থাকিবে না?
When will you not have done the work?
= তোমরা কখন কাজটি করিয়া থাকিবে না?
When will they not have done the work?
= তারা কখন কাজটি করিয়া থাকিবে না?
When will he not have done the work?
= সে কখন কাজটি করিয়া থাকিবে না?
When will she not have done the work?
= সে কখন কাজটি করিয়া থাকিবে না?
When will Ali not have done the work?
= আলী কখন কাজটি করিয়া থাকিবে না?
Where shall I have done the work?
= আমি কোথায় কাজটি করিয়া থাকব?
Where will we have done the work?
= আমরা কোথায় কাজটি করিয়া থাকব?
Where will you have done the work?
= তুমি কোথায় কাজটি করিয়া থাকিবে?
Where will you have done the work?
= তোমরা কোথায় কাজটি করিয়া থাকিবে?
Where will they have done the work?
= তারা কোথায় কাজটি করিয়া থাকিবে?
Where will he have done the work?
= সে কোথায় কাজটি করিয়া থাকিবে?
Where will she have done the work?
= সে কোথায় কাজটি করিয়া থাকিবে?
Where will Ali have done the work?
= আলী কোথায় কাজটি করিয়া থাকিবে?
Where shall I not have done the work?
= আমি কোথায় কাজটি করিয়া থাকব না?
Where will we not have done the work?
= আমরা কোথায় কাজটি করিয়া থাকব না?
Where will you not have done the work?
= তুমি কোথায় কাজটি করিয়া থাকিবে না?
Where will you not have done the work?
= তোমরা কোথায় কাজটি করিয়া থাকিবে না?
Where will they not have done the work?
= তারা কোথায় কাজটি করিয়া থাকিবে না?
Where will he not have done the work?
= সে কোথায় কাজটি করিয়া থাকিবে না?
Where will she not have done the work?
= সে কোথায় কাজটি করিয়া থাকিবে না?
Where will Ali not have done the work?
= আলী কোথায় কাজটি করিয়া থাকিবে না?
Why shall I have done the work?
= আমি কেন কাজটি করিয়া থাকব?
Why will we have done the work?
= আমরা কেন কাজটি করিয়া থাকব?
Why will you have done the work?
= তুমি কেন কাজটি করিয়া থাকিবে?
Why will you have done the work?
= তোমরা কেন কাজটি করিয়া থাকিবে?
Why will they have done the work?
= তারা কেন কাজটি করিয়া থাকিবে?
Why will he have done the work?
= সে কেন কাজটি করিয়া থাকিবে?
Why will she have done the work?
= সে কেন কাজটি করিয়া থাকিবে?
Why will Ali have done the work?
= আলী কেন কাজটি করিয়া থাকিবে?
Why shall I not have done the work?
= আমি কেন কাজটি করিয়া থাকব না?
Why will we not have done the work?
= আমরা কেন কাজটি করিয়া থাকব না?
Why will you not have done the work?
= তুমি কেন কাজটি করিয়া থাকিবে না?
Why will you not have done the work?
= তোমরা কেন কাজটি করিয়া থাকিবে না?
Why will they not have done the work?
= তারা কেন কাজটি করিয়া থাকিবে না?
Why will he not have done the work?
= সে কেন কাজটি করিয়া থাকিবে না?
Why will she not have done the work?
= সে কেন কাজটি করিয়া থাকিবে না?
Why will Ali not have done the work?
= আলী কেন কাজটি করিয়া থাকিবে না?
How shall I have done the work?
= আমি কিভাবে কাজটি করিয়া থাকব?
How will we have done the work?
= আমরা কিভাবে কাজটি করিয়া থাকব?
How will you have done the work?
= তুমি কিভাবে কাজটি করিয়া থাকিবে?
How will you have done the work?
= তোমরা কিভাবে কাজটি করিয়া থাকিবে?
How will they have done the work?
= তারা কিভাবে কাজটি করিয়া থাকিবে?
How will he have done the work?
= সে কিভাবে কাজটি করিয়া থাকিবে?
How will she have done the work?
= সে কিভাবে কাজটি করিয়া থাকিবে?
How will Ali have done the work?
= আলী কিভাবে কাজটি করিয়া থাকিবে?
How shall I not have done the work?
= আমি কিভাবে কাজটি করিয়া থাকব না?
How will we not have done the work?
= আমরা কিভাবে কাজটি করিয়া থাকব না?
How will you not have done the work?
= তুমি কিভাবে কাজটি করিয়া থাকিবে না?
How will you not have done the work?
= তোমরা কিভাবে কাজটি করিয়া থাকিবে না?
How will they not have done the work?
= তারা কিভাবে কাজটি করিয়া থাকিবে না?
How will he not have done the work?
= সে কিভাবে কাজটি করিয়া থাকিবে না?
How will she not have done the work?
= সে কিভাবে কাজটি করিয়া থাকিবে না?
How will Ali not have done the work?
= আলী কিভাবে কাজটি করিয়া থাকিবে না?
With whom shall I have done the work?
= আমি কার সাথে কাজটি করিয়া থাকব?
With whom will we have done the work?
= আমরা কার সাথে কাজটি করিয়া থাকব?
With whom will you have done the work?
= তুমি কার সাথে কাজটি করিয়া থাকিবে?
With whom will you have done the work?
= তোমরা কার সাথে কাজটি করিয়া থাকিবে?
With whom will they have done the work?
= তারা কার সাথে কাজটি করিয়া থাকিবে?
With whom will he have done the work?
= সে কার সাথে কাজটি করিয়া থাকিবে?
With whom will she have done the work?
= সে কার সাথে কাজটি করিয়া থাকিবে?
With whom will Ali have done the work?
= আলী কার সাথে কাজটি করিয়া থাকিবে?
With whom shall I not have done the work?
= আমি কার সাথে কাজটি করিয়া থাকব না?
With whom will we not have done the work?
= আমরা কার সাথে কাজটি করিয়া থাকব না?
With whom will you not have done the work?
= তুমি কার সাথে কাজটি করিয়া থাকিবে না?
With whom will you not have done the work?
= তোমরা কার সাথে কাজটি করিয়া থাকিবে না?
With whom will they not have done the work?
= তারা কার সাথে কাজটি করিয়া থাকিবে না?
With whom will he not have done the work?
= সে কার সাথে কাজটি করিয়া থাকিবে না?
With whom will she not have done the work?
= সে কার সাথে কাজটি করিয়া থাকিবে না?
With whom will Ali not have done the work?
= আলী কার সাথে কাজটি করিয়া থাকিবে না?
What shall I have done?
= আমি কী করিয়া থাকব?
What will we have done?
= আমরা কী করিয়া থাকব?
What will you have done?
= তুমি কী করিয়া থাকিবে?
What will you have done?
= তোমরা কী করিয়া থাকিবে?
What will they have done?
= তারা কী করিয়া থাকিবে?
What will he have done?
= সে কী করিয়া থাকিবে?
What will she have done?
= সে কী করিয়া থাকিবে?
What will Ali have done?
= আলী কী করিয়া থাকিবে?
Future Perfect Continuous Tense দিয়ে বাক্য তৈরির কৌশল
Subject + will / shall have been + (V1+ing) + Ex
I shall have been doing the work for a month.
= আমি একমাস ধরে কাজটি করিতে থাকিব।
We will have been doing the work for a month.
= আমরা একমাস ধরে কাজটি করিতে থাকিব।
You will have been doing the work for a month.
= তুমি একমাস ধরে কাজটি করিতে থাকিবে।
You will have been doing the work for a month.
= তোমরা একমাস ধরে কাজটি করিতে থাকিবে।
They will have been doing the work for a month.
= তারা একমাস ধরে কাজটি করিতে থাকিবে।
He will have been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতে থাকিবে।
She will have been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতে থাকিবে।
Ali will have been doing the work for a month.
= আলী একমাস ধরে কাজটি করিতে থাকিবে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I shan’t have been doing the work for a month.
= আমি একমাস ধরে কাজটি করিতে থাকিব না।
We won’t have been doing the work for a month.
= আমরা একমাস ধরে কাজটি করিতে থাকিব না।
You won’t have been doing the work for a month.
= তুমি একমাস ধরে কাজটি করিতে থাকিবে না।
You won’t have been doing the work for a month.
= তোমরা একমাস ধরে কাজটি করিতে থাকিবে না।
They won’t have been doing the work for a month.
= তারা একমাস ধরে কাজটি করিতে থাকিবে না।
He won’t have been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না।
She won’t have been doing the work for a month.
= সে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না।
Ali won’t have been doing the work for a month.
= আলী একমাস ধরে কাজটি করিতে থাকিবে না।
Shall I have been doing the work for a month?
= আমি কি একমাস ধরে কাজটি করিতে থাকিব?
Will we have been doing the work for a month?
= আমরা কি একমাস ধরে কাজটি করিতে থাকিব?
Will you have been doing the work for a month?
= তুমি কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Will you have been doing the work for a month?
= তোমরা কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Will they have been doing the work for a month?
= তারা কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Will he have been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Will she have been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Will Ali have been doing the work for a month?
= আলী কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Shall I not have been doing the work for a month?
= আমি কি একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
Will we not have been doing the work for a month?
= আমরা কি একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
Will you not have been doing the work for a month?
= তুমি কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Will you not have been doing the work for a month?
= তোমরা কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Will they not have been doing the work for a month?
= তারা কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Will he not have been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Will she not have been doing the work for a month?
= সে কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Will Ali not have been doing the work for a month?
= আলী কি একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
When shall I have been doing the work for a month?
= আমি কখন একমাস ধরে কাজটি করিতে থাকিব?
When will we have been doing the work for a month?
= আমরা কখন একমাস ধরে কাজটি করিতে থাকিব?
When will you have been doing the work for a month?
= তুমি কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
When will you have been doing the work for a month?
= তোমরা কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
When will they have been doing the work for a month?
= তারা কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
When will he have been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
When will she have been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
When will Ali have been doing the work for a month?
= আলী কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
When shall I not have been doing the work for a month?
= আমি কখন একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
When will we not have been doing the work for a month?
= আমরা কখন একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
When will you not have been doing the work for a month?
= তুমি কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
When will you not have been doing the work for a month?
= তোমরা কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
When will they not have been doing the work for a month?
= তারা কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
When will he not have been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
When will she not have been doing the work for a month?
= সে কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
When will Ali not have been doing the work for a month?
= আলী কখন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Where shall I have been doing the work for a month?
= আমি কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিব?
Where will we have been doing the work for a month?
= আমরা কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিব?
Where will you have been doing the work for a month?
= তুমি কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Where will you have been doing the work for a month?
= তোমরা কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Where will they have been doing the work for a month?
= তারা কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Where will he have been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Where will she have been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Where will Ali have been doing the work for a month?
= আলী কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Where shall I not have been doing the work for a month?
= আমি কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
Where will we not have been doing the work for a month?
= আমরা কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
Where will you not have been doing the work for a month?
= তুমি কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Where will you not have been doing the work for a month?
= তোমরা কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Where will they not have been doing the work for a month?
= তারা কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Where will he not have been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Where will she not have been doing the work for a month?
= সে কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Where will Ali not have been doing the work for a month?
= আলী কোথায় একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Why shall I have been doing the work for a month?
= আমি কেন একমাস ধরে কাজটি করিতে থাকিব?
Why will we have been doing the work for a month?
= আমরা কেন একমাস ধরে কাজটি করিতে থাকিব?
Why will you have been doing the work for a month?
= তুমি কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Why will you have been doing the work for a month?
= তোমরা কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Why will they have been doing the work for a month?
= তারা কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Why will he have been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Why will she have been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Why will Ali have been doing the work for a month?
= আলী কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
Why shall I not have been doing the work for a month?
= আমি কেন একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
Why will we not have been doing the work for a month?
= আমরা কেন একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
Why will you not have been doing the work for a month?
= তুমি কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Why will you not have been doing the work for a month?
= তোমরা কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Why will they not have been doing the work for a month?
= তারা কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Why will he not have been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Why will she not have been doing the work for a month?
= সে কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
Why will Ali not have been doing the work for a month?
= আলী কেন একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
How shall I have been doing the work for a month?
= আমি কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিব?
How will we have been doing the work for a month?
= আমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিব?
How will you have been doing the work for a month?
= তুমি কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
How will you have been doing the work for a month?
= তোমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
How will they have been doing the work for a month?
= তারা কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
How will he have been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
How will she have been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
How will Ali have been doing the work for a month?
= আলী কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে ?
How shall I not have been doing the work for a month?
= আমি কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
How will we not have been doing the work for a month?
= আমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
How will you not have been doing the work for a month?
= তুমি কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
How will you not have been doing the work for a month?
= তোমরা কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
How will they not have been doing the work for a month?
= তারা কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
How will he not have been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
How will she not have been doing the work for a month?
= সে কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
How will Ali not have been doing the work for a month?
= আলী কিভাবে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
With whom shall I have been doing the work for a month?
= আমি কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিব?
With whom will we have been doing the work for a month?
= আমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিব?
With whom will you have been doing the work for a month?
= তুমি কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
With whom will you have been doing the work for a month?
= তোমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
With whom will they have been doing the work for a month?
= তারা কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
With whom will he have been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
With whom will she have been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
With whom will Ali have been doing the work for a month?
= আলী কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে?
With whom shall I not have been doing the work for a month?
= আমি কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
With whom will we not have been doing the work for a month?
= আমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিব না?
With whom will you not have been doing the work for a month?
= তুমি কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
With whom will you not have been doing the work for a month?
= তোমরা কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
With whom will they not have been doing the work for a month?
= তারা কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
With whom will he not have been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
With whom will she not have been doing the work for a month?
= সে কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
With whom will Ali not have been doing the work for a month?
= আলী কার সাথে একমাস ধরে কাজটি করিতে থাকিবে না?
What shall I have been doing for a month?
= আমি কী একমাস ধরে করিতে থাকিব?
What will we have been doing for a month?
= আমরা কী একমাস ধরে করিতে থাকিব?
What will you have been doing for a month?
= তুমি কী একমাস ধরে করিতে থাকিবে?
What will you have been doing for a month?
= তোমরা কী একমাস ধরে করিতে থাকিবে?
What will they have been doing for a month?
= তারা কী একমাস ধরে করিতে থাকিবে?
What will he have been doing for a month?
= সে কী একমাস ধরে করিতে থাকিবে?
What will she have been doing for a month?
= সে কী একমাস ধরে করিতে থাকিবে?
What will Ali have been doing for a month?
= আলী কী একমাস ধরে করিতে থাকিবে?
তে হয় অর্থে – am to / is to / are to দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I am to learn English.
= আমাকে ইংরেজি শিখতে হয়।
2. We are to learn English.
= আমাদেরকে ইংরেজি শিখতে হয়।
3. You are to learn English.
= তোমাকে ইংরেজি শিখতে হয়।
4. You are to learn English.
= তোমাদেরকে ইংরেজি শিখতে হয়।
5. They are to learn English.
= তাদেরকে ইংরেজি শিখতে হয়।
6. He is to learn English.
= তাকে ইংরেজি শিখতে হয়।
7. She is to learn English.
= তাকে ইংরেজি শিখতে হয়।
8. Ali is to learn English.
= আলীকে ইংরেজি শিখতে হয়।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I am to do the work.
= আমাকে কাজটি করতে হয়।
We are to do the work.
= আমাদেরকে কাজটি করতে হয়।
You are to do the work.
= তোমাকে কাজটি করতে হয়।
You are to do the work.
= তোমাদেরকে কাজটি করতে হয়।
They are to do the work.
= তাদেরকে কাজটি করতে হয়।
He is to do the work.
= তাকে কাজটি করতে হয়।
She is to do the work.
= তাকে কাজটি করতে হয়।
Ali is to do the work.
= আলীকে কাজটি করতে হয়।
I am to go to office.
= আমাকে অফিসে যেতে হয়।
We are to go to office.
= আমাদেরকে অফিসে যেতে হয়।
You are to go to office.
= তোমাকে অফিসে যেতে হয়।
You are to go to office.
= তোমাদেরকে অফিসে যেতে হয়।
They are to go to office.
= তাদেরকে অফিসে যেতে হয়।
He is to go to office.
= তাকে অফিসে যেতে হয়।
She is to go to office.
= তাকে অফিসে যেতে হয়।
Ali is to go to office.
= আলীকে অফিসে যেতে হয়।
I am to play football.
= আমাকে ফুটবল খেলতে হয়।
We are to play football.
= আমাদেরকে ফুটবল খেলতে হয়।
You are to play football.
= তোমাকে ফুটবল খেলতে হয়।
You are to play football.
= তোমাদেরকে ফুটবল খেলতে হয়।
They are to play football.
= তাদেরকে ফুটবল খেলতে হয়।
He is to play football.
= তাকে ফুটবল খেলতে হয়।
She is to play football.
= তাকে ফুটবল খেলতে হয়।
Ali is to play football.
= আলীকে ফুটবল খেলতে হয়।
I am to cook.
= আমাকে রান্না করতে হয়।
We are to cook.
= আমাদেরকে রান্না করতে হয়।
You are to cook.
= তোমাকে রান্না করতে হয়।
You are to cook.
= তোমাদেরকে রান্না করতে হয়।
They are to cook.
= তাদেরকে রান্না করতে হয়।
He is to cook.
= তাকে রান্না করতে হয়।
She is to cook.
= তাকে রান্না করতে হয়।
Ali is to cook.
= আলীকে রান্না করতে হয়।
I am to earn money.
= আমাকে টাকা উপার্জন করতে হয়।
We are to earn money.
= আমাদেরকে টাকা উপার্জন করতে হয়।
You are to earn money.
= তোমাকে টাকা উপার্জন করতে হয়।
You are to earn money.
= তোমাদেরকে টাকা উপার্জন করতে হয়।
They are to earn money.
= তাদেরকে টাকা উপার্জন করতে হয়।
He is to earn money.
= তাকে টাকা উপার্জন করতে হয়।
She is to earn money.
= তাকে টাকা উপার্জন করতে হয়।
Ali is to earn money.
= আলীকে টাকা উপার্জন করতে হয়।
I am to read.
= আমাকে পড়তে হয়।
We are to read.
= আমাদেরকে পড়তে হয়।
You are to read.
= তোমাকে পড়তে হয়।
You are to read.
= তোমাদেরকে পড়তে হয়।
They are to read.
= তাদেরকে পড়তে হয়।
He is to read.
= তাকে পড়তে হয়।
She is to read.
= তাকে পড়তে হয়।
Ali is to read.
= আলীকে পড়তে হয়।
তে হতো অর্থে – was to / were to দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I was to learn English.
= আমাকে ইংরেজি শিখতে হতো।
2. We were to learn English.
= আমাদেরকে ইংরেজি শিখতে হতো।
3. You were to learn English.
= তোমাকে ইংরেজি শিখতে হতো।
4. You were to learn English.
= তোমাদেরকে ইংরেজি শিখতে হতো।
5. They were to learn English.
= তাদেরকে ইংরেজি শিখতে হতো।
6. He was to learn English.
= তাকে ইংরেজি শিখতে হতো।
7. She was to learn English.
= তাকে ইংরেজি শিখতে হতো।
8. Ali was to learn English.
= আলীকে ইংরেজি শিখতে হতো।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I was to do the work.
= আমাকে কাজটি করতে হতো।
We were to do the work.
= আমাদেরকে কাজটি করতে হতো।
You were to do the work.
= তোমাকে কাজটি করতে হতো।
You were to do the work.
= তোমাদেরকে কাজটি করতে হতো।
They were to do the work.
= তাদেরকে কাজটি করতে হতো।
He was to do the work.
= তাকে কাজটি করতে হতো।
She was to do the work.
= তাকে কাজটি করতে হতো।
Ali was to do the work.
= আলীকে কাজটি করতে হতো।
I was to go to office.
= আমাকে অফিসে যেতে হতো।
We were to go to office.
= আমাদেরকে অফিসে যেতে হতো।
You were to go to office.
= তোমাকে অফিসে যেতে হতো।
You were to go to office.
= তোমাদেরকে অফিসে যেতে হতো।
They were to go to office.
= তাদেরকে অফিসে যেতে হতো।
He was to go to office.
= তাকে অফিসে যেতে হতো।
She was to go to office.
= তাকে অফিসে যেতে হতো।
Ali was to go to office.
= আলীকে অফিসে যেতে হতো।
I was to play football.
= আমাকে ফুটবল খেলতে হতো।
We were to play football.
= আমাদেরকে ফুটবল খেলতে হতো।
You were to play football.
= তোমাকে ফুটবল খেলতে হতো।
You were to play football.
= তোমাদেরকে ফুটবল খেলতে হতো।
They were to play football.
= তাদেরকে ফুটবল খেলতে হতো।
He was to play football.
= তাকে ফুটবল খেলতে হতো।
She was to play football.
= তাকে ফুটবল খেলতে হতো।
Ali was to play football.
= আলীকে ফুটবল খেলতে হতো।
I was to cook.
= আমাকে রান্না করতে হতো।
We were to cook.
= আমাদেরকে রান্না করতে হতো।
You were to cook.
= তোমাকে রান্না করতে হতো।
You were to cook.
= তোমাদেরকে রান্না করতে হতো।
They were to cook.
= তাদেরকে রান্না করতে হতো।
He was to cook.
= তাকে রান্না করতে হতো।
She was to cook.
= তাকে রান্না করতে হতো।
Ali was to cook.
= আলীকে রান্না করতে হতো।
I was to earn money.
= আমাকে টাকা উপার্জন করতে হতো।
We were to earn money.
= আমাদেরকে টাকা উপার্জন করতে হতো।
You were to earn money.
= তোমাকে টাকা উপার্জন করতে হতো।
You were to earn money.
= তোমাদেরকে টাকা উপার্জন করতে হতো।
They were to earn money.
= তাদেরকে টাকা উপার্জন করতে হতো।
He was to earn money.
= তাকে টাকা উপার্জন করতে হতো।
She was to earn money.
= তাকে টাকা উপার্জন করতে হতো।
Ali was to earn money.
= আলীকে টাকা উপার্জন করতে হতো।
I was to read.
= আমাকে পড়তে হতো।
We were to read.
= আমাদেরকে পড়তে হতো।
You were to read.
= তোমাকে পড়তে হতো।
You were to read.
= তোমাদেরকে পড়তে হতো।
They were to read.
= তাদেরকে পড়তে হতো।
He was to read.
= তাকে পড়তে হতো।
She was to read.
= তাকে পড়তে হতো।
Ali was to read.
= আলীকে পড়তে হতো।
তে হবে অর্থে – have to / has to দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I have to learn English.
= আমাকে ইংরেজি শিখতে হবে।
2. We have to learn English.
= আমাদেরকে ইংরেজি শিখতে হবে।
3. You have to learn English.
= তোমাকে ইংরেজি শিখতে হবে।
4. You have to learn English.
= তোমাদেরকে ইংরেজি শিখতে হবে।
5. They have to learn English.
= তাদেরকে ইংরেজি শিখতে হবে।
6. He has to learn English.
= তাকে ইংরেজি শিখতে হবে।
7. She has to learn English.
= তাকে ইংরেজি শিখতে হবে।
8. Ali has to learn English.
= আলীকে ইংরেজি শিখতে হবে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I have to do the work.
= আমাকে কাজটি করতে হবে।
We have to do the work.
= আমাদেরকে কাজটি করতে হবে।
You have to do the work.
= তোমাকে কাজটি করতে হবে।
You have to do the work.
= তোমাদেরকে কাজটি করতে হবে।
They have to do the work.
= তাদেরকে কাজটি করতে হবে।
He has to do the work.
= তাকে কাজটি করতে হবে।
She has to do the work.
= তাকে কাজটি করতে হবে।
Ali has to do the work.
= আলীকে কাজটি করতে হবে।
I have to go to office.
= আমাকে অফিসে যেতে হবে।
We have to go to office.
= আমাদেরকে অফিসে যেতে হবে।
You have to go to office.
= তোমাকে অফিসে যেতে হবে।
You have to go to office.
= তোমাদেরকে অফিসে যেতে হবে।
They have to go to office.
= তাদেরকে অফিসে যেতে হবে।
He has to go to office.
= তাকে অফিসে যেতে হবে।
She has to go to office.
= তাকে অফিসে যেতে হবে।
Ali has to go to office.
= আলীকে অফিসে যেতে হবে।
I have to play football.
= আমাকে ফুটবল খেলতে হবে।
We have to play football.
= আমাদেরকে ফুটবল খেলতে হবে।
You have to play football.
= তোমাকে ফুটবল খেলতে হবে।
You have to play football.
= তোমাদেরকে ফুটবল খেলতে হবে।
They have to play football.
= তাদেরকে ফুটবল খেলতে হবে।
He has to play football.
= তাকে ফুটবল খেলতে হবে।
She has to play football.
= তাকে ফুটবল খেলতে হবে।
Ali has to play football.
= আলীকে ফুটবল খেলতে হবে।
I have to cook.
= আমাকে রান্না করতে হবে।
We have to cook.
= আমাদেরকে রান্না করতে হবে।
You have to cook.
= তোমাকে রান্না করতে হবে।
You have to cook.
= তোমাদেরকে রান্না করতে হবে।
They have to cook.
= তাদেরকে রান্না করতে হবে।
He has to cook.
= তাকে রান্না করতে হবে।
She has to cook.
= তাকে রান্না করতে হবে।
Ali has to cook.
= আলীকে রান্না করতে হবে।
I have to earn money.
= আমাকে টাকা উপার্জন করতে হবে।
We have to earn money.
= আমাদেরকে টাকা উপার্জন করতে হবে।
You have to earn money.
= তোমাকে টাকা উপার্জন করতে হবে।
You have to earn money.
= তোমাদেরকে টাকা উপার্জন করতে হবে।
They have to earn money.
= তাদেরকে টাকা উপার্জন করতে হবে।
He has to earn money.
= তাকে টাকা উপার্জন করতে হবে।
She has to earn money.
= তাকে টাকা উপার্জন করতে হবে।
Ali has to earn money.
= আলীকে টাকা উপার্জন করতে হবে।
I have to read.
= আমাকে পড়তে হবে।
We have to read.
= আমাদেরকে পড়তে হবে।
You have to read.
= তোমাকে পড়তে হবে।
You have to read.
= তোমাদেরকে পড়তে হবে।
They have to read.
= তাদেরকে পড়তে হবে।
He has to read.
= তাকে পড়তে হবে।
She has to read.
= তাকে পড়তে হবে।
Ali has to read.
= আলীকে পড়তে হবে।
তে হবেই/তেই অর্থে – will have to দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I will have to learn English.
= আমাকে ইংরেজি শিখতেই হবে।
2. We will have to learn English.
= আমাদেরকে ইংরেজি শিখতেই হবে।
3. You will have to learn English.
= তোমাকে ইংরেজি শিখতেই হবে।
4. You will have to learn English.
= তোমাদেরকে ইংরেজি শিখতেই হবে।
5. They will have to learn English.
= তাদেরকে ইংরেজি শিখতেই হবে।
6. He will have to learn English.
= তাকে ইংরেজি শিখতেই হবে।
7. She will have to learn English.
= তাকে ইংরেজি শিখতেই হবে।
8. Ali will have to learn English.
= আলীকে ইংরেজি শিখতেই হবে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I will have to do the work.
= আমাকে কাজটি করতেই হবে।
We will have to do the work.
= আমাদেরকে কাজটি করতেই হবে।
You will have to do the work.
= তোমাকে কাজটি করতেই হবে।
You will have to do the work.
= তোমাদেরকে কাজটি করতেই হবে।
They will have to do the work.
= তাদেরকে কাজটি করতেই হবে।
He will have to do the work.
= তাকে কাজটি করতেই হবে।
She will have to do the work.
= তাকে কাজটি করতেই হবে।
Ali will have to do the work.
= আলীকে কাজটি করতেই হবে।
I will have to go to office.
= আমাকে অফিসে যেতেই হবে।
We will have to go to office.
= আমাদেরকে অফিসে যেতেই হবে।
You will have to go to office.
= তোমাকে অফিসে যেতেই হবে।
You will have to go to office.
= তোমাদেরকে অফিসে যেতেই হবে।
They will have to go to office.
= তাদেরকে অফিসে যেতেই হবে।
He will have to go to office.
= তাকে অফিসে যেতেই হবে।
She will have to go to office.
= তাকে অফিসে যেতেই হবে।
Ali will have to go to office.
= আলীকে অফিসে যেতেই হবে।
I will have to play football.
= আমাকে ফুটবল খেলতেই হবে।
We will have to play football.
= আমাদেরকে ফুটবল খেলতেই হবে।
You will have to play football.
= তোমাকে ফুটবল খেলতেই হবে।
You will have to play football.
= তোমাদেরকে ফুটবল খেলতেই হবে।
They will have to play football.
= তাদেরকে ফুটবল খেলতেই হবে।
He will have to play football.
= তাকে ফুটবল খেলতেই হবে।
She will have to play football.
= তাকে ফুটবল খেলতেই হবে।
Ali will have to play football.
= আলীকে ফুটবল খেলতেই হবে।
I will have to cook.
= আমাকে রান্না করতেই হবে।
We will have to cook.
= আমাদেরকে রান্না করতেই হবে।
You will have to cook.
= তোমাকে রান্না করতেই হবে।
You will have to cook.
= তোমাদেরকে রান্না করতেই হবে।
They will have to cook.
= তাদেরকে রান্না করতেই হবে।
He will have to cook.
= তাকে রান্না করতেই হবে।
She will have to cook.
= তাকে রান্না করতেই হবে।
Ali will have to cook.
= আলীকে রান্না করতেই হবে।
I will have to earn money.
= আমাকে টাকা উপার্জন করতেই হবে।
We will have to earn money.
= আমাদেরকে টাকা উপার্জন করতেই হবে।
You will have to earn money.
= তোমাকে টাকা উপার্জন করতেই হবে।
You will have to earn money.
= তোমাদেরকে টাকা উপার্জন করতেই হবে।
They will have to earn money.
= তাদেরকে টাকা উপার্জন করতেই হবে।
He will have to earn money.
= তাকে টাকা উপার্জন করতেই হবে।
She will have to earn money.
= তাকে টাকা উপার্জন করতেই হবে।
Ali will have to earn money.
= আলীকে টাকা উপার্জন করতেই হবে।
I will have to read.
= আমাকে পড়তেই হবে।
We will have to read.
= আমাদেরকে পড়তেই হবে।
You will have to read.
= তোমাকে পড়তেই হবে।
You will have to read.
= তোমাদেরকে পড়তেই হবে।
They will have to read.
= তাদেরকে পড়তেই হবে।
He will have to read.
= তাকে পড়তেই হবে।
She will have to read.
= তাকে পড়তেই হবে।
Ali will have to read.
= আলীকে পড়তেই হবে।
তে হয়েছিল অর্থে – had to দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I had to learn English.
= আমাকে ইংরেজি শিখতে হয়েছিল।
2. We had to learn English.
= আমাদেরকে ইংরেজি শিখতে হয়েছিল।
3. You had to learn English.
= তোমাকে ইংরেজি শিখতে হয়েছিল।
4. You had to learn English.
= তোমাদেরকে ইংরেজি শিখতে হয়েছিল।
5. They had to learn English.
= তাদেরকে ইংরেজি শিখতে হয়েছিল।
6. He had to learn English.
= তাকে ইংরেজি শিখতে হয়েছিল।
7. She had to learn English.
= তাকে ইংরেজি শিখতে হয়েছিল।
8. Ali had to learn English.
= আলীকে ইংরেজি শিখতে হয়েছিল।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I had to do the work.
= আমাকে কাজটি করতে হয়েছিল।
We had to do the work.
= আমাদেরকে কাজটি করতে হয়েছিল।
You had to do the work.
= তোমাকে কাজটি করতে হয়েছিল।
You had to do the work.
= তোমাদেরকে কাজটি করতে হয়েছিল।
They had to do the work.
= তাদেরকে কাজটি করতে হয়েছিল।
He had to do the work.
= তাকে কাজটি করতে হয়েছিল।
She had to do the work.
= তাকে কাজটি করতে হয়েছিল।
Ali had to do the work.
= আলীকে কাজটি করতে হয়েছিল।
I had to go to office.
= আমাকে অফিসে যেতে হয়েছিল।
We had to go to office.
= আমাদেরকে অফিসে যেতে হয়েছিল।
You had to go to office.
= তোমাকে অফিসে যেতে হয়েছিল।
You had to go to office.
= তোমাদেরকে অফিসে যেতে হয়েছিল।
They had to go to office.
= তাদেরকে অফিসে যেতে হয়েছিল।
He had to go to office.
= তাকে অফিসে যেতে হয়েছিল।
She had to go to office.
= তাকে অফিসে যেতে হয়েছিল।
Ali had to go to office.
= আলীকে অফিসে যেতে হয়েছিল।
I had to play football.
= আমাকে ফুটবল খেলতে হয়েছিল।
We had to play football.
= আমাদেরকে ফুটবল খেলতে হয়েছিল।
You had to play football.
= তোমাকে ফুটবল খেলতে হয়েছিল।
You had to play football.
= তোমাদেরকে ফুটবল খেলতে হয়েছিল।
They had to play football.
= তাদেরকে ফুটবল খেলতে হয়েছিল।
He had to play football.
= তাকে ফুটবল খেলতে হয়েছিল।
She had to play football.
= তাকে ফুটবল খেলতে হয়েছিল।
Ali had to play football.
= আলীকে ফুটবল খেলতে হয়েছিল।
I had to cook.
= আমাকে রান্না করতে হয়েছিল।
We had to cook.
= আমাদেরকে রান্না করতে হয়েছিল।
You had to cook.
= তোমাকে রান্না করতে হয়েছিল।
You had to cook.
= তোমাদেরকে রান্না করতে হয়েছিল।
They had to cook.
= তাদেরকে রান্না করতে হয়েছিল।
He had to cook.
= তাকে রান্না করতে হয়েছিল।
She had to cook.
= তাকে রান্না করতে হয়েছিল।
Ali had to cook.
= আলীকে রান্না করতে হয়েছিল।
I had to earn money.
= আমাকে টাকা উপার্জন করতে হয়েছিল।
We had to earn money.
= আমাদেরকে টাকা উপার্জন করতে হয়েছিল।
You had to earn money.
= তোমাকে টাকা উপার্জন করতে হয়েছিল।
You had to earn money.
= তোমাদেরকে টাকা উপার্জন করতে হয়েছিল।
They had to earn money.
= তাদেরকে টাকা উপার্জন করতে হয়েছিল।
He had to earn money.
= তাকে টাকা উপার্জন করতে হয়েছিল।
She had to earn money.
= তাকে টাকা উপার্জন করতে হয়েছিল।
Ali had to earn money.
= আলীকে টাকা উপার্জন করতে হয়েছিল।
I had to read.
= আমাকে পড়তে হয়েছিল।
We had to read.
= আমাদেরকে পড়তে হয়েছিল।
You had to read.
= তোমাকে পড়তে হয়েছিল।
You had to read.
= তোমাদেরকে পড়তে হয়েছিল।
They had to read.
= তাদেরকে পড়তে হয়েছিল।
He had to read.
= তাকে পড়তে হয়েছিল।
She had to read.
= তাকে পড়তে হয়েছিল।
Ali had to read.
= আলীকে পড়তে হয়েছিল।
Modals দিয়ে বাক্য তৈরির কৌশল
পারা অর্থে – can
I can speak English.
= আমি ইংরেজিতে কথা বলতে পারি।
We can speak English.
= আমরা ইংরেজিতে কথা বলতে পারি।
You can speak English.
= তুমি ইংরেজিতে কথা বলতে পার।
You can speak English.
= তোমরা ইংরেজিতে কথা বলতে পার।
They can speak English.
= তারা ইংরেজিতে কথা বলতে পারে।
He can speak English.
= সে ইংরেজিতে কথা বলতে পারে।
She can speak English.
= সে ইংরেজিতে কথা বলতে পারে।
Ali can speak English.
= আলী ইংরেজিতে কথা বলতে পারে।
I can do the work.
= আমি কাজটি করতে পারি।
We can do the work.
= আমরা কাজটি করতে পারি।
You can do the work.
= তুমি কাজটি করতে পার।
You can do the work.
= তোমরা কাজটি করতে পার।
They can do the work.
= তারা কাজটি করতে পারে।
He can do the work.
= সে কাজটি করতে পারে।
She can do the work.
= সে কাজটি করতে পারে।
Ali can do the work.
= আলী কাজটি করতে পারে।
I can be an engineer.
= আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি।
We can be engineers.
= আমরা ইঞ্জিনিয়ার হতে পারি।
You can be an engineer.
= তুমি একজন ইঞ্জিনিয়ার হতে পার।
You can be engineers.
= তোমরা ইঞ্জিনিয়ার হতে পার।
They can be engineers.
= তারা ইঞ্জিনিয়ার হতে পারে।
He can be an engineer.
= সে একজন ইঞ্জিনিয়ার হতে পারে।
She can be an engineer.
= সে একজন ইঞ্জিনিয়ার হতে পারে।
Ali can be an engineer.
= আলী একজন ইঞ্জিনিয়ার হতে পারে।
I can have a lot of money.
= আমার অনেক টাকা থাকতে পারে।
We can have a lot of money.
= আমাদের অনেক টাকা থাকতে পারে।
You can have a lot of money.
= তোমার অনেক টাকা থাকতে পারে।
You can have a lot of money.
= তোমাদের অনেক টাকা থাকতে পারে।
They can have a lot of money.
= তাদের অনেক টাকা থাকতে পারে।
He can have a lot of money.
= তার অনেক টাকা থাকতে পারে।
She can have a lot of money.
= তার অনেক টাকা থাকতে পারে।
Ali can have a lot of money.
= আলীর অনেক টাকা থাকতে পারে।
পারতাম অর্থে – could
I could speak English.
= আমি ইংরেজিতে কথা বলতে পারতাম।
We could speak English.
= আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম।
You could speak English.
= তুমি ইংরেজিতে কথা বলতে পারতে।
You could speak English.
= তোমরা ইংরেজিতে কথা বলতে পারতে।
They could speak English.
= তারা ইংরেজিতে কথা বলতে পারত।
He could speak English.
= সে ইংরেজিতে কথা বলতে পারত।
She could speak English.
= সে ইংরেজিতে কথা বলতে পারত।
Ali could speak English.
= আলী ইংরেজিতে কথা বলতে পারত।
I could do the work.
= আমি কাজটি করতে পারতাম।
We could do the work.
= আমরা কাজটি করতে পারতাম।
You could do the work.
= তুমি কাজটি করতে পারতে।
You could do the work.
= তোমরা কাজটি করতে পারতে।
They could do the work.
= তারা কাজটি করতে পারত।
He could do the work.
= সে কাজটি করতে পারত।
She could do the work.
= সে কাজটি করতে পারত।
Ali could do the work.
= আলী কাজটি করতে পারত।
I could be an engineer.
= আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম।
We could be engineers.
= আমরা ইঞ্জিনিয়ার হতে পারতাম।
You could be an engineer.
= তুমি একজন ইঞ্জিনিয়ার হতে পারতে।
You could be engineers.
= তোমরা ইঞ্জিনিয়ার হতে পারতে।
They could be engineers.
= তারা ইঞ্জিনিয়ার হতে পারত।
He could be an engineer.
= সে একজন ইঞ্জিনিয়ার হতে পারত।
She could be an engineer.
= সে একজন ইঞ্জিনিয়ার হতে পারত।
Ali could be an engineer.
= আলী একজন ইঞ্জিনিয়ার হতে পারত।
I could have a lot of money.
= আমার অনেক টাকা থাকতে পারত।
We could have a lot of money.
= আমাদের অনেক টাকা থাকতে পারত।
You could have a lot of money.
= তোমার অনেক টাকা থাকতে পারত।
You could have a lot of money.
= তোমাদের অনেক টাকা থাকতে পারত।
They could have a lot of money.
= তাদের অনেক টাকা থাকতে পারত।
He could have a lot of money.
= তার অনেক টাকা থাকতে পারত।
She could have a lot of money.
= তার অনেক টাকা থাকতে পারত।
Ali could have a lot of money.
= আলীর অনেক টাকা থাকতে পারত।
হয়তো / তেও পারা অর্থে – may
I may speak English.
= আমি ইংরেজিতে কথা বলতেও পারি।
We may speak English.
= আমরা ইংরেজিতে কথা বলতেও পারি।
You may speak English.
= তুমি হয়তো ইংরেজিতে কথা বলতে পার।
You may speak English.
= তোমরা ইংরেজিতে কথা বলতেও পার।
They may speak English.
= তারা ইংরেজিতে কথা বলতেও পারে।
He may speak English.
= সে ইংরেজিতে কথা বলতেও পারে।
She may speak English.
= সে ইংরেজিতে কথা বলতেও পারে।
Ali may speak English.
= আলী ইংরেজিতে কথা বলতেও পারে।
I may do the work.
= আমি কাজটি করতেও পারি।
We may do the work.
= আমরা কাজটি করতেও পারি।
You may do the work.
= তুমি হয়তো কাজটি করতে পার।
You may do the work.
= তোমরা কাজটি করতেও পার।
They may do the work.
= তারা কাজটি করতেও পারে।
He may do the work.
= সে কাজটি করতেও পারে।
She may do the work.
= সে কাজটি করতেও পারে।
Ali may do the work.
= আলী কাজটি করতেও পারে।
I may be an engineer.
= আমি একজন ইঞ্জিনিয়ার হতেও পারি।
We may be engineers.
= আমরা ইঞ্জিনিয়ার হতেও পারি।
You may be an engineer.
= তুমি একজন ইঞ্জিনিয়ার হতেও পার।
You may be engineers.
= তোমরা ইঞ্জিনিয়ার হতেও পার।
They may be engineers.
= তারা ইঞ্জিনিয়ার হতেও পারে।
He may be an engineer.
= সে একজন ইঞ্জিনিয়ার হতেও পারে।
She may be an engineer.
= সে একজন ইঞ্জিনিয়ার হতেও পারে।
Ali may be an engineer.
= আলী একজন ইঞ্জিনিয়ার হতেও পারে।
I may have a lot of money.
= আমার হয়তো অনেক টাকা থাকতে পারে।
We may have a lot of money.
= আমাদের অনেক টাকা থাকতেও পারে।
You may have a lot of money.
= তোমার অনেক টাকা থাকতেও পারে।
You may have a lot of money.
= তোমাদের অনেক টাকা থাকতেও পারে।
They may have a lot of money.
= তাদের অনেক টাকা থাকতেও পারে।
He may have a lot of money.
= তার অনেক টাকা থাকতেও পারে।
She may have a lot of money.
= তার অনেক টাকা থাকতেও পারে।
Ali may have a lot of money.
= আলীর অনেক টাকা থাকতেও পারে।
হয়তো / তেও পারতাম অর্থে – might
I might speak English.
= আমি হয়তো ইংরেজিতে কথা বলতে পারতাম।
We might speak English.
= আমরা ইংরেজিতে কথা বলতেও পারতাম।
You might speak English.
= তুমি ইংরেজিতে কথা বলতেও পারতে।
You might speak English.
= তোমরা ইংরেজিতে কথা বলতেও পারতে।
They might speak English.
= তারা হয়তো ইংরেজিতে কথা বলতে পারত।
He might speak English.
= সে হয়তো ইংরেজিতে কথা বলতে পারত।
She might speak English.
= সে হয়তো ইংরেজিতে কথা বলতে পারত।
Ali might speak English.
= আলী হয়তো ইংরেজিতে কথা বলতে পারত।
I might do the work.
= আমি হয়তো কাজটি করতে পারতাম।
We might do the work.
= আমরা হয়তো কাজটি করতে পারতাম।
You might do the work.
= তুমি হয়তো কাজটি করতে পারতে।
You might do the work.
= তোমরা হয়তো কাজটি করতে পারতে।
They might do the work.
= তারা হয়তো কাজটি করতে পারত।
He might do the work.
= সে হয়তো কাজটি করতে পারত।
She might do the work.
= সে হয়তো কাজটি করতে পারত।
Ali might do the work.
= আলী হয়তো কাজটি করতে পারত।
I might be an engineer.
= আমি হয়তো একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম।
We might be engineers.
= আমরা হয়তো ইঞ্জিনিয়ার হতে পারতাম।
You might be an engineer.
= তুমি হয়তো একজন ইঞ্জিনিয়ার হতে পারতে।
You might be engineers.
= তোমরা হয়তো ইঞ্জিনিয়ার হতে পারতে।
They might be engineers.
= তারা হয়তো ইঞ্জিনিয়ার হতে পারত।
He might be an engineer.
= সে হয়তো একজন ইঞ্জিনিয়ার হতে পারত।
She might be an engineer.
= সে হয়তো একজন ইঞ্জিনিয়ার হতে পারত।
Ali might be an engineer.
= আলী হয়তো একজন ইঞ্জিনিয়ার হতে পারত।
উচিত অর্থে – should
I should learn English.
= আমার ইংরেজি শেখা উচিত।
We should learn English.
= আমাদের ইংরেজি শেখা উচিত।
You should learn English.
= তোমার ইংরেজি শেখা উচিত।
You should learn English.
= তোমাদের ইংরেজি শেখা উচিত।
They should learn English.
= তাদের ইংরেজি শেখা উচিত।
He should learn English.
= তার ইংরেজি শেখা উচিত।
She should learn English.
= তার ইংরেজি শেখা উচিত।
Ali should learn English.
= আলীর ইংরেজি শেখা উচিত।
I should do the work.
= আমার কাজটি করা উচিত।
We should do the work.
= আমাদের কাজটি করা উচিত।
You should do the work.
= তোমার কাজটি করা উচিত।
You should do the work.
= তোমাদের কাজটি করা উচিত।
They should do the work.
= তাদের কাজটি করা উচিত।
He should do the work.
= তার কাজটি করা উচিত।
She should do the work.
= তার কাজটি করা উচিত।
Ali should do the work.
= আলীর কাজটি করা উচিত।
I should be educated.
= আমার শিক্ষিত হওয়া উচিত।
We should be educated.
= আমাদের শিক্ষিত হওয়া উচিত।
You should be educated.
= তোমার শিক্ষিত হওয়া উচিত।
You should be educated.
= তোমাদের শিক্ষিত হওয়া উচিত।
They should be educated.
= তাদের শিক্ষিত হওয়া উচিত।
He should be educated.
= তার শিক্ষিত হওয়া উচিত।
She should be educated.
= তার শিক্ষিত হওয়া উচিত।
Ali should be educated.
= আলীর শিক্ষিত হওয়া উচিত।
I should have a car.
= আমার একটি গাড়ি থাকা উচিত।
We should have a car.
= আমাদের একটি গাড়ি থাকা উচিত।
You should have a car.
= তোমার একটি গাড়ি থাকা উচিত।
You should have a car.
= তোমাদের একটি গাড়ি থাকা উচিত।
They should have a car.
= তাদের একটি গাড়ি থাকা উচিত।
He should have a car.
= তার একটি গাড়ি থাকা উচিত।
She should have a car.
= তার একটি গাড়ি থাকা উচিত।
Ali should have a car.
= আলীর একটি গাড়ি থাকা উচিত।
I should have had a house.
= আমার একটা বাড়ি থাকা উচিত ছিল।
We should have had a house.
= আমাদের একটা বাড়ি থাকা উচিত ছিল।
You should have had a house.
= তোমার একটা বাড়ি থাকা উচিত ছিল।
You should have had a house.
= তোমাদের একটা বাড়ি থাকা উচিত ছিল।
They should have had a house.
= তাদের একটা বাড়ি থাকা উচিত ছিল।
He should have had a house.
= তার একটা বাড়ি থাকা উচিত ছিল।
She should have had a house.
= তার একটা বাড়ি থাকা উচিত ছিল।
Ali should have had a house.
= আলীর একটা বাড়ি থাকা উচিত ছিল।
নৈতিক বাধ্যবাধকতা বুঝাতে – ought to
I ought to follow the traffic rules.
= আমার ট্রাফিক আইন অনুসরণ করা উচিত।
We ought to follow the traffic rules.
= আমাদের ট্রাফিক আইন অনুসরণ করা উচিত।
You ought to follow the traffic rules.
= তোমার ট্রাফিক আইন অনুসরণ করা উচিত।
You ought to follow the traffic rules.
= তোমাদের ট্রাফিক আইন অনুসরণ করা উচিত।
They ought to follow the traffic rules.
= তাদের ট্রাফিক আইন অনুসরণ করা উচিত।
He ought to follow the traffic rules.
= তার ট্রাফিক আইন অনুসরণ করা উচিত।
She ought to follow the traffic rules.
= তার ট্রাফিক আইন অনুসরণ করা উচিত।
Ali ought to follow the traffic rules.
= আলীর ট্রাফিক আইন অনুসরণ করা উচিত।
I ought to respect the superiors.
= আমার মুরব্বিদের সম্মান করা উচিত।
We ought to respect the superiors.
= আমাদের মুরব্বিদের সম্মান করা উচিত।
You ought to respect the superiors.
= তোমার মুরব্বিদের সম্মান করা উচিত।
You ought to respect the superiors.
= তোমাদের মুরব্বিদের সম্মান করা উচিত।
They ought to respect the superiors.
= তাদের মুরব্বিদের সম্মান করা উচিত।
He ought to respect the superiors.
= তার মুরব্বিদের সম্মান করা উচিত।
She ought to respect the superiors.
= তার মুরব্বিদের সম্মান করা উচিত।
Ali ought to respect the superiors.
= আলীর মুরব্বিদের সম্মান করা উচিত।
হতাম / কোনকিছু পূর্বে অনিয়মিতভাবে করতাম এমন বোঝালে – would
I would play football.
= আমি ফুটবল খেলতাম।
We would play football.
= আমরা ফুটবল খেলতাম।
You would play football.
= তুমি ফুটবল খেলতে।
You would play football.
= তোমরা ফুটবল খেলতে।
They would play football.
= তারা ফুটবল খেলত।
He would play football.
= সে ফুটবল খেলত।
She would play football.
= সে ফুটবল খেলত।
Ali would play football.
= আলী ফুটবল খেলত।
I would be a teacher.
= আমি একজন শিক্ষক হতাম।
We would be teachers.
= আমরা শিক্ষক হতাম।
You would be a teacher.
= তুমি একজন শিক্ষক হতে।
You would be teachers.
= তোমরা শিক্ষক হতে।
They would be teachers.
= তারা শিক্ষক হত।
He would be a teacher.
= সে একজন শিক্ষক হত।
She would be a teacher.
= সে একজন শিক্ষক হত।
Ali would be a teacher.
= আলী একজন শিক্ষক হত।
অবশ্যই অর্থে – must
I must learn English.
= আমি অবশ্যই ইংরেজি শিখব।
We must learn English.
= আমরা অবশ্যই ইংরেজি শিখব।
You must learn English.
= তুমি অবশ্যই ইংরেজি শিখবে।
You must learn English.
= তোমরা অবশ্যই ইংরেজি শিখবে।
They must learn English.
= তারা অবশ্যই ইংরেজি শিখবে।
He must learn English.
= সে অবশ্যই ইংরেজি শিখবে।
She must learn English.
= সে অবশ্যই ইংরেজি শিখবে।
Ali must learn English.
= আলী অবশ্যই ইংরেজি শিখবে।
I must do the work.
= আমি অবশ্যই কাজটি করব।
We must do the work.
= আমরা অবশ্যই কাজটি করব।
You must do the work.
= তুমি অবশ্যই কাজটি করবে।
You must do the work.
= তোমরা অবশ্যই কাজটি করবে।
They must do the work.
= তারা অবশ্যই কাজটি করবে।
He must do the work.
= সে অবশ্যই কাজটি করবে।
She must do the work.
= সে অবশ্যই কাজটি করবে।
Ali must do the work.
= আলী অবশ্যই কাজটি করবে।
অতীতকালের অভ্যাস বুঝাতে – used to
I used to learn English everyday.
= আমি প্রতিদিন ইংরেজি শিখতাম।
We used to learn English everyday.
= আমরা প্রতিদিন ইংরেজি শিখতাম।
You used to learn English everyday.
= তুমি প্রতিদিন ইংরেজি শিখতে।
You used to learn English everyday.
= তোমরা প্রতিদিন ইংরেজি শিখতে।
They used to learn English everyday.
= তারা প্রতিদিন ইংরেজি শিখত।
He used to learn English everyday.
= সে প্রতিদিন ইংরেজি শিখত।
She used to learn English everyday.
= সে প্রতিদিন ইংরেজি শিখত।
Ali used to learn English everyday.
= আলী প্রতিদিন ইংরেজি শিখত।
I used to play cricket.
= আমি ক্রিকেট খেলতাম।
We used to play cricket.
= আমরা ক্রিকেট খেলতাম।
You used to play cricket.
= তুমি ক্রিকেট খেলতে।
You used to play cricket.
= তোমরা ক্রিকেট খেলতে।
They used to play cricket.
= তারা ক্রিকেট খেলত।
He used to play cricket.
= সে ক্রিকেট খেলত।
She used to play cricket.
= সে ক্রিকেট খেলত।
Ali used to play cricket.
= আলী ক্রিকেট খেলত।
বর্তমানকালে অভ্যাস বুঝাতে Subject + be verb + used to + (v1+ing) + EX
I am used to teaching English.
= আমি ইংরেজি শেখাতে অভ্যস্ত।
We are used to teaching English.
= আমরা ইংরেজি শেখাতে অভ্যস্ত।
You are used to teaching English.
= তুমি ইংরেজি শেখাতে অভ্যস্ত।
You are used to teaching English.
= তোমরা ইংরেজি শেখাতে অভ্যস্ত।
They are used to teaching English.
= তারা ইংরেজি শেখাতে অভ্যস্ত।
He is used to teaching English.
= সে ইংরেজি শেখাতে অভ্যস্ত।
She is used to teaching English.
= সে ইংরেজি শেখাতে অভ্যস্ত।
Ali is used to teaching English.
= আলী ইংরেজি শেখাতে অভ্যস্ত।
I am used to swimming in the pond.
= আমি পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত।
We are used to swimming in the pond.
= আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত।
You are used to swimming in the pond.
= তুমি পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত।
You are used to swimming in the pond.
= তোমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত।
They are used to swimming in the pond.
= তারা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত।
He is used to swimming in the pond.
= সে পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত।
She is used to swimming in the pond.
= সে পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত।
Ali is used to swimming in the pond.
= আলী পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত।
প্রয়োজন / দরকার অর্থে – need / need to
I need to learn English.
= আমার ইংরেজি শেখা প্রয়োজন / দরকার।
We need to learn English.
= আমাদের ইংরেজি শেখা প্রয়োজন।
You need to learn English.
= তোমার ইংরেজি শেখা প্রয়োজন।
You need to learn English.
= তোমাদের ইংরেজি শেখা প্রয়োজন।
They need to learn English.
= তাদের ইংরেজি শেখা প্রয়োজন।
He needs to learn English.
= তার ইংরেজি শেখা প্রয়োজন।
She needs to learn English.
= তার ইংরেজি শেখা প্রয়োজন।
Ali needs to learn English.
= আলীর ইংরেজি শেখা প্রয়োজন।
I need a phone.
= আমার একটি ফোন দরকার / প্রয়োজন।
We need a phone.
= আমাদের একটি ফোন দরকার।
You need a phone.
= তোমার একটি ফোন দরকার।
You need a phone.
= তোমাদের একটি ফোন দরকার।
They need a phone.
= তাদের একটি ফোন দরকার।
He needs a phone.
= তার একটি ফোন দরকার।
She needs a phone.
= তার একটি ফোন দরকার।
Ali needs a phone.
= আলীর একটি ফোন দরকার।
I need to practice English.
= আমার ইংরেজি চর্চা করা প্রয়োজন / দরকার।
We need to practice English.
= আমাদের ইংরেজি চর্চা করা দরকার।
You need to practice English.
= তোমার ইংরেজি চর্চা করা দরকার।
You need to practice English.
= তোমাদের ইংরেজি চর্চা করা দরকার।
They need to practice English.
= তাদের ইংরেজি চর্চা করা দরকার।
He needs to practice English.
= তার ইংরেজি চর্চা করা দরকার।
She needs to practice English.
= তার ইংরেজি চর্চা করা দরকার।
Ali needs to practice English.
= আলীর ইংরেজি চর্চা করা দরকার।
সাহস করা অর্থে – dare / dare to
I dare do the work.
= আমি কাজটি করার সাহস করি।
We dare do the work.
= আমরা কাজটি করার সাহস করি।
You dare do the work.
= তুমি কাজটি করার সাহস কর।
You dare do the work.
= তোমরা কাজটি করার সাহস কর।
They dare do the work.
= তারা কাজটি করার সাহস করে।
He dare do the work.
= সে কাজটি করার সাহস করে।
She dare do the work.
= সে কাজটি করার সাহস করে।
Ali dare do the work.
= আলী কাজটি করার সাহস করে।
I dare to be a freelancer.
= আমি ফ্রিল্যান্সার হবার সাহস করি।
We dare to be freelancers.
= আমরা ফ্রিল্যান্সার হবার সাহস করি।
You dare to be a freelancer.
= তুমি ফ্রিল্যান্সার হবার সাহস কর।
You dare to be freelancers.
= তোমরা ফ্রিল্যান্সার হবার সাহস কর।
They dare to be freelancers.
= তারা ফ্রিল্যান্সার হবার সাহস করে।
He dares to be a freelancer.
= সে ফ্রিল্যান্সার হবার সাহস করে।
She dares to be a freelancer.
= সে ফ্রিল্যান্সার হবার সাহস করে।
Ali dares to be a freelancer.
= আলী ফ্রিল্যান্সার হবার সাহস করে।
I dare to go there.
= আমি সেখানে যেতে সাহস করি।
We dare to go there.
= আমরা সেখানে যেতে সাহস করি।
You dare to go there.
= তুমি সেখানে যেতে সাহস কর।
You dare to go there.
= তোমরা সেখানে যেতে সাহস কর।
They dare to go there.
= তারা সেখানে যেতে সাহস করে।
He dares to go there.
= সে সেখানে যেতে সাহসহস করে।
She dares to go there.
= সে সেখানে যেতে সাহস করে।
Ali dares to go there.
= আলী সেখানে যেতে সাহস করে।
কথা আছে / ছিল অর্থে – Subject + be verb + supposed to + v1 + Ex
I am supposed to practice English today.
= আমার আজ ইংরেজি চর্চা করার কথা।
We are supposed to practice English today.
= আমাদের আজ ইংরেজি চর্চা করার কথা।
You are supposed to practice English today.
= তোমার আজ ইংরেজি চর্চা করার কথা।
You are supposed to practice English today.
= তোমাদের আজ ইংরেজি চর্চা করার কথা।
They are supposed to practice English today.
= তাদের আজ ইংরেজি চর্চা করার কথা।
He is supposed to practice English today.
= তার আজ ইংরেজি চর্চা করার কথা।
She is supposed to practice English today.
= তার আজ ইংরেজি চর্চা করার কথা।
Ali is supposed to practice English today.
= আলীর আজ ইংরেজি চর্চা করার কথা।
I was supposed to learn English.
= আমার ইংরেজি শেখার কথা ছিল।
We were supposed to learn English.
= আমাদের ইংরেজি শেখার কথা ছিল।
You were supposed to learn English.
= তোমার ইংরেজি শেখার কথা ছিল।
You were supposed to learn English.
= তোমাদের ইংরেজি শেখার কথা ছিল।
They were supposed to learn English.
= তাদের ইংরেজি শেখার কথা ছিল।
He was supposed to learn English.
= তার ইংরেজি শেখার কথা ছিল।
She was supposed to learn English.
= তার ইংরেজি শেখার কথা ছিল।
Ali was supposed to learn English.
= আলীর ইংরেজি শেখার কথা ছিল।
প্রস্তুত অর্থে – ready to দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I am ready to write a poem.
= আমি একটি কবিতা লিখতে প্রস্তুত।
2. We are ready to write poems.
= আমরা কবিতা লিখতে প্রস্তুত।
3. You are ready to write a poem.
= তুমি একটি কবিতা লিখতে প্রস্তুত।
4. You are ready to write poems.
= তোমরা কবিতা লিখতে প্রস্তুত।
5. They are ready to write poems.
= তারা কবিতা লিখতে প্রস্তুত।
6. He is ready to write a poem.
= সে একটি কবিতা লিখতে প্রস্তুত।
7. She is ready to write a poem.
= সে একটি কবিতা লিখতে প্রস্তুত।
8. Ali is ready to write a poem.
= আলী একটি কবিতা লিখতে প্রস্তুত।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I am ready to do the work.
= আমি কাজটি করতে প্রস্তুত।
We are ready to do the work.
= আমরা কাজটি করতে প্রস্তুত।
You are ready to do the work.
= তুমি কাজটি করতে প্রস্তুত।
You are ready to do the work.
= তোমরা কাজটি করতে প্রস্তুত।
They are ready to do the work.
= তারা কাজটি করতে প্রস্তুত।
He is ready to do the work.
= সে কাজটি করতে প্রস্তুত।
She is ready to do the work.
= সে কাজটি করতে প্রস্তুত।
Ali is ready to do the work.
= আলী কাজটি করতে প্রস্তুত।
I am ready to speak English.
= আমি ইংরেজিতে কথা বলতে প্রস্তুত।
We are ready to speak English.
= আমরা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত।
You are ready to speak English.
= তুমি ইংরেজিতে কথা বলতে প্রস্তুত।
You are ready to speak English.
= তোমরা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত।
They are ready to speak English.
= তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত।
He is ready to speak English.
= সে ইংরেজিতে কথা বলতে প্রস্তুত।
She is ready to speak English.
= সে ইংরেজিতে কথা বলতে প্রস্তুত।
Ali is ready to speak English.
= আলী ইংরেজিতে কথা বলতে প্রস্তুত।
I am ready to go to the market.
= আমি বাজারে যেতে প্রস্তুত।
We are ready to go to the market.
= আমরা বাজারে যেতে প্রস্তুত।
You are ready to go to the market.
= তুমি বাজারে যেতে প্রস্তুত।
You are ready to go to the market.
= তোমরা বাজারে যেতে প্রস্তুত।
They are ready to go to the market.
= তারা বাজারে যেতে প্রস্তুত।
He is ready to go to the market.
= সে বাজারে যেতে প্রস্তুত।
She is ready to go to the market.
= সে বাজারে যেতে প্রস্তুত।
Ali is ready to go to the market.
= আলী বাজারে যেতে প্রস্তুত।
সক্ষম অর্থে – able to দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I am able to write a poem.
= আমি একটি কবিতা লিখতে সক্ষম।
2. We are able to write poems.
= আমরা কবিতা লিখতে সক্ষম।
3. You are able to write a poem.
= তুমি একটি কবিতা লিখতে সক্ষম।
4. You are able to write poems.
= তোমরা কবিতা লিখতে সক্ষম।
5. They are able to write poems.
= তারা কবিতা লিখতে সক্ষম।
6. He is able to write a poem.
= সে একটি কবিতা লিখতে সক্ষম।
7. She is able to write a poem.
= সে একটি কবিতা লিখতে সক্ষম।
8. Ali is able to write a poem.
= আলী একটি কবিতা লিখতে সক্ষম।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I am able to do the work.
= আমি কাজটি করতে সক্ষম।
We are able to do the work.
= আমরা কাজটি করতে সক্ষম।
You are able to do the work.
= তুমি কাজটি করতে সক্ষম।
You are able to do the work.
= তোমরা কাজটি করতে সক্ষম।
They are able to do the work.
= তারা কাজটি করতে সক্ষম।
He is able to do the work.
= সে কাজটি করতে সক্ষম।
She is able to do the work.
= সে কাজটি করতে সক্ষম।
Ali is able to do the work.
= আলী কাজটি করতে সক্ষম।
I am able to speak English.
= আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম।
We are able to speak English.
= আমরা ইংরেজিতে কথা বলতে সক্ষম।
You are able to speak English.
= তুমি ইংরেজিতে কথা বলতে সক্ষম।
You are able to speak English.
= তোমরা ইংরেজিতে কথা বলতে সক্ষম।
They are able to speak English.
= তারা ইংরেজিতে কথা বলতে সক্ষম।
He is able to speak English.
= সে ইংরেজিতে কথা বলতে সক্ষম।
She is able to speak English.
= সে ইংরেজিতে কথা বলতে সক্ষম।
Ali is able to speak English.
= আলী ইংরেজিতে কথা বলতে সক্ষম।
I am able to go abroad.
= আমি বিদেশে যেতে সক্ষম।
We are able to go abroad.
= আমরা বিদেশে যেতে সক্ষম।
You are able to go abroad.
= তুমি বিদেশে যেতে সক্ষম।
You are able to go abroad.
= তোমরা বিদেশে যেতে সক্ষম।
They are able to go abroad.
= তারা বিদেশে যেতে সক্ষম।
He is able to go abroad.
= সে বিদেশে যেতে সক্ষম।
She is able to go abroad.
= সে বিদেশে যেতে সক্ষম।
Ali is able to go abroad.
= আলী বিদেশে যেতে সক্ষম।
দেরি আছে অর্থে – yet to দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I am yet to learn English.
= আমার এখনো ইংরেজি শিখতে দেরি আছে।
2. We are yet to learn English.
= আমাদের এখনো ইংরেজি শিখতে দেরি আছে।
3. You are yet to learn English.
= তোমার এখনো ইংরেজি শিখতে দেরি আছে।
4. You are yet to learn English.
= তোমাদের এখনো ইংরেজি শিখতে দেরি আছে।
5. They are yet to learn English.
= তাদের এখনো ইংরেজি শিখতে দেরি আছে।
6. He is yet to learn English.
= তার এখনো ইংরেজি শিখতে দেরি আছে।
7. She is yet to learn English.
= তার এখনো ইংরেজি শিখতে দেরি আছে।
8. Ali is yet to learn English.
= আলীর এখনো ইংরেজি শিখতে দেরি আছে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I am yet to finish the work.
= আমার কাজটি শেষ করতে এখনো দেরি আছে।
We are yet to finish the work.
= আমাদের কাজটি শেষ করতে এখনো দেরি আছে।
You are yet to finish the work.
= তোমার কাজটি শেষ করতে এখনো দেরি আছে।
You are yet to finish the work.
= তোমাদের কাজটি শেষ করতে এখনো দেরি আছে।
They are yet to finish the work.
= তাদের কাজটি শেষ করতে এখনো দেরি আছে।
He is yet to finish the work.
= তার কাজটি শেষ করতে এখনো দেরি আছে।
She is yet to finish the work.
= তার কাজটি শেষ করতে এখনো দেরি আছে।
Ali is yet to finish the work.
= আলীর কাজটি শেষ করতে এখনো দেরি আছে।
I am yet to speak English.
= আমার এখনো ইংরেজিতে কথা বলতে দেরি আছে।
We are yet to speak English.
= আমাদের এখনো ইংরেজিতে কথা বলতে দেরি আছে।
You are yet to speak English.
= তোমার এখনো ইংরেজিতে কথা বলতে দেরি আছে।
You are yet to speak English.
= তোমাদের এখনো ইংরেজিতে কথা বলতে দেরি আছে।
They are yet to speak English.
= তাদের এখনো ইংরেজিতে কথা বলতে দেরি আছে।
He is yet to speak English.
= তার এখনো ইংরেজিতে কথা বলতে দেরি আছে।
She is yet to speak English.
= তার এখনো ইংরেজিতে কথা বলতে দেরি আছে।
Ali is yet to speak English.
= আলীর এখনো ইংরেজিতে কথা বলতে দেরি আছে।
I am yet to pay money.
= আমার এখনো টাকা পরিশোধ করতে দেরি আছে।
We are yet to pay money.
= আমাদের এখনো টাকা পরিশোধ করতে দেরি আছে।
You are yet to pay money.
= তোমার এখনো টাকা পরিশোধ করতে দেরি আছে।
You are yet to pay money.
= তোমাদের এখনো টাকা পরিশোধ করতে দেরি আছে।
They are yet to pay money.
= তাদের এখনো টাকা পরিশোধ করতে দেরি আছে।
He is yet to pay money.
= তার এখনো টাকা পরিশোধ করতে দেরি আছে।
She is yet to pay money.
= তার এখনো টাকা পরিশোধ করতে দেরি আছে।
Ali is yet to pay money.
= আলীর এখনো টাকা পরিশোধ করতে দেরি আছে।
চেষ্টা করা অর্থে – trying to দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I am trying to learn English.
= আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি।
2. We are trying to learn English.
= আমরা ইংরেজি শিখতে চেষ্টা করছি।
3. You are trying to learn English.
= তুমি ইংরেজি শিখতে চেষ্টা করছ।
4. You are trying to learn English.
= তোমরা ইংরেজি শিখতে চেষ্টা করছ।
5. They are trying to learn English.
= তারা ইংরেজি শিখতে চেষ্টা করছে।
6. He is trying to learn English.
= সে ইংরেজি শিখতে চেষ্টা করছে।
7. She is trying to learn English.
= সে ইংরেজি শিখতে চেষ্টা করছে।
8. Ali is trying to learn English.
= আলী ইংরেজি শিখতে চেষ্টা করছে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I am trying to finish the work.
= আমি কাজটি শেষ করতে চেষ্টা করছি।
We are trying to finish the work.
= আমরা কাজটি শেষ করতে চেষ্টা করছি।
You are trying to finish the work.
= তুমি কাজটি শেষ করতে চেষ্টা করছ।
You are trying to finish the work.
= তোমরা কাজটি শেষ করতে চেষ্টা করছ।
They are trying to finish the work.
= তারা কাজটি শেষ করতে চেষ্টা করছে।
He is trying to finish the work.
= সে কাজটি শেষ করতে চেষ্টা করছে।
She is trying to finish the work.
= সে কাজটি শেষ করতে চেষ্টা করছে।
Ali is trying to finish the work.
= আলী কাজটি শেষ করতে চেষ্টা করছে।
I am trying to speak English.
= আমি ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছি।
We are trying to speak English.
= আমরা ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছি।
You are trying to speak English.
= তুমি ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছ।
You are trying to speak English.
= তোমরা ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছ।
They are trying to speak English.
= তারা ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছে।
He is trying to speak English.
= সে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছে।
She is trying to speak English.
= সে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছে।
Ali is trying to speak English.
= আলী ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছে।
I am trying to sleep early.
= আমি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি।
We are trying to sleep early.
= আমরা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি।
You are trying to sleep early.
= তুমি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছ।
You are trying to sleep early.
= তোমরা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছ।
They are trying to sleep early.
= তারা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছে।
He is trying to sleep early.
= সে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছে।
She is trying to sleep early.
= সে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছে।
Ali is trying to sleep early.
= আলী তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছে।
I am trying to earn money.
= আমি অর্থ উপার্জনের চেষ্টা করছি।
We are trying to earn money.
= আমরা অর্থ উপার্জনের চেষ্টা করছি।
You are trying to earn money.
= তুমি অর্থ উপার্জনের চেষ্টা করছ।
You are trying to earn money.
= তোমরা অর্থ উপার্জনের চেষ্টা করছ।
They are trying to earn money.
= তারা অর্থ উপার্জনের চেষ্টা করছে।
He is trying to earn money.
= সে অর্থ উপার্জনের চেষ্টা করছে।
She is trying to earn money.
= সে অর্থ উপার্জনের চেষ্টা করছে।
Ali is trying to earn money.
= আলী অর্থ উপার্জনের চেষ্টা করছে।
ভাবা অর্থে – thinking of দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I am thinking of learning English.
= আমি ইংরেজি শেখার কথা ভাবছি।
2. We are thinking of learning English.
= আমরা ইংরেজি শেখার কথা ভাবছি।
3. You are thinking of learning English.
= তুমি ইংরেজি শেখার কথা ভাবছ।
4. You are thinking of learning English.
= তোমরা ইংরেজি শেখার কথা ভাবছ।
5. They are thinking of learning English.
= তারা ইংরেজি শেখার কথা ভাবছে।
6. He is thinking of learning English.
= সে ইংরেজি শেখার কথা ভাবছে।
7. She is thinking of learning English.
= সে ইংরেজি শেখার কথা ভাবছে।
8. Ali is thinking of learning English.
= আলী ইংরেজি শেখার কথা ভাবছে।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I am thinking of finishing the work.
= আমি কাজটি শেষ করার কথা ভাবছি।
We are thinking of finishing the work.
= আমরা কাজটি শেষ করার কথা ভাবছি।
You are thinking of finishing the work.
= তুমি কাজটি শেষ করার কথা ভাবছ।
You are thinking of finishing the work.
= তোমরা কাজটি শেষ করার কথা ভাবছ।
They are thinking of finishing the work.
= তারা কাজটি শেষ করার কথা ভাবছে।
He is thinking of finishing the work.
= সে কাজটি শেষ করার কথা ভাবছে।
She is thinking of finishing the work.
= সে কাজটি শেষ করার কথা ভাবছে।
Ali is thinking of finishing the work.
= আলী কাজটি শেষ করার কথা ভাবছে।
I am thinking of speaking English.
= আমি ইংরেজিতে কথা বলার কথা ভাবছি।
We are thinking of speaking English.
= আমরা ইংরেজিতে কথা বলার কথা ভাবছি।
You are thinking of speaking English.
= তুমি ইংরেজিতে কথা বলার কথা ভাবছ।
You are thinking of speaking English.
= তোমরা ইংরেজিতে কথা বলার কথা ভাবছ।
They are thinking of speaking English.
= তারা ইংরেজিতে কথা বলার কথা ভাবছে।
He is thinking of speaking English.
= সে ইংরেজিতে কথা বলার কথা ভাবছে।
She is thinking of speaking English.
= সে ইংরেজিতে কথা বলার কথা ভাবছে।
Ali is thinking of speaking English.
= আলী ইংরেজিতে কথা বলার কথা ভাবছে।
I am thinking of sleeping early.
= আমি তাড়াতাড়ি ঘুমানোর কথা ভাবছি।
We are thinking of sleeping early.
= আমরা তাড়াতাড়ি ঘুমানোর কথা ভাবছি।
You are thinking of sleeping early.
= তুমি তাড়াতাড়ি ঘুমানোর কথা ভাবছ।
You are thinking of sleeping early.
= তোমরা তাড়াতাড়ি ঘুমানোর কথা ভাবছ।
They are thinking of sleeping early.
= তারা তাড়াতাড়ি ঘুমানোর কথা ভাবছে।
He is thinking of sleeping early.
= সে তাড়াতাড়ি ঘুমানোর কথা ভাবছে।
She is thinking of sleeping early.
= সে তাড়াতাড়ি ঘুমানোর কথা ভাবছে।
Ali is thinking of sleeping early.
= আলী তাড়াতাড়ি ঘুমানোর কথা ভাবছে।
I am thinking of earning money.
= আমি অর্থ উপার্জনের কথা ভাবছি।
We are thinking of earning money.
= আমরা অর্থ উপার্জনের কথা ভাবছি।
You are thinking of earning money.
= তুমি অর্থ উপার্জনের কথা ভাবছ।
You are thinking of earning money.
= তোমরা অর্থ উপার্জনের কথা ভাবছ।
They are thinking of earning money.
= তারা অর্থ উপার্জনের কথা ভাবছে।
He is thinking of earning money.
= সে অর্থ উপার্জনের কথা ভাবছে।
She is thinking of earning money.
= সে অর্থ উপার্জনের কথা ভাবছে।
Ali is thinking of earning money.
= আলী অর্থ উপার্জনের কথা ভাবছে।
দক্ষ অর্থে – good at দিয়ে বাক্য তৈরির কৌশল
1. I am good at English.
= আমি ইংরেজিতে দক্ষ।
2. We are good at English.
= আমরা ইংরেজিতে দক্ষ।
3. You are good at English.
= তুমি ইংরেজিতে দক্ষ।
4. You are good at English.
= তোমরা ইংরেজিতে দক্ষ।
5. They are good at English.
= তারা ইংরেজিতে দক্ষ।
6. He is good at English.
= সে ইংরেজিতে দক্ষ।
7. She is good at English.
= সে ইংরেজিতে দক্ষ।
8. Ali is good at English.
= আলী ইংরেজিতে দক্ষ।
(নিচে আরও উদাহরণ দেওয়া হলো)
I am good at cooking.
= আমি রান্নায় দক্ষ।
We are good at cooking.
= আমরা রান্নায় দক্ষ।
You are good at cooking.
= তুমি রান্নায় দক্ষ।
You are good at cooking.
= তোমরা রান্নায় দক্ষ।
They are good at cooking.
= তারা রান্নায় দক্ষ।
He is good at cooking.
= সে রান্নায় দক্ষ।
She is good at cooking.
= সে রান্নায় দক্ষ।
Ali is good at cooking.
= আলী রান্নায় দক্ষ।
I am good at freelancing.
= আমি ফ্রিল্যান্সিংয়ে দক্ষ।
We are good at freelancing.
= আমরা ফ্রিল্যান্সিংয়ে দক্ষ।
You are good at freelancing.
= তুমি ফ্রিল্যান্সিংয়ে দক্ষ।
You are good at freelancing.
= তোমরা ফ্রিল্যান্সিংয়ে দক্ষ।
They are good at freelancing.
= তারা ফ্রিল্যান্সিংয়ে দক্ষ।
He is good at freelancing.
= সে ফ্রিল্যান্সিংয়ে দক্ষ।
She is good at freelancing.
= সে ফ্রিল্যান্সিংয়ে দক্ষ।
Ali is good at freelancing.
= আলী ফ্রিল্যান্সিংয়ে দক্ষ।
I am good at speaking.
= আমি কথা বলায় দক্ষ।
We are good at speaking.
= আমরা কথা বলায় দক্ষ।
You are good at speaking.
= তুমি কথা বলায় দক্ষ।
You are good at speaking.
= তোমরা কথা বলায় দক্ষ।
They are good at speaking.
= তারা কথা বলায় দক্ষ।
He is good at speaking.
= সে কথা বলায় দক্ষ।
She is good at speaking.
= সে কথা বলায় দক্ষ।
Ali is good at speaking.
= আলী কথা বলায় দক্ষ।
I am good at teaching English.
= আমি ইংরেজি শেখাতে দক্ষ।
We are good at teaching English.
= আমরা ইংরেজি শেখাতে দক্ষ।
You are good at teaching English.
= তুমি ইংরেজি শেখাতে দক্ষ।
You are good at teaching English.
= তোমরা ইংরেজি শেখাতে দক্ষ।
They are good at teaching English.
= তারা ইংরেজি শেখাতে দক্ষ।
He is good at teaching English.
= সে ইংরেজি শেখাতে দক্ষ।
She is good at teaching English.
= সে ইংরেজি শেখাতে দক্ষ।
Ali is good at teaching English.
= আলী ইংরেজি শেখাতে দক্ষ।
Passive Voice দিয়ে বাক্য তৈরির কৌশল
Present Tense:
1. The work is done by him.
= কাজটি তার দ্বারা করা হয়।
2. The work is being done by him.
= কাজটি তার দ্বারা করা হচ্ছে।
3. The work has been done by him.
= কাজটি তার দ্বারা করা হয়েছে।
4. The work has been being done by him for a month.
= কাজটি এক মাস ধরে তার দ্বারা করা হচ্ছে।
Past Tense:
1. The work was done by him.
= কাজটি তার দ্বারা করা হয়েছিল।
2. The work was being done by him.
= কাজটি তার দ্বারা করা হচ্ছিল।
3. The work had been done by him.
= কাজটি তার দ্বারা করা হইয়াছিল।
4. The work had been being done by him for a month.
= কাজটি এক মাস ধরে তার দ্বারা করা হচ্ছিল।
Future Tense:
1. The work will be done by him.
= কাজটি তার দ্বারা করা হইবে।
2. The work will be being done by him.
= কাজটি তার দ্বারা করা হইতে থাকবে।
3. The work will have been done by him.
= কাজটি তার দ্বারা করা সম্পন্ন হইয়া থাকবে।
4. The work will have been being done by him for a month.
= কাজটি এক মাস ধরে তার দ্বারা করা সম্পন্ন হইতে থাকবে।
Note: Passive Voice নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে Grammar অংশে। উপরের নিয়মগুলো আমাদের ভালোভাবে চর্চা করতে হবে।